About

ছোটবেলায় খুব নিরব ছিলাম। নিরবতা কেনো জানি আমার অনেক ভালো লাগে। নিরব গাম্ভীর্য হয়ে মায়ের হাসিভরা মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকলে পৃথিবীর সমস্ত সুখ খুজে পেতাম। মায়ের পাশাপাশি বাবাকে আমি অনেক ভালোবাসি । এই ছোট্ট জীবনে বাবা আমার সব আবদার , চাওয়া পাওয়া পুরণ করেছেন। পাওয়া না পাওয়ার হিসেব তিনি  কখনো বুঝতে দেন নি। ভাই বোনদের গভীর মমত্ববোধ, আদর, স্নেহ প্রীতি ভালোবাসা সবসময় আমাকে মুগ্ধ করে।

ছোট থাকতে আমি মায়ের মিষ্টি বকুনি,সবার ভালবাসা আর খেলনা গাড়ির মাঝে সুখ নিয়েছিলাম। ছোটবেলা থেকে বন্ধুদের সাথে থাকতে একটু বেশিই ভালবাসি। তাদের সাথে থাকার সময়টাতে আমি আর আমি থাকি না। অন্য সবার মত আমার স্বপ্নগুলোও ছিল ভীষন সহজ-সরল...আকাশটা ছিল খুব কাছে যা প্রতিনিয়তই ছুয়ে দিতাম।

বড় হয়ে ওঠার সাথে সাথে রঙ্গিন স্বপ্নগুলো সাদা-কালোতে পরিণত হতে থাকে,জটিল হতে থাকে...আকাশটাও আস্তে আস্তে অনেক দূরে সরে যেতে থাকে। ছোট্ট ঘরের বন্ধ জানালার শিক আকড়ে ধরে আমি আমার আকাশটাকে দূরে সরে যেতে দেখি।

ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস খুব। ঘন্টার পর ঘন্টা বই পড়ে কাটিয়ে দেই। বইয়ের চরিত্রগুলোকে নিয়ে কল্পনার দুনিয়ায় হারিয়ে যাই। তাই ছোটবেলা থেকেই খুব সহজেই যে কোন কিছু কল্পনা করে নিতে পারি। আস্তে আস্তে কল্পনাবিলাসিতে পরিণত হই। বাস্তব দুনিয়ার চেয়ে কাল্পনিক দুনিয়াই আমাকে আকর্ষন করে বেশি। 

বলতে কম লিখতে বেশি ভালবাসি। মনের কথাগুলোকে হাতের স্পর্ষে গুটি গুটি শব্দে পরিণত করে সেগুলোকে প্রকাশ করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি। এজন্য আমার মনে হয় ছোটবেলা থেকে অবিরত থাকা বই পড়াটাই বেশি দায়ী। আমি ঠিক জানিনা। আমি মনের কথা মুখে ভালমত প্রকাশ করতে পারি না। এটা হয়তোবা আমার অনেক বড় একটা দোষ কিন্তু সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। কোন মানুষই সম্পূর্ণ পরিপূর্ণ না...কিছুটা অপূর্ণতা সবার মাঝেই মিশে আছে।

স্বপ্ন দেখতে ভালবাসি খুব। স্বপ্ন দেখার ক্ষেত্রে সম্ভব-অসম্ভব বিচার করি না। আমি মুক্ত স্বপ্নবিলাসি। অথবা স্বপ্নকারিগর। সব মানুষেরই স্বপ্নের নির্দিষ্টতা থাকে না,আমার অন্তত নেই।
মিথ্যা কল্পনা করতে হয়তোবা ভালবাসি...কিন্তু উচ্চারিত মিথ্যা শব্দ আর মিথ্যা মানুষ আমার সহ্য হয় না।। আমার জীবনে মিথ্যা মানুষের আশ্রয় নেই কোন।

সেই ছোটবেলার মত এখনও জানালা গলে খুব পরিচিত মিষ্টি আলো প্রবেশ করে। সেইদিন নিজের অজান্তেই তা স্পর্শ করেছিলাম...এখন স্পর্শ করি অনেক মায়ার সাথে। কেননা তার সাথে যে আমার আজন্ম পরিচয় আছে...সেই পরিচয়টা শুধু ভাললাগার নয়,ভালবাসারও।
পৃথিবীর সুখ গুলো আমার দিকে তাকিয়ে থাকে বলে দুঃখটাকে চিনতে পারি নি,,,,,,

বাবার কাছ থেকে যখন সবকিছু পাই তখন না পাওয়ার অভাব বুঝতে পারি না।

আমার উপর মায়ের ভালোবাসার কমতি নেই বলে আর কারো ভালোবাসা পাওয়ার আকুলতা নেই।

আমার চোখে সবকিছু সুন্দর বলে অসুন্দরটা কে দেখতে পারি নি । 

আমার কাছে মনে হয়, আমি নিষ্পাপ, নিরপরাধ বলে কারো দোষ তালাশ করার দরকার পড়েনি । 
উদ্দেশহীন ভাবে বেচে থাকা এক
অলস যুবক..! জীবনের কোনো এইম নাই।
যা হবে দেখা যাবে নীতিতে চলি।
আমি খুব সহজ এবং তার চেয়েও
বেশী সাধারন একজন মানুষ ।..
তাই,
আমি অত্যন্ত অসামাজিক লোক,
শহুরে লোকের প্যাচ আর ভাল লাগে না।
একা থাকতেই তাই ভাল লাগে। নিজের
মত চলি, ..যা খুশি তাই করি ...
জীবন পথে চলার এক অচেনা পথিক আমি।
হাটি হাটি পা পা করে অনেক দূর
পৌছে গেছি।
মাঝে মাঝে পিছনে ফিরে তাকাই কিছু
সুখ কিছু দু:খ আর স্মরনীয় কিছু ছোট ছোট
মুহুর্ত মনের জানালায় উকি দেয়।
স্মৃতি গুলো সুযোগ পেলেই আমার
সাথে বিদ্রূপ করে। আর আমি নিরুপায়
হয়ে স্মৃতি গুলোর
দিকে তাকিয়ে বেহায়ার মত
হাসতে থাকি।
এ ছাড়া আর কি করার
আছে আমার। নিষ্টুর বাস্তবতার
কাছে আমি অসহায়। তবু সময়ের
টানে আর জীবনের প্রয়োজনে কিছু
বাস্তব আর কাল্পনিক স্বপ্নদেখি। নদীর
মত বহমান এই জীবনে মাঝে মাঝে ঢেউ
আসে , তীর ভাঙ্গে আবার তীর গড়ে ।
আমার কাছে মনে হয় এটাই জীবন।


আমি বুঝিনা, আমি জানিনা কেন এমন হয়। কি এমন হয় সেটাও
জানিনা। তবে আমি সাধারন একটা ছেলে। সর্বদাই
পরিবারবর্গকে প্রাধান্য দেই কেননা তাদের জন্যই আজ আমি,
তাই তারাই এটা পাওয়ার অধিকার রাখে।তবে তারা সবসময়
আমার জীবনের ভাল মন্দ আমাকেই বেচে নিতে দিয়েছেন।
আমাকে কখনও কোন জিনিসের প্রতি জোর করেননি,
তারা একটা কথাই বলেছেন যা করবি ভাল কিছু করবি।
আমাকে একটা কথাই বলেন যদি কখনো কারও উপকার
করতে না পারও তবে কখনও ক্ষতি করিওনা। জীবনে কখনও
পিছপা হতে নিষেধ করেছেন। আমি খুবেই শুখী তারা কখনও
কোন কিছুর অভাব বোধ বুঝতে দেননি। 
চাওয়ার আগে তা পুরন
করার চেষ্ঠা করেছেন।

সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারের
মনের আশা পুরন করতে পারি। আল্লাহ তাআলা আপনাদের
সবার মঙ্গল করুণ। ভালো থাকবেন, ধন্যবাদ।


Post a Comment

0 Comments