কুরুলুস উসমান ৭১ ট্রেইলর ২য় বাংলা সাবটাইটেল।

 

কুরুলুস উসমান ৭১ ট্রেইলর ২য় বাংলা সাবটাইটেল।  ট্রেইলর দেখে বুঝেই যাবেন, যুবক তুরগুত আল্প ওসমানের সঙ্গে বিদ্রোহ করতে থাকলো, উসমান গাজীর সঙ্গে বিনা দ্বিধাবোধ ছাড়াই লড়াই করতে থাকলো, এবং উসমান গাজীর তরবারীর স্বীকার হলেন বিদ্রোহী তুরগুত বে, যিনি সাহসী,দায়িত্ববান  ও কর্মট একজন "বে" হিসেবে নিজেকে প্রকাশ করেছেন ।  কুরুলুস উসমানের পূর্বের ইপিসোড অর্থাৎ কুরুলুস উসমান ৭০ পর্বে ,, মিকাইল কোসেস ও তার বোন মারির প্ররোচনায় ও ক্ষমতার লোভ দেখিয়ে তুরগুত আল্প কে বশ করে নেওয়া হলো। যদিও তুরগুত আল্প উসমান গাজীর অনুগত সৈন্য হিসেবে ছিলেন।  ক্ষমতার লোভ , প্ররোচনায় মানুষের মনকে এতোটাই পরিবর্তন করে , যতোই মানুষ ভুলের মধ্যে পা ফেলে ততই ফেলতে থাকে , তবুও আকস্মিক ভুল করে তখন পূর্বের অবস্থানে ফিরে আসার চেষ্টা করে, যুবক তুরগুত আল্প এর ক্ষেত্রে বিষয়টি সেইরকম হয়েছে।  এই দিকে নিকোলা, কুরুলুস উসমান ৭১ এর প্রথম ট্রেইলর থেকে , রোগাটোস লাশকারিস এর চক্রান্তে একটা মেয়ের দুঃসাহসিক  বুদ্ধির ফলে উসমান গাজীর অনুপস্থিতিতে বসতিতে অনুপ্রবেশ করে খ্রিস্টানদের মহামূল্যবান ক্রোশ নিজের আয়ত্বে নেয় এবং গোনজা হাতুনকে বিষ প্রয়োগ করে আহত করে দেওয়া হয়।  বিস্তারিত নিচের লিঙ্কে ক্লিক করে দেখুনঃ---------  " width="320" height="266" style="cursor: move; background-image: url("https://i.ytimg.com/vi/EYBjoYs4_IY/0.jpg"); background-color: rgb(178, 178, 178);">   কুরুলুস উসমান 71 বাংলা সাবটাইটেল ফুল ইপিসোড কখন পাবেনঃ-   প্রতিদিন বৃহস্পতিবার সকাল ৮ টার সময় আমাদের পেইজ থেকে বাংলা সাবটাইটেল দেওয়া হয়, এতে প্রত্যেকেই আমাদের পেইজ ও ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।  "> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ">  কুরুলুস উসমান ৭১ এর প্রেক্ষাপট  বর্ণনাঃ-   কুরুলুস উসমান ৭১ এর প্রেক্ষাপট পরবর্তিতে বর্ণনা করা হবে ইন শা আল্লাহ।   "> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ">  কুরুলুস উসমান ইপিসোড ৭১ পর্বের বাংলা প্রেক্ষাপট নিয়ে কথা গুলো অসম্পূর্ণ রেখে দিলাম, তথ্য গুলু পূণরায় এড করবো, ইন শা আল্লাহ,,!  লেখা ও অনুবাদে-  মোঃ হামিদুল ইসলাম রাজু   Page:- Hamidul Islam Raju  আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন।   বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী ওরহান গাজীর জীবনীঃ-আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য দোগান আল্পের ইতিহাসঃ-আয়া নিকোলার সঠিকমালহুন হাতুনের প্রকৃত ইতিহাস তুরগুত আল্পের ইতিহাসঃ-বামসী বেইরেক খান ইতিহাসঃ
কুরুলুস উসমান ৭১ ট্রেইলর ২য় বাংলা সাবটাইটেল।

কুরুলুস উসমান ৭১ ট্রেইলর ২য় বাংলা সাবটাইটেল।

ট্রেইলর দেখে বুঝেই যাবেন, যুবক তুরগুত আল্প ওসমানের সঙ্গে বিদ্রোহ করতে থাকলো, উসমান গাজীর সঙ্গে বিনা দ্বিধাবোধ ছাড়াই লড়াই করতে থাকলো, এবং উসমান গাজীর তরবারীর স্বীকার হলেন বিদ্রোহী তুরগুত বে, যিনি সাহসী,দায়িত্ববান  ও কর্মট একজন "বে" হিসেবে নিজেকে প্রকাশ করেছেন ।
কুরুলুস উসমানের পূর্বের ইপিসোড অর্থাৎ কুরুলুস উসমান ৭০ পর্বে ,, মিকাইল কোসেস ও তার বোন মারির প্ররোচনায় ও ক্ষমতার লোভ দেখিয়ে তুরগুত আল্প কে বশ করে নেওয়া হলো। যদিও তুরগুত আল্প উসমান গাজীর অনুগত সৈন্য হিসেবে ছিলেন।  ক্ষমতার লোভ , প্ররোচনায় মানুষের মনকে এতোটাই পরিবর্তন করে , যতোই মানুষ ভুলের মধ্যে পা ফেলে ততই ফেলতে থাকে , তবুও আকস্মিক ভুল করে তখন পূর্বের অবস্থানে ফিরে আসার চেষ্টা করে, যুবক তুরগুত আল্প এর ক্ষেত্রে বিষয়টি সেইরকম হয়েছে।
এই দিকে নিকোলা, কুরুলুস উসমান ৭১ এর প্রথম ট্রেইলর থেকে , রোগাটোস লাশকারিস এর চক্রান্তে একটা মেয়ের দুঃসাহসিক  বুদ্ধির ফলে উসমান গাজীর অনুপস্থিতিতে বসতিতে অনুপ্রবেশ করে খ্রিস্টানদের মহামূল্যবান ক্রোশ নিজের আয়ত্বে নেয় এবং গোনজা হাতুনকে বিষ প্রয়োগ করে আহত করে দেওয়া হয়।
বিস্তারিত নিচের লিঙ্কে ক্লিক করে দেখুনঃ---------

কুরুলুস উসমান 71 বাংলা সাবটাইটেল ফুল ইপিসোড কখন পাবেনঃ- 

প্রতিদিন বৃহস্পতিবার সকাল ৮ টার সময় আমাদের পেইজ থেকে বাংলা সাবটাইটেল দেওয়া হয়, এতে প্রত্যেকেই আমাদের পেইজ ও ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।

কুরুলুস উসমান ৭১ এর প্রেক্ষাপট  বর্ণনাঃ- 

কুরুলুস উসমান ৭১ এর প্রেক্ষাপট পরবর্তিতে বর্ণনা করা হবে ইন শা আল্লাহ। 
কুরুলুস উসমান ইপিসোড ৭১ পর্বের বাংলা প্রেক্ষাপট নিয়ে কথা গুলো অসম্পূর্ণ রেখে দিলাম, তথ্য গুলু পূণরায় এড করবো, ইন শা আল্লাহ,,!

লেখা ও অনুবাদে-  মোঃ হামিদুল ইসলাম রাজু 

Page:- Hamidul Islam Raju

আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন। 

  1. বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী 
  2. ওরহান গাজীর জীবনীঃ-
  3. আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  
  4. উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- 
  5. সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-
  6. তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-
  7. শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-
  8. আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-
  9. সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-
  10. সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-
  11. আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য 
  12. দোগান আল্পের ইতিহাসঃ-
  13. আয়া নিকোলার সঠিক
  14. মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস 
  15. তুরগুত আল্পের ইতিহাসঃ-
  16. বামসী বেইরেক খান ইতিহাসঃ






Post a Comment

0 Comments