রুমের সেলজুক সুলতানদের তালিকা | List of Seljuk sultans of Rûm | famous person

 ১০৬০ থেকে ১৩০৭ সাল অবধি রুম সালতানাতের সেলজুক সুলতানদের একটি তালিকা। যারা উক্ত সাল থেকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ইসলামের পতাকা সমুন্নত রেখেছেন।  সেই সব বীর সুলতানদের নামের তালিকাভুক্ত করা হয়েছে। 

  • কুতালামিশ ১০৬০–১০৭৭ 
  • কুটালামোগলু সুলেমান ১১৭৭–১১৮৬ 
  • আবু'ল কাসিম (স্ব-ঘোষিত) ১১৮৬–১০৯২
  •  দাউদ কিলিজ আরসলান (প্রথম) ১০৯২–১১০৭
  • মালিক শাহ ১১০৭–১১১৬ 
  • রুকন উদ্দিন  মাস'উদ (প্রথম) ১১১৬–১১৫৬
  •  ইজ উদ্দিন কিলিজ আরসলান (দ্বিতীয়) ১১৫৬-১১৯২
  •  গিয়াস উদ্দিন কাইখুসরাউ (প্রথম) ১১৯২-১১৯৬
  •  সুলেইমান (দ্বিতীয়) ১১৯৬–১২০৪ 
  • কিলিজ আরসলান (তৃতীয়) ১২০৪–১২০৫
  •  গিয়াস উদ্দিন কায়খুসরাউ প্রথম (দ্বিতীয়বার) ১২০৫–১২১১
  •  ইজ উদ্দিন কায়কাউস (প্রথম) ১২১১–১২২০
  •  আলাউদ্দিন কায়কোবাদ ( প্রথম) ১২২০–১২৩৭ 
  • গিয়াস উদ্দিন কায়খুসরাউ (দ্বিতীয়) ১২৩৭–১২৪৬
  •  ইজ অ্যাড-দিন কায়কাউস (দ্বিতীয়) ১২৪৬–১২৬০ 
  • রুকন উদ্দিন কিলিজ আরসলান (চতুর্থ) ১২৪৮–১২৬৫
  •  আলাউদ্দিন কায়কোবাদ (দ্বিতীয়) ১২৪৯–১২৫৭ 
  • গিয়াস উদ্দিন কায়খুসরাউ (তৃতীয়) ১২৬৫–১২৮২ 
  • গিয়াস উদ্দিন মাস'উদ (দ্বিতীয় ) ১২৮২–১২৮৪ 
  • আলাউদ্দিন কায়কোবাদ (তৃতীয়) ১২৪৮ 
  • গিয়াস উদ্দিন মাস'উদ দ্বিতীয় (দ্বিতীয়বার সিংহাসনে আরোহন) ১২৮৪–১২৯৩ 
  • আলাউদ্দিন কায়কোবাদ ( তৃতীয়) (দ্বিতীয়বার সিংহাসন লাভ) ১২৯৩–১২৯৪
  •  গিয়াস উদ্দিন মাস'উদ (দ্বিতীয়) (তৃতীয় বার সিংহাসন লাভ) ১২৯৪–১৩০১
  •  আলাউদ্দিন কায়কোবাদ (তৃতীয়) (তৃতীয়বার সিংহাসন লাভ) ১৩০১–১৩০৩ 
  • গিয়াত আদ-দ্বীন মাস'উদ (দ্বিতীয়) (চতুর্থবার সিংহাসন লাভ) ১৩০৩–১৩০৭ 
  • গিয়াস উদ্দিন মাস'উদ (তৃতীয়) ১৩০৭
রুম সেলজুক সালতানাত তুরস্ক-ফারসী সুন্নি মুসলিম শাসিত রাষ্ট্র ছিলো, এবং ধারাবাহিক মুসলিম শাসকদের নেতৃত্বে একের পর এক দূর্গ জয় করা হয়েছিল। ১০৭১ সালে মানাজিকার্টের যুদ্ধ এবং সেলজুক তুর্কিদের দ্বারা পূর্ব রুমান (বাইজেন্টাইন) সাম্রাজ্য থেকে পূর্বের রুমান (বাইজেন্টাইন) সাম্রাজ্যের কাছ থেকে জয় লাভ করা আনাতোলিয়ার প্রধান শহর ও অঞ্চলগুলির উপরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে বাইজেন্টাইন শক্তির অস্থায়ী পতন ঘটেছিল। সেলজুক সাম্রাজ্য নিয়ে ধারাবাহিক শাসকগণের জীবনী ও যুদ্ধ কৌশল এই ওয়েবসাইটে তুলে ধরা হবে। 
সেজন্য, আমার ফেসবুক পেইজ 𝐇𝐚𝐦𝐢𝐝𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐑𝐚𝐣𝐮 তে ফলো করবেন , ধন্যবাদ। 

Post a Comment

0 Comments