সুলতান আলাউদ্দিন কায়কোবাদ এর বাণী ও উপদেশ সমুহ | Sultan Alauddin kaykubad Bani |

সেলজুক সাম্রাজ্যের প্রথম কায়কোবাদ বা সুলতান আলাউদ্দিন কায়কোবাদ বিন কায়কোবাজ ছিলেন রোমে সেলজুক সুলতান যিনি ১২২০ থেকে ১২৩৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। আরতুগ্রুল সিরিজে প্রতিয়মান করা হয়, তিনি আর্তুগ্রুল গাজী কে মনে প্রাণে বিশ্বাস করতেন, তিনি আর্তুগ্রুল গাজীর সাহসীকতা, সত্যবাদীতা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, এবং বিচক্ষণ বুদ্ধিতে বিষণ মুগ্ধ ছিলেন। সেজন্য সেলজুক রাজত্বকে তার কাছেই ছেড়ে দিয়েছিলেন যখন তিনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। উক্ত সিরিজ থেকে সুলতান আলাউদ্দিন কায়কোবাদ এর সংলাপ গুলো তুলে ধরা হলো।   ০১. আমরা তরবারি চালাই কিন্তু তাতে শক্তি দেন মহান আল্লাহ।   ০২. আমরা স্বর্ণের জন্য নয় বরং আল্লাহ তা'য়ালার ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করি।  ০৩. যদি শেয়াল শিকারের জন্য বের হয় তাহলে সিংহও চুপ করে বসে থাকবে না।   ০৪. আপনার মেধা আপনার তরবারির মতো ধারালো, আরতুগ্রুল বে।  ০৫. আজ থেকে আরতুগ্রুল বেকে, আমার সালতানাতের গভর্নর ঘোষণা করলাম, এই ভূখন্ডের শাসনভার এখন তার হাতে।   ০৬. আসল বিপদ হলো, আমার উপস্থিত শত্রু, আরতুগ্রুল বে। আজ হোক বা কাল, প্রাসাদে থাকা বিশ্বাসঘাতককে আমি খুঁজে বের করবো। কিন্তু আজ আমাদের মুল সমস্যা হলো কারাজেহিসার দূর্গ নিয়ে।  ০৭. যদি আরতুগ্রুল বের তরবারি ধারালো হয় তাহলে তার হৃদয়ও প্রশস্ত হবে।   ০৮. আমরা কাছে ধৈর্য এবং স্বর্ণ উভয়টাই আছে। আমার কোন তাড়াহুড়ো নেই।  ০৯. এখন আমাদের মুখ বন্ধ থাকবে, এবং তরবারি কথা বলবে।  ১০. যদি আবারও এমন ভুলের পুনরাবৃত্তি হয় তাহলে এর জন্য আপনার জীবন দিয়ে মূল্য চুকাতে হবে।  ১১. এক বাহাদুর,,  যে তার সালতানাত এবং জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করে।  একজন যোদ্ধা,,  যে তার বিপদগ্রস্ত লোকদের জন্য আশার আলো হয়ে ওঠে।   ১২. নেকড়ে কখনো তার শিকারকে শেয়ালের মতো লুকিয়ে রাখে না,  ১৩. যদি এটা শত্রু করে থাকে তাহলে তাদের মুখোমুখি হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে তাদের পরাস্ত করা যায়, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে কিভাবে করবো, শত্রুর চেয়ে বিশ্বাসঘাতক খারাপ।   ১৪. যেহেতু আমরা যুদ্ধের জন্য আমাদের তলোয়ার তীক্ষ্ণ করবো, তাই আমাদের আত্মাকেও উজ্জ্বল রাখতে হবে।   ১৫. আমি দেখেছি তুমি প্রত্যেকটা ব্যাপারে সুলতানের মতো শক্তিশালী চিন্তাভাবনা করো, শুধু তোমার বসতি নয়, বা এমনকি রাষ্ট্র সম্পর্কেও চিন্তা করো। যদি তুমি আমার ছেলে হতে দ্বিধা ছাড়াই আমি তোমাকে সুলতান হিসাবে ঘোষণা করতাম।(আরতুগ্রুল বে এর উদ্দেশ্যে)  ১৬. আমার কোনিয়াতে ফিরে যাওয়ার আগেই আপনি সভা ডাকবেন, আমি স্বয়ং সকল বসতি প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এবং তাদেরকে জানিয়ে দিতে চাই, আমি আপনাকে গভর্নর হিসাবে নিযুক্ত করেছি। আমি জানি, আপনি আমাদের শহীদদের প্রতিশোধ না নিয়ে থামবেন না। যখন কারাজেহিসার বিজয় করবেন, আমি আপনাকে এই ভূখন্ডের শাসক নিযুক্ত করবো। এবং নয়নাভিরাম কায়ী রাষ্ট্রের ভূখন্ডে, বহু তুর্কিজাতি এবং অমুসলিমরা ন্যায়বিচারের রাষ্ট্র পাবে। আল্লাহ এই মহান লক্ষ্যে, আপনাকে সাহায্য করুন। আমিন।   মোঃ হামিদুল ইসলাম রাজু   Page:- Hamidul Islam Raju  আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন।   বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী   ওরহান গাজীর জীবনীঃ-  আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-    উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ-   সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-  তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-  শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-  আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-
সুলতান আলাউদ্দিন কায়কোবাদ
সেলজুক সাম্রাজ্যের প্রথম কায়কোবাদ বা সুলতান আলাউদ্দিন কায়কোবাদ বিন কায়কোবাজ ছিলেন রোমে সেলজুক সুলতান যিনি ১২২০ থেকে ১২৩৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। আরতুগ্রুল সিরিজে প্রতিয়মান করা হয়, তিনি আর্তুগ্রুল গাজী কে মনে প্রাণে বিশ্বাস করতেন, তিনি আর্তুগ্রুল গাজীর সাহসীকতা, সত্যবাদীতা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, এবং বিচক্ষণ বুদ্ধিতে বিষণ মুগ্ধ ছিলেন। সেজন্য সেলজুক রাজত্বকে তার কাছেই ছেড়ে দিয়েছিলেন যখন তিনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। উক্ত সিরিজ থেকে সুলতান আলাউদ্দিন কায়কোবাদ এর সংলাপ গুলো তুলে ধরা হলোঃ

০১. আমরা তরবারি চালাই কিন্তু তাতে শক্তি দেন মহান আল্লাহ। 

০২. আমরা স্বর্ণের জন্য নয় বরং আল্লাহ তা'য়ালার ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করি।

০৩. যদি শেয়াল শিকারের জন্য বের হয় তাহলে সিংহও চুপ করে বসে থাকবে না। 

০৪. আপনার মেধা আপনার তরবারির মতো ধারালো, আরতুগ্রুল বে।

০৫. আজ থেকে আরতুগ্রুল বেকে, আমার সালতানাতের গভর্নর ঘোষণা করলাম, এই ভূখন্ডের শাসনভার এখন তার হাতে। 

০৬. আসল বিপদ হলো, আমার উপস্থিত শত্রু, আরতুগ্রুল বে। আজ হোক বা কাল, প্রাসাদে থাকা বিশ্বাসঘাতককে আমি খুঁজে বের করবো। কিন্তু আজ আমাদের মুল সমস্যা হলো কারাজেহিসার দূর্গ নিয়ে।

০৭. যদি আরতুগ্রুল বের তরবারি ধারালো হয় তাহলে তার হৃদয়ও প্রশস্ত হবে। 

০৮. আমরা কাছে ধৈর্য এবং স্বর্ণ উভয়টাই আছে। আমার কোন তাড়াহুড়ো নেই।

০৯. এখন আমাদের মুখ বন্ধ থাকবে, এবং তরবারি কথা বলবে।

১০. যদি আবারও এমন ভুলের পুনরাবৃত্তি হয় তাহলে এর জন্য আপনার জীবন দিয়ে মূল্য চুকাতে হবে।

১১. এক বাহাদুর,,

যে তার সালতানাত এবং জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করে।

একজন যোদ্ধা,,

যে তার বিপদগ্রস্ত লোকদের জন্য আশার আলো হয়ে ওঠে। 

১২. নেকড়ে কখনো তার শিকারকে শেয়ালের মতো লুকিয়ে রাখে না,

১৩. যদি এটা শত্রু করে থাকে তাহলে তাদের মুখোমুখি হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে তাদের পরাস্ত করা যায়, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে কিভাবে করবো, শত্রুর চেয়ে বিশ্বাসঘাতক খারাপ। 
১৪. যেহেতু আমরা যুদ্ধের জন্য আমাদের তলোয়ার তীক্ষ্ণ করবো, তাই আমাদের আত্মাকেও উজ্জ্বল রাখতে হবে। 

১৫. আমি দেখেছি তুমি প্রত্যেকটা ব্যাপারে সুলতানের মতো শক্তিশালী চিন্তাভাবনা করো, শুধু তোমার বসতি নয়, বা এমনকি রাষ্ট্র সম্পর্কেও চিন্তা করো। যদি তুমি আমার ছেলে হতে দ্বিধা ছাড়াই আমি তোমাকে সুলতান হিসাবে ঘোষণা করতাম।(আরতুগ্রুল বে এর উদ্দেশ্যে)

১৬. আমার কোনিয়াতে ফিরে যাওয়ার আগেই আপনি সভা ডাকবেন, আমি স্বয়ং সকল বসতি প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এবং তাদেরকে জানিয়ে দিতে চাই, আমি আপনাকে গভর্নর হিসাবে নিযুক্ত করেছি। আমি জানি, আপনি আমাদের শহীদদের প্রতিশোধ না নিয়ে থামবেন না। যখন কারাজেহিসার বিজয় করবেন, আমি আপনাকে এই ভূখন্ডের শাসক নিযুক্ত করবো। এবং নয়নাভিরাম কায়ী রাষ্ট্রের ভূখন্ডে, বহু তুর্কিজাতি এবং অমুসলিমরা ন্যায়বিচারের রাষ্ট্র পাবে। আল্লাহ এই মহান লক্ষ্যে, আপনাকে সাহায্য করুন। আমিন।

মোঃ হামিদুল ইসলাম রাজু 

Page:- Hamidul Islam Raju

আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন। 

শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

Post a Comment

1 Comments

  1. Casinos Near Me - Casino - Oklahoma City News
    There are ford escape titanium also casino hotels in the city of Oahu, Oahu and others. oklahomacasinoguru.com Find out which หาเงินออนไลน์ casinos are closest to me, nearby area, jancasino카지노 in the best casinos to

    ReplyDelete