চেরকুতাই মোঙ্গল কমান্ডার থেকে উসমানের সৈন্য ও মুসলমান হওয়ার গল্প পড়ুন।


 ভূমিকাঃ- কুরুলুস উসমান সিরিজে সবচাইতে আকর্ষণীয় ও বিনোদন মূলক চরিত্রটি চেরকুতাই এর।

বামসী বেইরেক এর পরে যার চরিত্রটি দর্শকদের মনে আনন্দ দিয়েছে, তিনি হলেন চেরকুতাই। যিনি অভিনয় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন কুরুলুস উসমান সিরিজে, এমন একজন দর্শক খুঁজে পাওয়া যাবে না , যে তিনার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। আমার প্রিয় ক্যারেক্টার গুলোর মধ্যে একটি ছিলো, আজ আমি আলোচনা করবো, চেরকুতাই মোঙ্গল কমান্ডার থেকে কায়ী গোষ্ঠির প্রিয় সেন্য হওয়ার গল্প এবং তিনি মোঙ্গল হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ কার মাধ্যমে করলেন , এসব কিছু নিয়ে আজকের ব্লগে আলোচনা করেছি।

পরিচিতিঃ- চেরকুতাই ছিলেন মোঙ্গল বাহিনীর অন্যতম কমান্ডার। গেয়হাতুর নিকটস্ত সৈন্য যে কিনা তার কথাই উটবস করতেন। তিনি উসমানের সঙ্গে অনেকবার যুদ্ধ করেছেন! এবং কায়ী বসতিতে একের পর এক আক্রমণ করে ক্ষতি সাধিত করেছেন। তবুও শেষ নেই, মোঙ্গল বাহিনীতে থাকা অবস্থায় শত শত শিশু থেকে নিয়ে যুবতী মহিলা, নিরীহ পুরুষকে অত্যাচার নির্যাতন করেছেন, ক্ষমতার অপব্যবহার করে মুসলিমদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। একজন কাফের নিজের আনন্দের জন্য অসংখ্য মানুষকে যেভাবে হত্যা করে , চেরকুতাই এর সবকিছু করেছে। উসমানের সঙ্গে শত্রুতা ও উসমান গাজীকে হত্যার জন্য কয়েকবার নীল নকশা তৈরী করেও ব্যর্থ হয়েছিলো, 

চেরকুতাই মুসলমান হওয়ার পিছনের গল্পঃ-

 চেরকুতাই একদিন উসমানকে হত্যা করার উদ্দেশ্যে ছদ্মবেশ ধারণ করলো, বামসী বে অনেক্ষণ ধরে ছদ্মবেশ ধারণীকারী লোকটির পিছনে ছুটলেন, ও অনুসরণ করতে লাগলেন, কিছুক্ষণ পর চেরকুতাইকে তরবারী দ্বারা বন্দী করে ফেললে চেরকুতাই অবাক হয়ে বামসী বে'র দিকে তাকিয়ে থাকলেন। বামসী বে চেরকুতাইকে বন্দী অবস্থায় নির্জন একটা জায়গা নিয়ে গেলেন। এবং সেখানে অনেকদিন পর্যন্ত রেখে উসমানের শরণাপন্ন হলেন, এবং চেরকুতাইকে বন্দির বিষয়টি উসমান গাজীকে অবগত করলেন, এবং চেরকুতাইকে চোখে রাখার দায়িত্বটা বামসী বে কে দেওয়া হলো, রকুতাই তার সততা, আদর্শ ও খোদা ভীরুর বিষয়টি পরিলক্ষিত করলেন । এবং তিনি বামসী বে'র কাছ থেকে ইসলাম ও মহানবীর বিষয়ে জানতে চাইলে তিনি সবকিছু বুঝিয়ে বললেন। ধীরে ধীরে ইসলামের প্রতি চেরকুতাইয়ের আগ্রহ বেড়ে গেলো, এবং পূর্বে তিনি অনেক নিরীহ শিশু, নারী , অসহায়দের হত্যা সহ বাড়ী ঘর ধ্বংস করেছেন তার ভুল স্বীকার করেছেন বামসীবে'র কাছে, বামসী বে আল্লাহর কাছে তওবা করার কথা বললেন, চেরকুতাই তওবা করে নিজের পাপগুলোর জন্য অনুতপ্ত হলেন। কিছুদিন পর তিনি শেখ এদেবালীর কাছে উপস্থিত হলেন, এবং সেখানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করলেন।

 চেরকুতাই মোঙ্গল কমান্ডার থেকে উসমানের সৈন্য হওয়ার  কারণঃ-

 মুসলিম হওয়ার পর চেরকুতাই অধিকাংশ সময় বামসী বে'র কাছে সময় অতিবাহিত করতেন, বামসী বে তাকে ইসলাম বিষয়ে দিক নির্দেশনা দিতেন, ফলে তিনি বামসী বেইরেক সহ উসমান গাজীর বিশ্বস্ততা অর্জন করলেন। এবং কায়ী বসতিতে থাকার জায়গা পেলেন, পূর্বে তিনি উসমানের বিরোধীতা করলেও মুসলিম হওয়ার পর থেকে উসমানের সঙ্গী হয়ে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং মোঙ্গলবাহিনীর সঙ্গে তিনি যুদ্ধ করেছেন, ধীরে ধীরে তিনি কায়ী বসতির একজন সেরা যুদ্ধা ও উসমানের সৈন্য হয়ে উঠলেন, এভাবেই তিনি উসমানের বিশ্বাস অর্জন করেছিলেন। চেরকুতাই মোঙ্গল বাহিনীর কমান্ডার থাকতে তার বাবা মা কে ছিলেন কিংবা আত্মীয় কে ছিলো সেই বিষয়ে জানতেন না, এমন কথাটি বামসী বেইরেক কে বললে তিনি শুনার পর চেরকুতাইকে বুকে তুলে নিলেন এবং বললেন , আজ থেকে আমি তোমার বাবা, চেরকুতাই বুকে মাথা রেখে বাবাকে অনুভব করে চোখের জল অবিরত পড়েছিলো, এটা ভেবে একসময় নিজের বাবার জন্য শূন্যতা অনুভব করেছিলো আজ সে তার বাবাকে পেয়েছে। 

নয়ানের ছেলে তুগাই এর সাথে যখন বামসী বে লড়াই করেছিলেন, তখন তিনি আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন, চেরকুতাই বাবা বলে অনেক কান্নাকাটি করেছিলো, কুরুলুস উসমানে সেই দৃশ্য ভোলার মত নয়, আমি প্রথমেই বলছি কুরুলুস উসমানে চেরকুতাই এর অভিনয় যেকোন দর্শককে মুগ্ধ করবে।

কুরুলুস উসমান সিরিজ থেকে নেওয়া লেখা গুলো অসমাপ্ত থেকে গেলো, পরবর্তীতে যোগ করবো কারণ আমি একাই এই ওয়েবসাইটে লেখি । শুধু মাত্র মানুষের ভালো দিক গুলো নিখুঁত ভাবে ফুটিয়ে তুলার জন্য।

 

লেখাঃ-  মোঃ হামিদুল ইসলাম রাজু 

Page:- Hamidul Islam Raju

আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন। 

বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী 

ওরহান গাজীর জীবনীঃ-

আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  

উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- 

সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-

তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-

শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-

সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-

আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য 

দোগান আল্পের ইতিহাসঃ-

আয়া নিকোলার সঠিক

মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস 

তুরগুত আল্পের ইতিহাসঃ-

বামসী বেইরেক খান ইতিহাসঃ

Post a Comment

0 Comments