আর্তুগ্রুল গাজীর ৪০ টি বাণী ও উপদেশ | Ertugrul Gazir bani Bangla |

আর্তুগ্রুল গাজীর সেরা ৪০ টি উক্তি যা প্রত্যেকের জীবনে একবার হলেও জানা উচিত |  এই উক্তি গুলো আপনার জীবনটা বদলে দিতে পারে। দিরিলিস আরতুগ্রুল সিরিজ থেকে আর্তুগ্রুল গাজীর বাণী গুলো সংগ্রহ করেছি । আর্তুগ্রুল গাজীর বাণী গুলো আমাদের প্রত্যেকটি মুসলমানের জানা উচিত। যে বাণী গুলো জানলে আমরা বাস্তবতার দিকে ছুটতে পারি। ঈমানের প্রখরতা বৃদ্ধি পাবে।  দৈনন্দিন জীবনে আমাদের অনেক উপকারে আসতে পারে। ইন শা আল্লাহ।  নিম্নে স্বযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে।    1) একজন বীর পুরুষের দৃষ্টি তরবারীর চেয়ে ধারালো।  -আর্তুগ্রুল গাজীর বাণী  2) আমার শহীদি মৃত্যু যদি মেনে নিতে না পারো তাহলে আমার সামনে কোনো দিন এসো না (নিজের স্ত্রীকে)  -আর্তুগ্রুল গাজীর বাণী  3) সারা দুনিয়া বিরুধী হয়ে গেলেও আমরা জালিমদের সমর্থন দিতে পারি না।   -আর্তুগ্রুল গাজীর বাণী  4) আজ যদি আমরা ভয়ে কাপুরুষতার চুড়ি পড়ি, তাহলে আমাদের প্রজন্ম জালিমদের ভয়ে কাঁপতে থাকবে।   -আর্তুগ্রুল গাজীর বাণী  5) প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, আর সাফল্য আল্লাহর হাতে।  -আর্তুগ্রুল গাজীর বাণী  6) যদি আমি অত্যাচারীদের না থামাতে পারি,   তাহলে না আমি সেনা, না আমি বীর পুরুষ।   -আর্তুগ্রুল গাজীর বাণী  7) দুনিয়াতে জুলফিকারের মত কোনো তলোয়ার নাই আর আলী রা. এর মত কোনো বাহাদুর নাই।  -আর্তুগ্রুল গাজীর বাণী  8) সত্য পথের পথিককে আমার আল্লাহ কখনো একা ছেড়ে দেন না।  -আর্তুগ্রুল গাজীর বাণী  9) হতাশা আমাদের জন্য হারাম, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হবার কোনো হক্ব আমাদের নাই।   -আর্তুগ্রুল গাজীর বাণী  10) আমি গাদ্দারকে মাফ করবো না যদিও সে আমার ভাই হয়।   -আর্তুগ্রুল গাজীর বাণী  11) অন্ধ বিশ্বস্ততা বাস্তবতার বড় শত্রু  -আর্তুগ্রুল গাজীর বাণী  12) আমি মাজলুমকে সাহায্য করবোই, যদিও সে আমার শত্রু হয়।   -আর্তুগ্রুল গাজীর বাণী  13) যুদ্বের ময়দানে যখন সিংহ থাকে না   তখন খচ্ছর নিজেকে সিংহ ভাবতে শুরু করে।   -আর্তুগ্রুল গাজীর বাণী  14) হুকুম দেবেন সুলতান, শাহদাত দেবেন আল্লাহ।   -আর্তুগ্রুল গাজীর বাণী  15) শেয়ালের রাজত্ব ততক্ষণ পর্যন্ত, যতক্ষন নেকড়েরা ঘুমিয়ে থাকে   -আর্তুগ্রুল গাজীর বাণী  16) আমাদের পুর্বপুরুষদের ইতিহাস   বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য নয়,   বরং পুরুষদের বীরত্ব জাগানোর   জন্য শোনানো হয়।  -আর্তুগ্রুল গাজীর বাণী  17) দুর্গজয় এবং সিংহাসন লাভ উদ্দেশ্য নয়,   আমাদের ঝান্ডা আল্লাহর সন্তষ্টির জন্য।   -আর্তুগ্রুল গাজীর বাণী  18) কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না।  তুমি ততটুকুই পাবে,   যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন।🤲❣️   - ইবনুল আরাবীর বাণী   19) দুটি হাত আমরা কখনো খালি হাতে ফিরিয়ে দিই না।   বন্ধু হলে মিলিয়ে নিই আর শত্রু হলে কেটে দেই।   -আর্তুগ্রুল গাজীর বাণী  20) বাবা এমন একটি আশ্রয়,   শীতকালে যে নিজে ঠান্ডায় থাকে   কিন্তু সন্তানদের ঠান্ডায় থাকতে দেয় না।   কারণ একজন বাবার হৃদয়ে প্রজ্জ্বলিত আগুনই   তার সন্তানকে উষ্ণতা দান করে।  বাবা ছাড়া যদি তুমি সব পেয়ে যাও,   তবুও মনে হবে তোমার কোথায় একটি ঘাটতি রয়ে গেছে,   আর যদি তোমার একজন বাবা থাকে   তাহলে তোমার কোনো কিছুর ঘাটতি মনে হবে না।   বাবা হলো বট বৃক্ষের ন্যায়   সে ফল না দিলেও তার ছায়ায় যথেষ্ঠ।   -আর্তুগ্রুল গাজীর বাণী   21) যুদ্ধ আমাদের, বিজয় আল্লাহর   -আর্তুগ্রুল গাজীর বাণী  22) যখন কোনো জালিমের মৃত্যু হয় ,  তখন মজলুমের মুখে হাসি ফোটে।  -আর্তুগ্রুল গাজীর বাণী  23) সূর্য হবে আমাদের নিশান,   আকাশ হবে আমাদের তাবু।  -আর্তুগ্রুল গাজীর বাণী  24) আমি মরে যাবো,  আমার উদ্দেশ্য মারা যাবে না।  -আর্তুগ্রুল গাজীর বাণী   25) যতদিন আমাদের নিশ্বাস থাকবে   হাতে তীর থাকবে,   শরীরে রক্ত প্রবাহিত হবে,  ততদিন আল্লাহর পথে লড়াই করে যাবো।  -আর্তুগ্রুল গাজীর বাণী   26) একজন কাপুরুষ প্রতিদিন মৃত্যু বরণ করে   কিন্তু একজন বীর পুরুষ একবারই মৃত্যু বরণ করে।  -আর্তুগ্রুল গাজীর বাণী   27) যারা বলবে আমাদের শক্তি পরিপূর্ণ নয়,  কিন্তু আমরা বলবো আমাদের ইমান পরিপূর্ণ।   -আর্তুগ্রুল গাজীর বাণী   28) যারা বলবে আমাদের শক্তি পরিপূর্ণ নয়,  কিন্তু আমরা বলবো আমাদের ইমান পরিপূর্ণ।   -আর্তুগ্রুল গাজীর বাণী   29) আজ শুধু আমাদের গোটা কয়েক গুষ্টি নির্যাতিত নয়,  সমস্ত ইসলাম ও মুসলিম জাতি নির্যাতিত।  -আর্তুগ্রুল গাজীর বাণী   30) যার স্বপ্ন নেই   তার ভবিষ্যত নেই।  -আর্তুগ্রুল গাজীর বাণী   31) কথা রুপার মতো ,   আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান।   -আর্তুগ্রুল গাজীর বাণী   আর্তুগ্রুল গাজীর বাণী গুলো এই পোস্টে যোগ করা হবে ৷ আপনারা এই বাণী গুলো সবার সাথে শেয়ার করবেন   আমাদের সকল মুসলমান ভাইদেরকে জানতে হবে এবং সকল মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে কোনো পরাশক্তি আমাদের দামায়ে রাখতে পারবে না , ইন শা আল্লাহ।     আর্তুগ্রুল গাজীর বাণী নিয়ে একটা মোটিভেশনাল ভিডিও দেখুন    যদিও কখনো মোটিভেশনাল ভিডিও স্বীয় কন্ঠে ক্রিয়েট করিনি, সবার জানার স্বার্থে চার মিনিটের ভিডিওটিতে  আর্তুগ্রুল গাজীর ত্রিশটি বাণী ও উপদেশ আছে , সবাই একবার হলে দেখে আসুন।   " width="320" height="266" style="cursor: move; background-image: url("https://i.ytimg.com/vi/aK-eX1o7d_Y/0.jpg"); background-color: rgb(178, 178, 178);">  আর্তুগ্রুল গাজীর সর্বশ্রেষ্ঠ বাণী   তুর্কিশ ইসলামিক সিরিজ যারা দেখতেছেন বা পরবর্তিতে দেখবেন| আমার পেইজে আমি সুন্দর করে বাংলা সাবটাইটেল করেছি সবাই দেখে আসবেন এন্ড পেইজে ফলো করে সঙ্গে থাকবেন।   ইবনুল আরাবী'র চল্লিশটি বাণী ও উপদেশ পড়তে ক্লিক করুন।  আরো জানতে হলে ভিজিট করুনঃ-  বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী   ওরহান গাজীর জীবনীঃ-  আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-    উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ-   সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-  তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-  লিখেছেন- মোঃ হামিদুল ইসলাম রাজু    Page:- Hamidul Islam Raju
আর্তুগ্রুল গাজীর বাণী ও উপদেশ 

 আর্তুগ্রুল গাজীর সেরা ৪০ টি উক্তি যা প্রত্যেকের জীবনে একবার হলেও জানা উচিত |

এই উক্তি গুলো আপনার জীবনটা বদলে দিতে পারে। দিরিলিস আরতুগ্রুল সিরিজ থেকে আর্তুগ্রুল গাজীর বাণী গুলো সংগ্রহ করেছি । আর্তুগ্রুল গাজীর বাণী গুলো আমাদের প্রত্যেকটি মুসলমানের জানা উচিত। যে বাণী গুলো জানলে আমরা বাস্তবতার দিকে ছুটতে পারি। ঈমানের প্রখরতা বৃদ্ধি পাবে।  দৈনন্দিন জীবনে আমাদের অনেক উপকারে আসতে পারে। ইন শা আল্লাহ।  নিম্নে স্বযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে। 


1) একজন বীর পুরুষের দৃষ্টি তরবারীর চেয়ে ধারালো।

-আর্তুগ্রুল গাজীর বাণী

2) আমার শহীদি মৃত্যু যদি মেনে নিতে না পারো তাহলে আমার সামনে কোনো দিন এসো না (নিজের স্ত্রীকে)

-আর্তুগ্রুল গাজীর বাণী

3) সারা দুনিয়া বিরুধী হয়ে গেলেও আমরা জালিমদের সমর্থন দিতে পারি না। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

4) আজ যদি আমরা ভয়ে কাপুরুষতার চুড়ি পড়ি, তাহলে আমাদের প্রজন্ম জালিমদের ভয়ে কাঁপতে থাকবে। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

5) প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, আর সাফল্য আল্লাহর হাতে।

-আর্তুগ্রুল গাজীর বাণী

6) যদি আমি অত্যাচারীদের না থামাতে পারি,

 তাহলে না আমি সেনা, না আমি বীর পুরুষ। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

7) দুনিয়াতে জুলফিকারের মত কোনো তলোয়ার নাই আর আলী রা. এর মত কোনো বাহাদুর নাই।

-আর্তুগ্রুল গাজীর বাণী

8) সত্য পথের পথিককে আমার আল্লাহ কখনো একা ছেড়ে দেন না।

-আর্তুগ্রুল গাজীর বাণী

9) হতাশা আমাদের জন্য হারাম, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হবার কোনো হক্ব আমাদের নাই। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

10) আমি গাদ্দারকে মাফ করবো না যদিও সে আমার ভাই হয়। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

11) অন্ধ বিশ্বস্ততা বাস্তবতার বড় শত্রু

-আর্তুগ্রুল গাজীর বাণী

12) আমি মাজলুমকে সাহায্য করবোই, যদিও সে আমার শত্রু হয়। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

13) যুদ্বের ময়দানে যখন সিংহ থাকে না 

তখন খচ্ছর নিজেকে সিংহ ভাবতে শুরু করে। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

14) হুকুম দেবেন সুলতান, শাহদাত দেবেন আল্লাহ। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

আরো পড়ুনঃ- ছবিসহ মাওলানা জালাল উদ্দিন রুমির প্রেম ভালোবাসা নিয়ে ৮০ টি উক্তি ও উপদেশ মূলক বাণী 

আরো পড়ুনঃ- সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-

15) শেয়ালের রাজত্ব ততক্ষণ পর্যন্ত, যতক্ষন নেকড়েরা ঘুমিয়ে থাকে 

-আর্তুগ্রুল গাজীর বাণী

16) আমাদের পুর্বপুরুষদের ইতিহাস

 বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য নয়,

 বরং পুরুষদের বীরত্ব জাগানোর

 জন্য শোনানো হয়।

-আর্তুগ্রুল গাজীর বাণী

17) দুর্গজয় এবং সিংহাসন লাভ উদ্দেশ্য নয়, 

আমাদের ঝান্ডা আল্লাহর সন্তষ্টির জন্য। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

18) কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না।

তুমি ততটুকুই পাবে, 

যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন।🤲❣️

 - ইবনুল আরাবীর বাণী 

19) দুটি হাত আমরা কখনো খালি হাতে ফিরিয়ে দিই না।

 বন্ধু হলে মিলিয়ে নিই আর শত্রু হলে কেটে দেই। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

20) বাবা এমন একটি আশ্রয়,

 শীতকালে যে নিজে ঠান্ডায় থাকে

 কিন্তু সন্তানদের ঠান্ডায় থাকতে দেয় না।

 কারণ একজন বাবার হৃদয়ে প্রজ্জ্বলিত আগুনই

 তার সন্তানকে উষ্ণতা দান করে।

বাবা ছাড়া যদি তুমি সব পেয়ে যাও,

 তবুও মনে হবে তোমার কোথায় একটি ঘাটতি রয়ে গেছে, 

আর যদি তোমার একজন বাবা থাকে 

তাহলে তোমার কোনো কিছুর ঘাটতি মনে হবে না। 

বাবা হলো বট বৃক্ষের ন্যায় 

সে ফল না দিলেও তার ছায়ায় যথেষ্ঠ। 

-আর্তুগ্রুল গাজীর বাণী


21) যুদ্ধ আমাদের, বিজয় আল্লাহর 

-আর্তুগ্রুল গাজীর বাণী

22) যখন কোনো জালিমের মৃত্যু হয় ,

তখন মজলুমের মুখে হাসি ফোটে।

-আর্তুগ্রুল গাজীর বাণী

23) সূর্য হবে আমাদের নিশান,

 আকাশ হবে আমাদের তাবু।

-আর্তুগ্রুল গাজীর বাণী

24) আমি মরে যাবো,

আমার উদ্দেশ্য মারা যাবে না।

-আর্তুগ্রুল গাজীর বাণী


25) যতদিন আমাদের নিশ্বাস থাকবে

 হাতে তীর থাকবে, 

শরীরে রক্ত প্রবাহিত হবে,

ততদিন আল্লাহর পথে লড়াই করে যাবো।

-আর্তুগ্রুল গাজীর বাণী


26) একজন কাপুরুষ প্রতিদিন মৃত্যু বরণ করে 

কিন্তু একজন বীর পুরুষ একবারই মৃত্যু বরণ করে।

-আর্তুগ্রুল গাজীর বাণী


27) যারা বলবে আমাদের শক্তি পরিপূর্ণ নয়,

কিন্তু আমরা বলবো আমাদের ইমান পরিপূর্ণ। 

-আর্তুগ্রুল গাজীর বাণী


28) যারা বলবে আমাদের শক্তি পরিপূর্ণ নয়,

কিন্তু আমরা বলবো আমাদের ইমান পরিপূর্ণ। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

29) আজ শুধু আমাদের গোটা কয়েক গুষ্টি নির্যাতিত নয়,

সমস্ত ইসলাম ও মুসলিম জাতি নির্যাতিত।

-আর্তুগ্রুল গাজীর বাণী


30) যার স্বপ্ন নেই

 তার ভবিষ্যত নেই।

-আর্তুগ্রুল গাজীর বাণী


31) কথা রুপার মতো , 

আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। 

-আর্তুগ্রুল গাজীর বাণী

আরো পড়ুনঃ- ছবিসহ ৩০ টি শেখ সাদীর বাণী ও উপদেশ 

আর্তুগ্রুল গাজীর বাণী গুলো এই পোস্টে যোগ করা হবে ৷ আপনারা এই বাণী গুলো সবার সাথে শেয়ার করবেন 

আমাদের সকল মুসলমান ভাইদেরকে জানতে হবে এবং সকল মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে কোনো পরাশক্তি আমাদের দামায়ে রাখতে পারবে না , ইন শা আল্লাহ।  

 আর্তুগ্রুল গাজীর বাণী নিয়ে একটা মোটিভেশনাল ভিডিও দেখুন  

যদিও কখনো মোটিভেশনাল ভিডিও স্বীয় কন্ঠে ক্রিয়েট করিনি, সবার জানার স্বার্থে চার মিনিটের ভিডিওটিতে  আর্তুগ্রুল গাজীর ত্রিশটি বাণী ও উপদেশ আছে , সবাই একবার হলে দেখে আসুন। 

আর্তুগ্রুল গাজীর সর্বশ্রেষ্ঠ বাণী

তুর্কিশ ইসলামিক সিরিজ যারা দেখতেছেন বা পরবর্তিতে দেখবেন| আমার পেইজে আমি সুন্দর করে বাংলা সাবটাইটেল করেছি সবাই দেখে আসবেন এন্ড পেইজে ফলো করে সঙ্গে থাকবেন। 

ইবনুল আরাবী'র চল্লিশটি বাণী ও উপদেশ পড়তে ক্লিক করুন।

আরো জানতে হলে ভিজিট করুনঃ-

বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী 

ওরহান গাজীর জীবনীঃ-

আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  

উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- 

সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-

তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-

আমার ফেসবুক আইডিটি ফলো করে সঙ্গে থাকুুন ।

Post a Comment

0 Comments