রোগাটোস লাশকারিস এর ভারাটে সন্ত্রাসীর কাছে বালা হাতুন আহত

কুরুলুস উসমান ৬৮ ইপিসোডে ২য় ট্রেইলর বাংলা সাবটাইটেল   বালা হাতুনের গর্ভে আলাউদ্দিন পাশা জন্ম গ্রহণ করবে, যিনি উরহান গাজীর ভাই ও পরামর্শক হিসেবে  দায়িত্ব পালন করেন করেন, আগামী ইপিসোডে আমরা দেখতে পারবো, বালা হাতুন যেভাবে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন এই দৃশ্য যেকোনো মানুষকে কষ্ট দিবে। কেননা, এর পূর্বেও একবার বালা হাতুন কাফেরদের আক্রমণের স্বীকার হয়ে পেটে আঘাত প্রাপ্ত হয়ে দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।  আশা করি এই বার হবেন না। উসমান গাজী বলেছেন,, যদি বালা  হাতুনের কিছু হয় তাহলে , এই দেশের প্রতিটি সমুদ্রের পানিতে রক্তের বন্যা বয়ে যাবে , কুরুলুস উসমানের আগামী ইপিসোড অর্থাৎ ৬৮ তম এপিসোড দারুন হবে।   কুরুলুস উসমান ৬৮ ইপিসোড ২য় ট্রেইলর   কুরুলুস উসমান ৬৮ ইপিসোডে যা ঘটতে যাচ্ছে !  আর এইদিকে , যুবক তুরগুত আল্প উসমানকে নিষেধ দিলেন , নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে নাক না গলাতে, তরুণ তুরগুত বে'র চোখে প্রতিশোধের আগুন ক্রমাগত বেড়েই চলছে, নিজের বসতির শহীদদের জন্য তাকে কী করতে হবে সেটাও সে নিজেই জানে না, প্রতিশোধের আগুন তাকে অন্ধ করে দিয়েছে, তাই সে আয়া নিকোলা , মিহাইল কোসেস ও রোগাটোসের বিরুদ্ধে একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা কুরুলুস উসমান ৬৮ পর্বের প্রথম ট্রেইলর - দেখেছি, " কুরুলুস উসমানে তুরগুত আল্পের সংলাপ" এ থেকে বুঝা যাচ্ছে , সে উসমানের সঙ্গে বিদ্রোহ করবে, এবং উসমানের বিরুদ্বাচরণ করে বসবে, নিজের সিদ্ধান্তই প্রধান সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে।    কুরুলুস উসমান ইপিসোড ৬৮ পর্বের বাংলা প্রেক্ষাপট নিয়ে কথা গুলো অসম্পূর্ণ রেখে দিলাম, তথ্য গুলু পূণরায় এড করবো, ইন শা আল্লাহ,,!  লেখাঃ-  মোঃ হামিদুল ইসলাম রাজু   Page:- Hamidul Islam Raju  আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন।   বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী   ওরহান গাজীর জীবনীঃ-  আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-    উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ-   সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-  তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-  "> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ">  শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-  আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-  সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-  সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-  আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য   দোগান আল্পের ইতিহাসঃ-  আয়া নিকোলার সঠিক  মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস   তুরগুত আল্পের ইতিহাসঃ-  বামসী বেইরেক খান ইতিহাসঃ
বালা হাতুন আহত

কুরুলুস উসমান ৬৮ ইপিসোডে ২য় ট্রেইলর বাংলা সাবটাইটেল 

বালা হাতুনের গর্ভে আলাউদ্দিন পাশা জন্ম গ্রহণ করবে, যিনি উরহান গাজীর ভাই ও পরামর্শক হিসেবে
দায়িত্ব পালন করেন করেন, আগামী ইপিসোডে আমরা দেখতে পারবো, বালা হাতুন যেভাবে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন এই দৃশ্য যেকোনো মানুষকে কষ্ট দিবে। কেননা, এর পূর্বেও একবার বালা হাতুন কাফেরদের আক্রমণের স্বীকার হয়ে পেটে আঘাত প্রাপ্ত হয়ে দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।  
আশা করি এই বার হবেন না। উসমান গাজী বলেছেন,, যদি বালা  হাতুনের কিছু হয় তাহলে , এই দেশের প্রতিটি সমুদ্রের পানিতে রক্তের বন্যা বয়ে যাবে , কুরুলুস উসমানের আগামী ইপিসোড অর্থাৎ ৬৮ তম এপিসোড দারুন হবে। 

কুরুলুস উসমান ৬৮ ইপিসোডে যা ঘটতে যাচ্ছে !

আর এইদিকে , যুবক তুরগুত আল্প উসমানকে নিষেধ দিলেন , নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে নাক না গলাতে, তরুণ তুরগুত বে'র চোখে প্রতিশোধের আগুন ক্রমাগত বেড়েই চলছে, নিজের বসতির শহীদদের জন্য তাকে কী করতে হবে সেটাও সে নিজেই জানে না, প্রতিশোধের আগুন তাকে অন্ধ করে দিয়েছে, তাই সে আয়া নিকোলা , মিহাইল কোসেস ও রোগাটোসের বিরুদ্ধে একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা কুরুলুস উসমান ৬৮ পর্বের প্রথম ট্রেইলর - দেখেছি, " কুরুলুস উসমানে তুরগুত আল্পের সংলাপ" এ থেকে বুঝা যাচ্ছে , সে উসমানের সঙ্গে বিদ্রোহ করবে, এবং উসমানের বিরুদ্বাচরণ করে বসবে, নিজের সিদ্ধান্তই প্রধান সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে। 

কুরুলুস উসমান ইপিসোড ৬৮ পর্বের বাংলা প্রেক্ষাপট নিয়ে কথা গুলো অসম্পূর্ণ রেখে দিলাম, তথ্য গুলু পূণরায় এড করবো, ইন শা আল্লাহ,,!

লেখাঃ-  মোঃ হামিদুল ইসলাম রাজু 

Page:- Hamidul Islam Raju

আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন। 

বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী 

ওরহান গাজীর জীবনীঃ-

আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  

উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- 

সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-

তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-

শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-

সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-

আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য 

দোগান আল্পের ইতিহাসঃ-

আয়া নিকোলার সঠিক

মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস 

তুরগুত আল্পের ইতিহাসঃ-

বামসী বেইরেক খান ইতিহাসঃ

Post a Comment

0 Comments