শায়েখ ইবনুল আরাবীর পঞ্চাশটি বাণী ও উপদেশ | Shaikh Ibnul Arabir Bani Bangla |

শায়েখ ইবনুল আরাবীর বাণী গুলো মার্জিত ভাবে আমার ব্লগ সাইটে সংরক্ষণ করেছি । আপনারা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিবেন। ইতিমধ্যে আমি এই ওয়েবসাইটে আর্তুগ্রুল গাজীর জীবনী ও উসমানীয়া সাম্রাজ্য, এবং সেলজুক সাম্রাজ্যের সুলতানদের জীবনী নিয়ে অনেক লেখনী পাবলিশ করেছি । ইবনুল আরবীর ভিডিও সহ বাণী পেতে আমার পেইজটি ফলো করবেন।    নিম্নে শায়েখ ইবনুল আরাবীর বাণী গুলো উপস্থাপন করা হলোঃ-  আমরা যদি আল্লাহকে সহযাত্রী হিসেবে মেনে নেই আমরা যেখানে ইচ্ছা যেতে পারবো ।  আর না হলে আমাদের সঙ্গী হবে শয়তান।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   তুমি যদি তোমার রবের উপর পূর্ণ বিশ্বাস রাখো   এবং তাকে তোমার সঙ্গী হিসেবে গ্রহণ করো।  তবে তোমার সকল পথ তোমার জন্য সহজ এবং নিরাপদ হয়ে যাবে।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   মানুষ পানি দ্বারা ধৌত করলে কাপড় বদলায়,   ঘাম দ্বারা ধৌত করলে ভাগ্য বদলায়,   আর রক্ত দ্বারা ধৌত করলে ইতিহাস বদলায়।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী       আল্লাহ্ তাঁর বান্দাদের পরীক্ষা নেন,   সে সময় সবর করতে হয়।   সবর কোন সহজ কাজ নয়,   যে গাছ ঝড়ের সাথে তাল মিলাতে পারেনা তা ভেঙে পড়ে যায়!   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   তোমার দৃষ্টি তোমার আয়না।   মনে রেখো তুমি অন্যকে যেভাবে দেখবে   অন্যরাও তোমাকে ঠিক সেভাবেই দেখবে!   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   শায়েখ ইবনুল আরাবীর দোয়ার দরখাস্ত  আমাদের আল্লাহর কাছে ,   যা শুনলে মন প্রাণ জুরিয়ে যায় তা নিম্নে হুবহু দেওয়া হলো,  দোয়ার কথা গুলো প্রেক্ষাপট বিবেচনায় বাস্তব।   তাহলে পড়ুন নিম্নের কথা গুলোঃ-   "এই  দুনিয়া এবং বেহেস্তের পরম করুণাময় আল্লাহ!   আপনি পথ প্রদর্শক, আপনি ক্ষমতাশালী, আমরা অসহায় বান্দা আপনার কাছে আশ্রয় খুজি, আপনার সাহায্য চাই এবং আপনার দয়ার মুখাপেক্ষী থাকি,   ইয়া রাব্বি.....   "মুসলিমদের অবস্থা এখন করুণ, দ্রহ মতবিরোধ  সবার হৃদয় আচ্ছন্ন।   হারিয়ে গেছে ভ্রাতৃত্ববোধ ভূলণ্ঠিত হচ্ছে মনবতা। নিজেদের দ্বারা হচ্ছি প্রতারিত, সঙ্গী হচ্ছি অত্যাচারীর...."  ইয়া রাব্বী...   আমাদের দয়া করুন , ঈমানের নুরে আমাদের হৃদয়কে আলোকিত করুন, আমাদের জ্ঞান বাড়িয়ে দিন , আমাদের আন্তরিকতাকে বাড়িয়ে দিন। নিষ্ঠুর কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস বাড়িয়ে দিন। দক্ষতা বাড়িয়ে দিন   ইয়া রাব্বি...   আমাদেরকে আপনি মহানবী ( সাঃ) এর উম্মত করে পাঠিয়েছেন আমাদেরকে তার পথে শহিদ হওয়ার তৌফিক দান করুন সঠিক পথ দেখান।  শুন্য হাতে ফিরিয়ে দিবেন না । আপনার নিরান্নব্বই নামের উছিলায় আমাদের ভাগ্যে পুনরুদ্ধারের সৌভাগ্য দান করুন। আমিন ।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   ব্যথা সবসময় ক্ষণস্থায়ী।   আঘাত না পেলে বিজয়ের আনন্দ কখনো উপভোগ করা যায়না!   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী      যতক্ষণ তোমার ভিতর ঈমাণ আছে ততক্ষণ তোমার শত্রুও আছে!   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   কারো গন্তব্য তাঁর প্রচেষ্টার আলোকেই নির্ধারিত হয়।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   যে কথা গোপন রাখতে জানে না, তাকে গোপন কথা বলো না।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   ভেঙে পড়ো না, হতাশ হয়োনা, ছোট ছোট পরাজয় বৃহৎ জয়েরই হাতছানি।   তোমার প্রতিটি পরাজয়ই জয়ের আহবান।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হবার, সব থেকে বড় ভূমিকা শয়তানের।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী    যে অশ্রু তোমায় কাঁদায়, তা তোমার হৃদয়ের পুঁজ দূর করবে।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী     তোমার চোখ দিয়ে যে অশ্রু গড়ায়, তা হৃদয়ের বাগানে প্রবাহিত হয়ে ফুলে-ফলে সাজিয়ে তোলে।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী    নিজের উপর আস্থা রাখো, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে এগিয়ে চলো।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   ধনুক যতো জোরে টানবে, তীর ততো দূরে যাবে।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী     প্রজ্ঞাই সবচেয়ে বড় সম্পদ।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   এখন তোমারাও সেরকম পুনরুত্থানের দিন গণনা করছো, বীজ যেমন মাটি থেকে অঙ্কুরিত হওয়ার দিন গণনা করে।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   ইসলাম সম্পর্কে বুঝতে হলে তোমাকে প্রথমে আমাদের নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী    কোন পাপই আল্লাহর রহমত থেকে বড় নয়।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী    "শূন্য থেকে এসেছি, শূন্যেই ফিরে যাবাে। চোখ কান সব  সময় খােলা রেখাে, কুয়াশায় পথ হারিয়ও না, বন্য প্রাণীদের খাবার হইও না।"   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   কোন কিছু পাওয়ার জন্য জোর জবস্তি করো না, তুমি ততটুকুই পাবে, যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্ধ রেখেছেন।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   যদি তুমি অন্যের কষ্ট অনুভব করতে চাও, তবে তোমার নিজের আগে - সেই কষ্ট অনুভব করতে হবে।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   পৃথিবী হল একটি শিক্ষালয়, যেখানে আমাদের সকলকে আলাদাভাবে পরিক্ষা করা হয়।   এবং আমাদের একমাত্র শিক্ষক হল আমাদের প্রভূ।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   শাহাদাত আমাদের নৈকট্য লাভের শ্রেষ্ট উপায়, কোন মুমিন ব্যক্তি জুলুমের বিরুদ্ধে,   যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যাবে - ততক্ষণ পর্যন্ত সে একজন শ্রেষ্ট মুসলিম।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   সতোর পথে যখন কেউ পথিক হয়ে যায়,   মহান আল্লাহ স্বয়ং তাঁর সাহায্যকারী হয়ে যায়।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী    তাদের সাথে বন্ধুত্ব করো, যাদের দ্বীনদারী তোমার চাইতে বেশী।   এবং দুুনিয়াদারী তোমার চাইতে কম।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী     কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান করে,   তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীতা নারীর পুত্র।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   যে বীজ তার খোলস ছেড়ে বেরিয়ে আসতে আগ্রহী নয়,   সে কখনো ফলদায়ী বৃক্ষ হতে পারে না।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী    এখন তােমারাও সে রকম  পুনরুখানের দিন গণনা করছো।  বীজ যেমন মাটি থেকে  অঙ্কুরিত হওয়ার দিন গণনা করে।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   যে শুধু নিজের জন্য শান্তি  খুঁজে;তার কাছে শান্তি থাকে না।   শান্তি তার জন্য,যে অপরের কল্যাণে নিয়জিত।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   মুসলমানদের উচিৎ তাদের ইতিহাস,   সর্ম্পকে জানা,যাতে তারা, তাদের দুর্ভাগ্যের অবসান ঘটাতে পারে।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   শত্রুকে পরাজিত করাই বড় না,   শত্রুর মনকে পরাজিত করে আল্লাহর দিকে আনাই বড় জয়!   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   লোকে যদি তোমাতে মুগ্ধ হয়,  তাহলে ভেবো না তুমি মুগ্ধকর। আসলে আল্লাহ যে তোমার পাপগুলোকে ঢেকে রেখেছেন,লোকে তোমার ওপর ঝুলানো আল্লাহর সেই পর্দাতে মুগ্ধ।  এটা আসলে তুমি না,এটা আল্লাহর দান করা আবরণ।তোমাকে আরও বেশি সতর্ক হতে হবে যাতে তুমি আরও ভালো কাজ করতে পারো এবং এইসব ধ্বংসাত্মক প্রশংসায় আত্মমুগ্ধ হয়ে না পড়ো।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   যাদের মন অতীতে বাস করে,   তারা বর্তমানকে এড়িয়ে বাঁচতে চায়।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী    "আল্লাহ নিজেই অঙ্গীকার করেছেন, তার যোগ্য বান্দাকেই  কর্তৃত্ব দেবেন।"   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   "দুঃখ করাে না, শুধু ঈমান ধরে রেখাে। জোর করেও কেউ  এর মালিক হতে পারবে না।   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   "যদি কেউ লড়াই করে তা দখলও করে, তবে শুধু মাত্র  দখলদার হতে পারবে আর কিছু না।"   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী      একজন পথচারী শায়েখ ইবনুল আরাবীকে মানুষ সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন তিনি এর প্রতিত্তোরে বললেন।   "পৃথিবীতে মানুষ হল সৃষ্টিকর্তার মােহর। বৃক্ষ, পাখি, পাহাড়,  মহা সমুদ্র, নদী এগুলাে কেন? সূর্য কেন পৃথিবীকে আলাে  দেয়? চাঁদ কেন রাতকে মহিমান্বিত করে? সমুদ্রের উত্তাল  স্রোত কেন খেলা করে? কেন নদী বয়ে চলে? সূর্যোদয় কেন  হয়? কেনই বা সূর্যাস্ত হয়? = সবই মানুষের জন্য।"  "পৃথিবীর সমস্ত সৌন্দর্য এবং যত চমক সব কিছুর ব্যবস্থা শুধু  মাত্র মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য..মানুষের সুখ  ও শান্তির জন্য।"   "মানুষের শুকরিয়া আদায়ের জন্য,কিন্তু মানুষ অকৃতজ্ঞ।  আল্লাহ আমাদের পালনকর্তা.. তিনি দেখেন কিন্তু দেখা  দেননা।"   "ফু..এই নিঃশ্বাস যদি না নেয়া যেত মানুষ এখানে থাকত না।  কিন্তু আমরা সত্য দেখতে পাইনা, আল্লাহকে স্মরণ করিনা।  "ভাবি আমরাই ক্ষমতার অধিকারী..আল্লাহ আমাদেরকে  কৃতজ্ঞ বান্দা হবার তাওফিক দান করুন।"   - শায়েখ  ইবনুল আরাবীর বাণী    আর্তুগ্রুল গাজীকে শায়েখ ইবনুল আরাবীর উপদেশ মূলক কিছু কথাঃ-    একটা সময় ছিলো যখন মক্কার মুশরিকরাও   মানবতাকে ভুলে তাদের কন্যা সন্তানকে   জীবন্ত কবর দিয়ে হত্যা করতো।  মহানবী (সাঃ) আল্লাহর অশেষ অনুগ্রহে তাদেরকে মানবতার গোপন সুত্র জানিয়ে দিয়ে দুনিয়ায় শান্তি প্রতিষ্টা করেছিলেন।  কি সেই সুত্রঃ-  লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর-রাসুলুল্লাহ  আল্লাহকে না চিনলে কখনো মানবতার সুত্র   খুজে পাবে না।  - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   আসল নিষ্ঠুর জালিম হলো  ঐ সকল পথভ্রষ্টরা  মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন..  কোনো আরবী পারস্যের কোনো ব্যক্তির চেয়ে উত্তম নয়।  কিন্তু এখন তারাই ন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে।  মুসলিমদের হত্যা করছে।  এক মুসলিম কীভাবে অন্য মুসলিমকে কীভাবে দোষারুপ করতে পারে?  এক মুসলিম অন্য মুসলিমকে কিভাবে হত্যা করতে পারে?  আল্লাহ ঘোষণা করেছেন যে, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসুল।  যে তার অনুসারী হবে , তারা অবিশ্বাসীদের চেয়ে শক্তিশালী।   ও বিশ্বাসীদের মধ্যে সবচেয়ে উন্নত হিসেবে গণ্য হবে।  বাবা, যদি আমরা মানবতার সেবায় কাজ করতে চাই ।  তাহলে আগে নিজ স্বজনদের তাবুকে, গোষ্ঠীকে ও অঞ্চলকে পরিশুদ্ধ করতে হবে।  কারণ অনুর্বর ভুমিতে কোনো কিছু জন্ম নিতে পারে না।  আমাদের তাবু পরিস্কার না করে মানবতার সেবা করা অসম্ভব।    - শায়েখ  ইবনুল আরাবীর বাণী   মনে রেখো আমাদের মহানবীর প্রতি সবচেয়ে নিষ্টুর ছিলেন।   তারই আপন চাচা অবিশ্বাসী "আবু লাহাব"  আবার সবচেয়ে শক্তি ছিলেন তারই আপন চাচাতো ভাই হযরত আলী ( রাযিঃ)  আল্লাহ সবাইকে হযরত আলীর মতো সহযোগী উপহার দিন।  আমিন  - শায়েখ  ইবনুল আরাবীর বাণী     ইসলামীক বিষয় ভিত্তিক কিছু পড়তে হলে আমার ফেসবুক পেইজ ফলো করুন।  Page:- Hamidul Islam Raju    - মোঃ হামিদুল ইসলাম রাজু
শায়েখ  ইবনুল আরাবীর বাণী

শায়েখ ইবনুল আরাবী

শায়েখ ইবনুল আরাবীর বাণী গুলো মার্জিত ভাবে আমার ব্লগ সাইটে সংরক্ষণ করেছি । আপনারা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিবেন। ইতিমধ্যে আমি এই ওয়েবসাইটে আর্তুগ্রুল গাজীর জীবনী ও উসমানীয়া সাম্রাজ্য, এবং সেলজুক সাম্রাজ্যের সুলতানদের জীবনী নিয়ে অনেক লেখনী পাবলিশ করেছি । ইবনুল আরবীর ভিডিও সহ বাণী পেতে আমার পেইজটি ফলো করবেন। 

নিম্নে শায়েখ ইবনুল আরাবীর বাণী গুলো উপস্থাপন করা হলোঃ-
  • আমরা যদি আল্লাহকে সহযাত্রী হিসেবে মেনে নেই আমরা যেখানে ইচ্ছা যেতে পারবো ।
আর না হলে আমাদের সঙ্গী হবে শয়তান। 

- শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • তুমি যদি তোমার রবের উপর পূর্ণ বিশ্বাস রাখো 
এবং তাকে তোমার সঙ্গী হিসেবে গ্রহণ করো।
তবে তোমার সকল পথ তোমার জন্য সহজ এবং নিরাপদ হয়ে যাবে। 

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • মানুষ পানি দ্বারা ধৌত করলে কাপড় বদলায়, 
ঘাম দ্বারা ধৌত করলে ভাগ্য বদলায়, 
আর রক্ত দ্বারা ধৌত করলে ইতিহাস বদলায়।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী





  • আল্লাহ্ তাঁর বান্দাদের পরীক্ষা নেন, 
সে সময় সবর করতে হয়। 
সবর কোন সহজ কাজ নয়, 
যে গাছ ঝড়ের সাথে তাল মিলাতে পারেনা তা ভেঙে পড়ে যায়!

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • তোমার দৃষ্টি তোমার আয়না।
 মনে রেখো তুমি অন্যকে যেভাবে দেখবে 
অন্যরাও তোমাকে ঠিক সেভাবেই দেখবে!

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • শায়েখ ইবনুল আরাবীর দোয়ার দরখাস্ত  আমাদের আল্লাহর কাছে , 
যা শুনলে মন প্রাণ জুরিয়ে যায় তা নিম্নে হুবহু দেওয়া হলো,
দোয়ার কথা গুলো প্রেক্ষাপট বিবেচনায় বাস্তব। 
তাহলে পড়ুন নিম্নের কথা গুলোঃ-

"এই  দুনিয়া এবং বেহেস্তের পরম করুণাময় আল্লাহ! 
আপনি পথ প্রদর্শক, আপনি ক্ষমতাশালী, আমরা অসহায় বান্দা আপনার কাছে আশ্রয় খুজি, আপনার সাহায্য চাই এবং আপনার দয়ার মুখাপেক্ষী থাকি, 
ইয়া রাব্বি..... 
"মুসলিমদের অবস্থা এখন করুণ, দ্রহ মতবিরোধ  সবার হৃদয় আচ্ছন্ন। 
হারিয়ে গেছে ভ্রাতৃত্ববোধ ভূলণ্ঠিত হচ্ছে মনবতা। নিজেদের দ্বারা হচ্ছি প্রতারিত, সঙ্গী হচ্ছি অত্যাচারীর...."
ইয়া রাব্বী... 
আমাদের দয়া করুন , ঈমানের নুরে আমাদের হৃদয়কে আলোকিত করুন, আমাদের জ্ঞান বাড়িয়ে দিন , আমাদের আন্তরিকতাকে বাড়িয়ে দিন। নিষ্ঠুর কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস বাড়িয়ে দিন। দক্ষতা বাড়িয়ে দিন 
ইয়া রাব্বি... 
আমাদেরকে আপনি মহানবী ( সাঃ) এর উম্মত করে পাঠিয়েছেন আমাদেরকে তার পথে শহিদ হওয়ার তৌফিক দান করুন সঠিক পথ দেখান।  শুন্য হাতে ফিরিয়ে দিবেন না । আপনার নিরান্নব্বই নামের উছিলায় আমাদের ভাগ্যে পুনরুদ্ধারের সৌভাগ্য দান করুন। আমিন । 

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • ব্যথা সবসময় ক্ষণস্থায়ী। 
আঘাত না পেলে বিজয়ের আনন্দ কখনো উপভোগ করা যায়না!

শায়েখ  ইবনুল আরাবীর বাণী



  •  যতক্ষণ তোমার ভিতর ঈমাণ আছে ততক্ষণ তোমার শত্রুও আছে!

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • কারো গন্তব্য তাঁর প্রচেষ্টার আলোকেই নির্ধারিত হয়।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • যে কথা গোপন রাখতে জানে না, তাকে গোপন কথা বলো না।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • ভেঙে পড়ো না, হতাশ হয়োনা, ছোট ছোট পরাজয় বৃহৎ জয়েরই হাতছানি। 
তোমার প্রতিটি পরাজয়ই জয়ের আহবান। 

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হবার, সব থেকে বড় ভূমিকা শয়তানের।


শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • যে অশ্রু তোমায় কাঁদায়, তা তোমার হৃদয়ের পুঁজ দূর করবে।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী



  • তোমার চোখ দিয়ে যে অশ্রু গড়ায়, তা হৃদয়ের বাগানে প্রবাহিত হয়ে ফুলে-ফলে সাজিয়ে তোলে।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  •  নিজের উপর আস্থা রাখো, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে এগিয়ে চলো।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • ধনুক যতো জোরে টানবে, তীর ততো দূরে যাবে। 

শায়েখ  ইবনুল আরাবীর বাণী


  •  প্রজ্ঞাই সবচেয়ে বড় সম্পদ।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • এখন তোমারাও সেরকম পুনরুত্থানের দিন গণনা করছো, বীজ যেমন মাটি থেকে অঙ্কুরিত হওয়ার দিন গণনা করে। 

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • ইসলাম সম্পর্কে বুঝতে হলে তোমাকে প্রথমে আমাদের নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী


  • কোন পাপই আল্লাহর রহমত থেকে বড় নয়।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী


  • "শূন্য থেকে এসেছি, শূন্যেই ফিরে যাবাে। চোখ কান সব
সময় খােলা রেখাে, কুয়াশায় পথ হারিয়ও না, বন্য প্রাণীদের খাবার হইও না।"

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • কোন কিছু পাওয়ার জন্য জোর জবস্তি করো না, তুমি ততটুকুই পাবে, যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্ধ রেখেছেন।


শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • যদি তুমি অন্যের কষ্ট অনুভব করতে চাও, তবে তোমার নিজের আগে - সেই কষ্ট অনুভব করতে হবে।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • পৃথিবী হল একটি শিক্ষালয়, যেখানে আমাদের সকলকে আলাদাভাবে পরিক্ষা করা হয়। 
এবং আমাদের একমাত্র শিক্ষক হল আমাদের প্রভূ।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • শাহাদাত আমাদের নৈকট্য লাভের শ্রেষ্ট উপায়, কোন মুমিন ব্যক্তি জুলুমের বিরুদ্ধে, 
যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যাবে - ততক্ষণ পর্যন্ত সে একজন শ্রেষ্ট মুসলিম।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • সতোর পথে যখন কেউ পথিক হয়ে যায়,
 মহান আল্লাহ স্বয়ং তাঁর সাহায্যকারী হয়ে যায়।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী


  • তাদের সাথে বন্ধুত্ব করো, যাদের দ্বীনদারী তোমার চাইতে বেশী।
 এবং দুুনিয়াদারী তোমার চাইতে কম।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী



  • কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান করে,
 তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীতা নারীর পুত্র।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • যে বীজ তার খোলস ছেড়ে বেরিয়ে আসতে আগ্রহী নয়,
 সে কখনো ফলদায়ী বৃক্ষ হতে পারে না।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী


  • এখন তােমারাও সে রকম
পুনরুখানের দিন গণনা করছো।
বীজ যেমন মাটি থেকে
অঙ্কুরিত হওয়ার দিন গণনা করে। 

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • যে শুধু নিজের জন্য শান্তি  খুঁজে;তার কাছে শান্তি থাকে না। 
শান্তি তার জন্য,যে অপরের কল্যাণে নিয়জিত।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • মুসলমানদের উচিৎ তাদের ইতিহাস,
 সর্ম্পকে জানা,যাতে তারা, তাদের দুর্ভাগ্যের অবসান ঘটাতে পারে।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • শত্রুকে পরাজিত করাই বড় না,
 শত্রুর মনকে পরাজিত করে আল্লাহর দিকে আনাই বড় জয়!

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • লোকে যদি তোমাতে মুগ্ধ হয়,
তাহলে ভেবো না তুমি মুগ্ধকর। আসলে আল্লাহ যে তোমার পাপগুলোকে ঢেকে রেখেছেন,লোকে তোমার ওপর ঝুলানো আল্লাহর সেই পর্দাতে মুগ্ধ।
এটা আসলে তুমি না,এটা আল্লাহর দান করা আবরণ।তোমাকে আরও বেশি সতর্ক হতে হবে যাতে তুমি আরও ভালো কাজ করতে পারো এবং এইসব ধ্বংসাত্মক প্রশংসায় আত্মমুগ্ধ হয়ে না পড়ো।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • যাদের মন অতীতে বাস করে,
 তারা বর্তমানকে এড়িয়ে বাঁচতে চায়।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী


  • "আল্লাহ নিজেই অঙ্গীকার করেছেন, তার যোগ্য বান্দাকেই
কর্তৃত্ব দেবেন।"

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • "দুঃখ করাে না, শুধু ঈমান ধরে রেখাে। জোর করেও কেউ
এর মালিক হতে পারবে না।

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • "যদি কেউ লড়াই করে তা দখলও করে, তবে শুধু মাত্র
দখলদার হতে পারবে আর কিছু না।"

শায়েখ  ইবনুল আরাবীর বাণী



  •  একজন পথচারী শায়েখ ইবনুল আরাবীকে মানুষ সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন তিনি এর প্রতিত্তোরে বললেন।

"পৃথিবীতে মানুষ হল সৃষ্টিকর্তার মােহর। বৃক্ষ, পাখি, পাহাড়,
মহা সমুদ্র, নদী এগুলাে কেন? সূর্য কেন পৃথিবীকে আলাে
দেয়? চাঁদ কেন রাতকে মহিমান্বিত করে? সমুদ্রের উত্তাল
স্রোত কেন খেলা করে? কেন নদী বয়ে চলে? সূর্যোদয় কেন
হয়? কেনই বা সূর্যাস্ত হয়? = সবই মানুষের জন্য।"
"পৃথিবীর সমস্ত সৌন্দর্য এবং যত চমক সব কিছুর ব্যবস্থা শুধু
মাত্র মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য..মানুষের সুখ
ও শান্তির জন্য।"

"মানুষের শুকরিয়া আদায়ের জন্য,কিন্তু মানুষ অকৃতজ্ঞ।
আল্লাহ আমাদের পালনকর্তা.. তিনি দেখেন কিন্তু দেখা
দেননা।"

"ফু..এই নিঃশ্বাস যদি না নেয়া যেত মানুষ এখানে থাকত না।
কিন্তু আমরা সত্য দেখতে পাইনা, আল্লাহকে স্মরণ করিনা।
"ভাবি আমরাই ক্ষমতার অধিকারী..আল্লাহ আমাদেরকে
কৃতজ্ঞ বান্দা হবার তাওফিক দান করুন।"

শায়েখ  ইবনুল আরাবীর বাণী


  • আর্তুগ্রুল গাজীকে শায়েখ ইবনুল আরাবীর উপদেশ মূলক কিছু কথাঃ- 

একটা সময় ছিলো যখন মক্কার মুশরিকরাও
 মানবতাকে ভুলে তাদের কন্যা সন্তানকে
 জীবন্ত কবর দিয়ে হত্যা করতো।
মহানবী (সাঃ) আল্লাহর অশেষ অনুগ্রহে তাদেরকে মানবতার গোপন সুত্র জানিয়ে দিয়ে দুনিয়ায় শান্তি প্রতিষ্টা করেছিলেন।
কি সেই সুত্রঃ-
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর-রাসুলুল্লাহ
আল্লাহকে না চিনলে কখনো মানবতার সুত্র 
খুজে পাবে না।
শায়েখ  ইবনুল আরাবীর বাণী

  • আসল নিষ্ঠুর জালিম হলো  ঐ সকল পথভ্রষ্টরা
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন..
কোনো আরবী পারস্যের কোনো ব্যক্তির চেয়ে উত্তম নয়।
কিন্তু এখন তারাই ন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে।
মুসলিমদের হত্যা করছে।
এক মুসলিম কীভাবে অন্য মুসলিমকে কীভাবে দোষারুপ করতে পারে?
এক মুসলিম অন্য মুসলিমকে কিভাবে হত্যা করতে পারে?
আল্লাহ ঘোষণা করেছেন যে, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসুল।
যে তার অনুসারী হবে , তারা অবিশ্বাসীদের চেয়ে শক্তিশালী। 
ও বিশ্বাসীদের মধ্যে সবচেয়ে উন্নত হিসেবে গণ্য হবে।
বাবা, যদি আমরা মানবতার সেবায় কাজ করতে চাই ।
তাহলে আগে নিজ স্বজনদের তাবুকে, গোষ্ঠীকে ও অঞ্চলকে পরিশুদ্ধ করতে হবে।
কারণ অনুর্বর ভুমিতে কোনো কিছু জন্ম নিতে পারে না।
আমাদের তাবু পরিস্কার না করে মানবতার সেবা করা অসম্ভব। 

শায়েখ  ইবনুল আরাবীর বাণী

মনে রেখো আমাদের মহানবীর প্রতি সবচেয়ে নিষ্টুর ছিলেন। 
তারই আপন চাচা অবিশ্বাসী "আবু লাহাব"
আবার সবচেয়ে শক্তি ছিলেন তারই আপন চাচাতো ভাই হযরত আলী ( রাযিঃ)
আল্লাহ সবাইকে হযরত আলীর মতো সহযোগী উপহার দিন।
আমিন
শায়েখ  ইবনুল আরাবীর বাণী
শায়েখ ইবনুল আরাবীর বাণী ভিডিও সহ
শায়েখ ইবনুল আরাবীর নিজ কন্ঠে বাণী ভিডিও সহ 


ইসলামীক বিষয় ভিত্তিক কিছু পড়তে হলে আমার ফেসবুক পেইজ ফলো করুন।
আমার ফেসবুক আইডিটি ফলো করে সঙ্গে থাকুুন ।

Post a Comment

0 Comments