সেলজান হাতুন কে? সেলজান হাতুন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। About Seljan Hatun|

ভূমিকাঃ- দিরিলিস আরতুগ্রুল সিরিজ যারা দেখেছেন প্রত্যেকেই সেলজান হাতুন সম্পর্কে কম বেশি জানেন? সেলজান হাতুন কে আর সেলজান হাতুনের পরিচয় কী? উক্ত প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই জানি, দিরিলিস আরতুগ্রুল সিরিজের সবচাইতে আকর্ষণীয় চরিত্রের নাম, "সেলজান হাতুন"। আমরা জানবো, সেলজান হাতুন সম্পর্কে ও দিরিলিস আরতুগ্রুল সিরিজে ও কুরুলুস উসমান সিরিজে সেলজান হাতুনের ভূমিকা।   চরিত্র ও অভিনয়ঃ-  সেলচান হাতুন " দিরিলিস সিরিয়ালের এক শ্রেষ্ঠ চরিত্র। সেলজান চরিত্র রুপায়নকারী এই মহান নারী যে একজন জাত অভিনেত্রী তা তাঁর অভিনয় নৈপুণ্যে প্রমান দিয়েছেন। মানবীয় আবেগ, অনুভূতিকে, স্পর্শ করার এক ক্যারিসমাটিক ক্ষমতা তার রয়েছে।ইতিবাচক নেতীবাচক উভয় চরিত্রে সে তার জাত চিনিয়েছে। সিজন ১ এ কুরতুগলু এর সাথে মিলে যে বসতির এক মহা আতংক ছিলো সেলজান, তার হিংসাত্মক, ক্ষীপ্রতায় দর্শকদের দিলে ভয় জাগিয়ে দিত, আর ঘৃণার চরমে পৌছে দিত মানববিক অনুভতিকে, সেই দৃশ্য ভোলারমত নয় যখন আইকিস এর উপর সন্তান হত্যার দায় চাপাতে বসতির মাঝে লাফা লাফি করে কান্নায় ভেঙ্গে পরে ছিলো। এমন কোন দর্শক ছিলোনা যে ঘৃণায় তার প্রতি অতিষ্ঠ হয়নি।আবার যখন ইবনুল আরাবীর সহবতে আত্মশুদ্ধির আকুতি নির্ভর যে দৃশ্যগুলোর প্রতারনা করেছে যা দর্শনে এমন কোন হৃদয়বান দর্শক নেই যার আঁখি প্রান্তে অশ্রু ধারা জমেনি। আবার গুনদারু বের সাথে দাম্পত্য জীবনের নানা চড়াই উৎরায়ের দৃশ্য গুলোও হৃদয় ছুয়ে গেছে, বিশেষ করে বোন গোকজে হাতুনের মৃত্যুতে তার শোক দর্শদের ও শোক সাগরে ভাসিয়েছে।  সালাম এই মহান নারীকে। আমার কাছে ছেলচান চরিত্রটি শ্রেষ্ঠ চরিত্র। আপনাদের কাছে কোন চরিত্রটি শ্রেষ্ঠ মনে হয়? আমার প্রিয় চরিত্র ছেলচান সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি?   কুরতুগ্লুর সঙ্গে মিশে সেলজান হাতুনের চক্রান্ত ও নিজেকে সংশোধন করাঃ-  দিরিলিস আর্তুগ্রুল সিরিজে প্রথম সিজন শেষের এক প্রান্তে সেলজান হাতুন তার ভুল বুঝতে পারলেন। সুলাইমান শাহের ভাই কুরতুগ্লুর ক্ষমতার লোভ ছিলো কায়ী বসতির প্রধান হয়ে উক্ত বসতিকে নেতৃত্ব দেওয়া।আর এই দিকে সুলেইমান শাহের পুত্রবধু সেলজান হাতুন প্রতিশোধের আগুনে কুরতুগ্লুর সঙ্গে হাত মিলিয়েছে, ধারাবাহিক ভাবে বসতির যথেষ্ট পরিমান ক্ষতি করে বসলো। কখনো ক্রোধান্বিত চেহারায় আবার কখনো গুনদারুর সঙ্গে মায়াবিনী চেহারায়, আবার কখনো চক্রান্তের চেহারায় সেলজান হাতুনের চরিত্রটি দর্শকদের মন জয় কেড়েছে। কুরতুগ্লু যখন  বসতির সবাইকে একে একে বন্দি করলো, তখন আরতুগ্রুল গাজীর মা হায়মে হাতুনকে  তার কুটনৈতিক চক্রান্তের কথা পাস করলো , এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে লাগলো, এবং ক্ষমা চাইতে লাগলো হায়মেমার কাছে। যেহেতু সে  ভুল বুঝতে পেরেছে বসতির প্রত্যেকেই তাকে ক্ষমা করে দিয়েছে, অতঃপর আর্তুগ্রুল গাজী ও তার সেনারা  কুরতুগ্লুর কাছ থেকে বসতি উদ্ধার করেছেন।   সিজন ২- থেকে সেলজান হাতুন একদম ভালো হয়ে যান, এবং নিজেকে সংশোধন করার জন্য বারবার খোদার কাছে ক্ষমা চান, আর্তুগ্রুল গাজীকে প্রথম সিজনে  ঘৃণা করতেন এখন দ্বিতীয় সিজনে আর্তুগ্রুল গাজীকে যথেষ্ট সমর্থন করতেন এবং তার কথা তিনি ফেলতেন না  বরং মনোযোগ সহকারে শুনতেন। এবং বসতির সেবা ও উপহার করতে লাগলেন।  এই বসতির জন্য সেলজান হাতুনের ছেলে শহীদ হয়েছিলো।   বিশিষ্ট কলনায়ক নয়ানের নজরে সেলজান হাতুন ছিলো, সেলজানের ধারালো কথায় নয়ানের মুখটি স্তব্ধ করে দিলো, তখন ক্রোধে নয়ান বললো, শয়তানও তোকে দেখলে ভয় করবে ।  কুরুলুস উসমানে একই সেলজুন হাতুনকে দেখতে পাওয়া যায়, যিনি কুরুলুস উসমানের প্রধান চরিত্র উসমান গাজীর চাচী হিসেবে থাকেন।  আর্তুগ্রুল গাজীর মতো উসমাকেও তিনি যথেষ্ট সহযোগিতা করে গেছেন । তিনি তাকে নিজের সন্তানের মতো দেখতেন এবং তাকে সমর্থন করতেন।
সেলজান হাতুন সম্পর্কে 

ভূমিকাঃ- দিরিলিস আরতুগ্রুল সিরিজ যারা দেখেছেন প্রত্যেকেই সেলজান হাতুন সম্পর্কে কম বেশি জানেন? সেলজান হাতুন কে আর সেলজান হাতুনের পরিচয় কী? উক্ত প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই জানি, দিরিলিস আরতুগ্রুল সিরিজের সবচাইতে আকর্ষণীয় চরিত্রের নাম, "সেলজান হাতুন"। আমরা জানবো, সেলজান হাতুন সম্পর্কে ও দিরিলিস আরতুগ্রুল সিরিজে ও কুরুলুস উসমান সিরিজে সেলজান হাতুনের ভূমিকা। 

চরিত্র ও অভিনয়ঃ-

সেলচান হাতুন " দিরিলিস সিরিয়ালের এক শ্রেষ্ঠ চরিত্র। সেলজান চরিত্র রুপায়নকারী এই মহান নারী যে একজন জাত অভিনেত্রী তা তাঁর অভিনয় নৈপুণ্যে প্রমান দিয়েছেন। মানবীয় আবেগ, অনুভূতিকে, স্পর্শ করার এক ক্যারিসমাটিক ক্ষমতা তার রয়েছে।ইতিবাচক নেতীবাচক উভয় চরিত্রে সে তার জাত চিনিয়েছে। সিজন ১ এ কুরতুগলু এর সাথে মিলে যে বসতির এক মহা আতংক ছিলো সেলজান, তার হিংসাত্মক, ক্ষীপ্রতায় দর্শকদের দিলে ভয় জাগিয়ে দিত, আর ঘৃণার চরমে পৌছে দিত মানববিক অনুভতিকে, সেই দৃশ্য ভোলার মত নয় যখন আইকিস এর উপর সন্তান হত্যার দায় চাপাতে বসতির মাঝে লাফা লাফি করে কান্নায় ভেঙ্গে পরে ছিলো। এমন কোন দর্শক ছিলোনা যে ঘৃণায় তার প্রতি অতিষ্ঠ হয়নি।আবার যখন ইবনুল আরাবীর সহবতে আত্মশুদ্ধির আকুতি নির্ভর যে দৃশ্যগুলোর প্রতারনা করেছে যা দর্শনে এমন কোন হৃদয়বান দর্শক নেই যার আঁখি প্রান্তে অশ্রু ধারা জমেনি। আবার গুনদারু বের সাথে দাম্পত্য জীবনের নানা চড়াই উৎরায়ের দৃশ্য গুলোও হৃদয় ছুয়ে গেছে, বিশেষ করে বোন গোকজে হাতুনের মৃত্যুতে তার শোক দর্শদের ও শোক সাগরে ভাসিয়েছে।  সালাম এই মহান নারীকে। আমার কাছে ছেলচান চরিত্রটি শ্রেষ্ঠ চরিত্র। আপনাদের কাছে কোন চরিত্রটি শ্রেষ্ঠ মনে হয়? আমার প্রিয় চরিত্র ছেলচান সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি? 

কুরতুগ্লুর সঙ্গে মিশে সেলজান হাতুনের চক্রান্ত ও নিজেকে সংশোধন করাঃ-

দিরিলিস আর্তুগ্রুল সিরিজে প্রথম সিজন শেষের এক প্রান্তে সেলজান হাতুন তার ভুল বুঝতে পারলেন। সুলাইমান শাহের ভাই কুরতুগ্লুর ক্ষমতার লোভ ছিলো কায়ী বসতির প্রধান হয়ে উক্ত বসতিকে নেতৃত্ব দেওয়া।আর এই দিকে সুলেইমান শাহের পুত্রবধু সেলজান হাতুন প্রতিশোধের আগুনে কুরতুগ্লুর সঙ্গে হাত মিলিয়েছে, ধারাবাহিক ভাবে বসতির যথেষ্ট পরিমান ক্ষতি করে বসলো। কখনো ক্রোধান্বিত চেহারায় আবার কখনো গুনদারুর সঙ্গে মায়াবিনী চেহারায়, আবার কখনো চক্রান্তের চেহারায় সেলজান হাতুনের চরিত্রটি দর্শকদের মন জয় কেড়েছে। কুরতুগ্লু যখন  বসতির সবাইকে একে একে বন্দি করলো, তখন আর্তুগ্রুল গাজীর মা হায়মে হাতুনকে  তার কুটনৈতিক চক্রান্তের কথা পাস করলো , এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে লাগলো, এবং ক্ষমা চাইতে লাগলো হায়মেমার কাছে। যেহেতু সে  ভুল বুঝতে পেরেছে বসতির প্রত্যেকেই তাকে ক্ষমা করে দিয়েছে, অতঃপর আর্তুগ্রুল গাজী ও তার সেনারা  কুরতুগ্লুর কাছ থেকে বসতি উদ্ধার করেছেন। 

সিজন ২- থেকে সেলজান হাতুন একদম ভালো হয়ে যান, এবং নিজেকে সংশোধন করার জন্য বারবার খোদার কাছে ক্ষমা চান, আর্তুগ্রুল গাজীকে প্রথম সিজনে  ঘৃণা করতেন এখন দ্বিতীয় সিজনে আর্তুগ্রুল গাজীকে যথেষ্ট সমর্থন করতেন এবং তার কথা তিনি ফেলতেন না  বরং মনোযোগ সহকারে শুনতেন। এবং বসতির সেবা ও উপহার করতে লাগলেন।  এই বসতির জন্য সেলজান হাতুনের ছেলে শহীদ হয়েছিলো। 

বিশিষ্ট কলনায়ক নয়ানের নজরে সেলজান হাতুন ছিলো, সেলজানের ধারালো কথায় নয়ানের মুখটি স্তব্ধ করে দিলো, তখন ক্রোধে নয়ান বললো, শয়তানও তোকে দেখলে ভয় করবে ।

কুরুলুস উসমানে একই সেলজুন হাতুনকে দেখতে পাওয়া যায়, যিনি কুরুলুস উসমানের প্রধান চরিত্র উসমান গাজীর চাচী হিসেবে থাকেন।  আর্তুগ্রুল গাজীর মতো উসমাকেও তিনি যথেষ্ট সহযোগিতা করে গেছেন । তিনি তাকে নিজের সন্তানের মতো দেখতেন এবং তাকে সমর্থন করতেন।

 

আমার ফেসবুক আইডিটি ফলো করে সঙ্গে থাকুুন ।


আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন। 

বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী 

ওরহান গাজীর জীবনীঃ-

আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  

উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- 

সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-

তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-

শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-

সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-

আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য 

দোগান আল্পের ইতিহাসঃ-

আয়া নিকোলার সঠিক ইতিহাসঃ-

Post a Comment

0 Comments