আল্প-আরসলান: বুয়ুক সেলজকলু: ভলিউম-১, প্রিভিউ-০২ বাংলা সাবটাইটেল

আল্প-আরসলান: বুয়ুক সেলজকলু: ভলিউম-১, প্রিভিউ-০২ বাংলা সাবটাইটেল
প্রিভিউ ২

আল্প-আরসলান: বুয়ুক সেলজকলু: সিজন-২, ভলিউম-১, প্রিভিউ-০২ বাংলা সাবটাইটেলঃ-

আল্প আরসালান বেগ (১০২৯-১৫ ডিসেম্বর ১০৭২) আসল নাম মুহাম্মদ বেগ বিন দাউদ চারী, তিনি সেলজুক রাজবংশের তৃতীয় সুলতান এবং সেলজুকের প্রপৌত্র। তার সময় থেকেই সেলজুক বংশ রাজবংশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তার সামরিক 
দক্ষতা, বীরত্ব এবং লড়াইয়ে পারদর্শিতার জন্য তিনি আল্প আরসালান উপাধি লাভ করেন। তুর্কি ও তুর্কমেন ভাষায় এর অর্থ “বীর সিংহ”।
আল্প আরসলান বুয়ুক সেলজুগ্লো সিরিজটি বীর মুসলিম যোদ্ধা সুলতান মুহাম্মদের জীবন কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। মহান সেলজুক সাম্রাজ্যের সুলতান মুহাম্মদ ইসলামের ইতিহাসে একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি ১০৭১ সালে ঐতিহাসিক মলাজগীর্দ ময়দানে ক্রুসেডার বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে, সকল তুর্কীদের আনাতলিয়ায় বসবাসের পথ উন্মুক্ত করে দেন। অসম্ভব সাহসীকতার জন্য তাকে "আল্প আরসলান" তথা সাহসী সিংহ উপাধি দেওয়া হয়। এমরে কুনুর নির্মিত শেদাদ ইনজি পরিচালিত আকলি ফিল্মের এই সিরিজটি পূর্বে প্রচারিত উয়ানিস বুযুক 
সেলজুগ্লো সিরিজের সিকুয়েল। বারিস আরদোচ আল্প আরসলানের চরিত্রে অভিনয় করবেন।
নিম্নে আল্প-আরসলান: বুয়ুক সেলজকলু: সিজন-২, ভলিউম-১, প্রিভিউ-০২ বাংলা সাবটাইটেল - ক্লিক করুন 

প্রতিদিন মঙ্গলবার সকালে আল্প আরসলান: বুয়ুক সেলজুকলু ইপিসোড আমাদের পেইজ থেকে পেয়ে যাবেন , তাই আমাদের পেইজে সকলে ফলো করে সঙ্গে থাকবেন ইন শা আল্লাহ। 

 

লেখা ও অনুবাদে-  মোঃ হামিদুল ইসলাম রাজু 

Page:- Hamidul Islam Raju

আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন। 

  1. বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী 
  2. ওরহান গাজীর জীবনীঃ-
  3. আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  
  4. উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- 
  5. সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-
  6. তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-
  7. শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-
  8. আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-
  9. সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-
  10. সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-
  11. আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য 
  12. দোগান আল্পের ইতিহাসঃ-
  13. আয়া নিকোলার সঠিক
  14. মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস 
  15. তুরগুত আল্পের ইতিহাসঃ-
  16. বামসী বেইরেক খান ইতিহাসঃ


Post a Comment

0 Comments