আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল তার বাবা মা কে নিয়ে| Eyegul Hatun sad moment |

আইগুল ছিলেন দোন্দার বে'র কন্যা ও উসমান গাজীর চাচাতো বোন।   আইগুলের বাবা দুন্দার বে বিশ্বাসঘাতক।   নিজের মা ছিলো বিশ্বাসঘাতক।   ভাই ছিলো বিশ্বাসঘাতক।   আর হাতন মা'ও বিশ্বাসঘাতক।   আর আইগুলের স্বামীও ছিলো বিশ্বাসঘাতক।   আর বিশ্বাসঘাতকতার কারণে একে একে সবার অকালে প্রাণ হারিয়েছে।   উসমান বে বলেছেন, মাথা নীচু করবে না আইগুল।   তুমি আমাদের জন্য মুল্যবান।  বাবাদের পাপের জন্য সন্তানরা কখনো মূল্য চুকায় না।  এর চাইতে বড়ো শান্তনা আর কী হতে পারে, সাথে বালা হাতুনও শান্তনা দিচ্ছে,  এখন শান্তনা দেওয়ার পালা কার? আইগুলের অসহায়ত্বের ভার কে নিবে? চেরকুতাই কী পারবে তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে আগলে রাখতে ? পারবে আইগুলের  অসহায়ত্বের মূল্যায়ন দিবে ? খুব শীঘ্রই আসছে কুরুলুস উসমান সিজন - ৩ এ আইগুল  ও চেরকুতাইয়ের ভালোবাসার গল্প।   দোন্দার বে'র কুটনৈতিক বীরত্বঃ  দোন্দার বে শৈশবকালীন সময়ে আর্তুগ্রুল গাজীর  ভালোবাসার প্রিয় স্নেহাশীষ ছোট্ট ভাই ছিলেন। মনে প্রাণে ভাইটিকে ভালোবাসতেন ও স্নেহ করতেন।  বসতির দায়িত্ব কয়েকবার দিয়েছিলেন কিন্তু ভাই দোন্দার বে'র মনে ছিলো বসতির ভার একাই গ্রহন করা , যা তিনি আর্তুগ্রুল গাজীর উপস্থিতে সেই লোভ লালসা কাজে লাগাতে পারেন নি। বরং আর্তুগ্রুলের ছেলে উসমান , অর্থাৎ দোন্দার বে'র ভাতিজা উসমানকে যখন কায়ী বসতির বে'রা যথেষ্ট সমর্থন করলো, বেয়লিক হিসেবে গণ্য করা হলো তখন দোন্দার বে উসমানের বিরুদ্বাচরণ করতে লাগলো, ও মোঙ্গল সঙ্গে হাত মিলিয়ে বসতিকে নেতৃত্ব দিবে ও উসমান গাজীকে ধ্বংস করবে , কিন্তু বিশ্বাসঘাতক দোন্দার বে'র বিশ্বাসঘাতকতা যখন উসমানের কাছে স্পষ্ট তখনই উসমান সবাই সম্মুখে দোন্দার বে কে তীরবিদ্ধ করে হত্যা করলেন।  দোন্দারের এই বিশ্বাসঘাতকতা ও চরম লেভেলের শত্রুতায় বসতির অনেক ক্ষতি সাধন হয়েছে।  সেলজান হাতুন আইগুলের মা হিসেবে ভূমিকাঃ-  দোন্দারের মেয়ে আইগুল হাতুন অসহায়ত্ব ও একাকীত্ব হয়ে পড়লেন, বিষন্নতা ও শূন্যতায় আইগুল হাতুনের জীবন দূর্বিষহ হয়ে উঠলো, নিজের ভাই মা , বাবা ও সৎ মা ও স্বামী বিশ্বাসঘাতকতার কারণে মূল্য চুকিয়েছেন তখন আইগল হাতুনের জীবন একদম শুন্যতায় ভরে উঠলো। ঠিক তখনই আইগুল হাতুনের পাশে দাড়িয়ে ছিলেন সেলজান হাতুন, এবং নিজের কন্যার মমতায় তাকে আগলে রাখলেন, ভরণ পোষণের দায়িত্ব নিলেন, সামনে চলার পথ বাতলে দিলেন। সেই সাহসী মহিলা সেলজান হাতুন দিরিলিস আরতুগ্রুল ও কুরুলুস উসমানে যথেষ সাহসীকতা ও বীরত্বের কিছু ঐতিহাসিক দিক গুলো তুলে ধরা হয়েছে।  লেখাঃ- মোঃ হামিদুল ইসলাম রাজু   Page:- Hamidul Islam Raju  আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন।   বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী   ওরহান গাজীর জীবনীঃ-  আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-    উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ-   সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-  তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-  শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-  আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-  সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-
আইগুল হাতুন ও তার অসহায়ত্বের দিক তুলে ধরা হলো 

আইগুল ছিলেন দোন্দার বে'র কন্যা ও উসমান গাজীর চাচাতো বোন। 
আইগুলের বাবা দুন্দার বে বিশ্বাসঘাতক। 

নিজের মা ছিলো বিশ্বাসঘাতক। 

ভাই ছিলো বিশ্বাসঘাতক। 

আর হাতন মা'ও বিশ্বাসঘাতক। 

আর আইগুলের স্বামীও ছিলো বিশ্বাসঘাতক। 

আর বিশ্বাসঘাতকতার কারণে একে একে সবার অকালে প্রাণ হারিয়েছে। 

উসমান বে বলেছেন, মাথা নীচু করবে না আইগুল। 

তুমি আমাদের জন্য মুল্যবান।

বাবাদের পাপের জন্য সন্তানরা কখনো মূল্য চুকায় না।

এর চাইতে বড়ো শান্তনা আর কী হতে পারে, সাথে বালা হাতুনও শান্তনা দিচ্ছে,

এখন শান্তনা দেওয়ার পালা কার? আইগুলের অসহায়ত্বের ভার কে নিবে? চেরকুতাই কী পারবে তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে আগলে রাখতে ? পারবে আইগুলের  অসহায়ত্বের মূল্যায়ন দিবে ? খুব শীঘ্রই আসছে কুরুলুস উসমান সিজন - ৩ এ আইগুল  ও চেরকুতাইয়ের ভালোবাসার গল্প।

আইগুল হাতুন ও বালা হাতুন 

উসমানকে ছোট্ট বেলা থেকে মনে প্রাণে ভালোবাসতেন আইগুল হাতুনঃ-

শৈশবকালীন খেলার সঙ্গী উসমানকে সবসময়ই প্রাধান্য দিয়ে আসছে। আইগুলের পুরু পরিবার যখন উসমানের বিরুদ্ধে বিচরণ করছে তখন আইগুল হাতুন উসমানের সৈনিক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে, এবং উসমানের স্ত্রী বালা হাতুনের সঙ্গে একাত্মতা পোষণ করছে, এবং নিজের একান্ত বন্ধুর মতো বালা হাতুনের আশে পাশে থাকছে। যদিও এক সময় উসমান আর বালা হাতুনের প্রেমের বিরোধিতা করেছে কেননা উসমানকে আইগুল মন থেকে ভালোবাসতো, আর কেউ চাইবে না কখনো তার ভালোবাসার মানুষ অন্য কারো হোক, সেজন্য দোন্দার বে'র কুমন্ত্রনায় আর ভালোবাসার কষ্ট সহ্য করতে না পেরে উসমানের বিরোধিতা করেছিলো। কিন্তু এক সময় পর সব কিছু বুঝতে পারলো আমাদের আইগুল হাতুন। কেননা, জোর করে কারো মন জয় করে নেওয়া যায় না বরং ভালোবেসে ধৈর্য্যে সহকারে মন জয় করতে পারলে এটাই প্রকৃত ভালোবাসা, হোক বিয়ে কিংবা বন্ধুত্ব । তবে এখন আইগুল হাতুন উসমানের একজন বিশেষ সৈন্য হিসেবে বসতি সুরক্ষার দায়িত্বের ভার গ্রহণ করছেন। 

দোন্দার বে'র মৃত্যুদণ্ড কার্যকর 

দোন্দার বে'র কুটনৈতিক বীরত্বঃ

দোন্দার বে শৈশবকালীন সময়ে আর্তুগ্রুল গাজীর  ভালোবাসার প্রিয় স্নেহাশীষ ছোট্ট ভাই ছিলেন। মনে প্রাণে ভাইটিকে ভালোবাসতেন ও স্নেহ করতেন।  বসতির দায়িত্ব কয়েকবার দিয়েছিলেন কিন্তু ভাই দোন্দার বে'র মনে ছিলো বসতির ভার একাই গ্রহন করা , যা তিনি আর্তুগ্রুল গাজীর উপস্থিতে সেই লোভ লালসা কাজে লাগাতে পারেন নি। বরং আর্তুগ্রুলের ছেলে উসমান , অর্থাৎ দোন্দার বে'র ভাতিজা উসমানকে যখন কায়ী বসতির বে'রা যথেষ্ট সমর্থন করলো, বেয়লিক হিসেবে গণ্য করা হলো। তখনই দোন্দার বে উসমানের বিরুদ্বাচরণ করতে লাগলো, ও মোঙ্গল বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে বসতিকে নেতৃত্ব দিবে ও উসমান গাজীকে ধ্বংস করবে , কিন্তু বিশ্বাসঘাতক দোন্দার বে'র বিশ্বাসঘাতকতা যখন উসমানের কাছে স্পষ্ট তখনই উসমান সবার সম্মুখে দোন্দার বে কে তীরবিদ্ধ করে হত্যা করলেন।  দোন্দারের এই বিশ্বাসঘাতকতা ও চরম লেভেলের শত্রুতায় বসতির অনেক ক্ষতি সাধন হয়েছে।

সেলজান মা ও আইগুল হাতুন 

সেলজান হাতুন আইগুলের মা হিসেবে ভূমিকাঃ-

দোন্দারের মেয়ে আইগুল হাতুন অসহায়ত্ব ও একাকীত্ব হয়ে পড়লেন, বিষন্নতা ও শূন্যতায় আইগুল হাতুনের জীবন দূর্বিষহ হয়ে উঠলো, নিজের ভাই মা , বাবা ও সৎ মা ও স্বামী বিশ্বাসঘাতকতার কারণে মূল্য চুকিয়েছেন তখন আইগুল হাতুনের জীবন একদম শুন্যতায় ভরে উঠলো। ঠিক তখনই আইগুল হাতুনের পাশে দাড়িয়ে ছিলেন সেলজান হাতুন, এবং নিজের কন্যার মমতায় তাকে আগলে রাখলেন, ভরণ পোষণের দায়িত্ব নিলেন, সামনে চলার পথ বাতলে দিলেন। সেই সাহসী মহিলা সেলজান হাতুন দিরিলিস আরতুগ্রুল ও কুরুলুস উসমানে যথেষ সাহসীকতা ও বীরত্বের কিছু ঐতিহাসিক দিক গুলো তুলে ধরা হয়েছে।

লেখাঃ-  মোঃ হামিদুল ইসলাম রাজু 

Page:- Hamidul Islam Raju

আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন। 

বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী 

ওরহান গাজীর জীবনীঃ-

আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  

উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- 

সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-

তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-

শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-

সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-

আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য 

দোগান আল্পের ইতিহাসঃ-

আয়া নিকোলার সঠিক

মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস 

তুরগুত আল্পের ইতিহাসঃ-

বামসী বেইরেক খান ইতিহাসঃ-

সেলজান হাতুনের ইতিহাস 

Post a Comment

0 Comments