নতুন তুরগুত আল্প কী প্রকৃত তুরগুত আল্প নাকি অতিরিক্ত চরিত্র?  New Turgut Alp of Kurulus Osman

নতুন তুরগুত আল্প সম্পর্কে পড়ুন  ভূমিকাঃ- আমার পেইজ সহ বিভিন্ন পেইজ/গ্রুপের দর্শকদের মনের ভেতর যে কৌতুহল ছিলো, সিজন‐৩ তে আগত কুরুলুস উসমানে যুবক তুরগুত বে'র চরিত্রে থাকা লোকটা কে? তিনি কি প্রকৃত তুরগুত আল্প? কুরুলুস উসমানের ইতিহাস বিকৃত হয়ে যাবে যদি যুবক তুরগুত বে উসমানের সহযোগী হিসেবে থাকে।  এছাড়া অধিকাংশ কুরুলুস প্রেমি দর্শকদের মতামত ছিলো যে, আর্তুগ্রুল গাজীর সহযোদ্ধা ও বন্ধু হিসেবে তুরগুত আল্পের অবদান ছিলো , পরবর্তীতে উসমানের বন্ধু ছিলেন এবং ওরহান গাজীর পরামর্শকের দায়িত্ব পালন করেন তাহলে তুরগুত আল্পের এতো বড়ো চরিত্র কুরুলুস উসমান থেকে হারিয়ে গেলো কেনো? নতুুন তুরগুত আল্প কী প্রকৃত তুরগুত আল্প নাকি অতিরিক্ত চরিত্র? যদি প্রকৃত তুরগুত আল্পের ভূমিকায় থাকেন তাহলে ইতিহাস বিকৃত হয়ে গেছে । প্রতিনিয়তই কুরুলুস প্রেমিদের মনে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকেই ইনবক্স/কমেন্টে বলেছেন, এই যুবক তুরগুত আল্প সম্পর্কে একটা কন্টেন্ট লিখে দিলে ভালো হতো। তাদের জন্য আজকের ব্লগটি, সম্পূর্ন পড়ুন, এবং যাদের মনে  এরকম প্রশ্ন আসবে তাদের কাছে উক্ত লিঙ্কটি শেয়ার করুন। এটাই অনুরোধ রইলো। তাহলে নতুন তুরগুত বে সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করা হলো।  তুরগুত আল্পের সংক্ষিপ্ত বীরত্ব   দিরিলিস তুরগুত আল্পঃ- তুরগুত আল্প চার পুরুষের রাজত্ব দেখেছিলেন, তিনি সুলাইমান শাহ ও তার পুত্র আর্তুগ্রুল গাজী ও তার ছেলে উসমান গাজী ও তার ছেলে উরহান গাজীর আমলে সুদক্ষ সেনাপ্রধান ছিলেন। ১৩২৫ খ্রিষ্টাব্দে অর্থাৎ ১২৫ বছর বয়সে আতরানোস ক্যাসল বিজয়ের সময় শহীদ হয়েছিলেন।   দীর্ঘজীবন পেয়েও এই সেনা  কখনো নিজের দায়িত্ব থেকে এক চুল পরিমান সড়ে আসেন নি, বরং নিজেকে আল্লাহর রাস্তায় সপে দিয়েছিলেন এবং কাফেরদের (নাইট/মোঙ্গল/পোপ/)  সঙ্গে অবিরাম যুদ্ধ করেছিলেন। আর্তুগ্রুল গাজীর মৃত্যুর পর উসমানের সঙ্গেও কাধে কাধ রেখে লড়াই অব্যাহত ছিলো, ক্লান্তিহীন ভাবে তিনি  যুদ্ধের ময়দানে দক্ষ যুদ্ধা হিসেবে কুড়াল চালিয়ে কাফেরদের খেল খতম করতেন। তিনি একজন বলিষ্ঠ ও আত্মত্যাগী যুদ্ধা ছিলেন। আমরা জানি যে, ইনেগুলের টেকফুর আয়া নিকোলাকে পরাস্ত করার জন্য উসমান গাজী তারগুত আল্পের নেতৃত্বে একটি বৃহৎ সেনাবাহিনী দিয়ে দুর্গ আক্রমণ করলেন এবং তিনি ইনেগুল শহরটি কৃতিত্বের সঙ্গে জয় করলেন। তখন নিকোলা কাপুরুষের মতো দুর্গ থেকে পালিয়ে গেলেন এবং ইনেগুল শহরটিতে তুরগুত আল্প কে গর্ভনর হিসেবে প্রেরণ করলেন সেখানে তিনি ৩৬ বছর শাসন করেছিলেন। বুরসা অবরোধের সময় মিহাল গাজীর সঙ্গে ১৩২৫ সালে আট্রানোস ক্যাসেল (ওরহানেলি) বিজয়ে অংশ নিয়েছিলেন এবং বীরত্ব ও সাহসীকতার সঙ্গে তিনি সেখানে শহীদ হয়েছিলেন।   তুরগুত আল্প সম্পর্কে আরো জানতে হলে, ক্লিক করুনঃ-  সম্পূর্ন পড়ার পর নিম্নের লেখা পড়ুুুন।  এই দুই তুরগুত আল্পের পার্থক্য নতুন তুরগুত আল্প কী প্রকৃত তুরগুত আল্প নাকি অতিরিক্ত চরিত্র?   দিরিলিসের তুরগুত আল্পের সঙ্গে এই তুরগুত বে'র মিল আছে কিনা?   উপরে উল্লেখিত কথা গুলো পড়লে পার্থক্যটা বুঝতে পারবেন,  প্রকৃত তুরগুত আল্প কুড়াল চালনায় পারদর্শী ছিলেন, কিন্তু যুবক তুরগুত আল্প কুড়াল চালনায় অভ্যস্ত নয়, প্রকৃত তুরগুত আল্পকে উসমান চিনতে পারতেন যেহেতু ছোট্টবেলায় বাবার বন্ধু হিসেবে বসতিতে ছিলেন কিন্তু নতুন তুরগুত আল্পকে চিনতে পারেন নি, উসমান গাজীর সঙ্গে একে অপরের সর্বপ্রথম সাক্ষাত হয়েছিল। প্রকৃত তুরগুত আল্পের বয়স বেশি হওয়ার কথা ছিলো কিন্তু এই ক্ষেত্রে যুবক তুরগুত আল্পের বয়স  প্রায় ৪০ এর কাছাকাছি । প্রকৃত তুরগুত দুইটি বিয়ে করেছিলেন আর কুরুলুস উসমানের তুরগুত বে অবিবাহিত ( ধারণা করা হচ্ছে, হারমানকায়ার টেকফুর মিকাইল কোসেস এর বোন মারিকে বিয়ে করে পরবর্তীতে বোন মারি সহ মিহাইল কোসেস ইসলাম ধর্ম গ্রহন করেন)  প্রকৃত তুরগুত আল্প তিনার বেইমদের অনুগত ছিলেন, আর্তুগ্রুল গাজীকে যেভাবে মান্য করতেন উসমানকেও একইভাবে মানতেন। কিন্তু কুরুলুস উসমানে তুরগুত বে একাই আধিপত্য বিস্তার করতে চাইলেন এবং উসমানের বিরুদ্বে বিদ্রোহ করতে লাগলেন। এসব কিছু থেকে প্রতিয়মান করা হয় যে , দিরিলিস আরতুগ্রুল সিরিজের তুরগুত আল্পের সঙ্গে কোনোভাবেই সাদৃশ্য হচ্ছে না তাহলে উক্ত চরিত্রটি অতিরিক্ত চরিত্র হিসেবে ধারণা করতেছি। এটাকে কাকতালীয় চরিত্র হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ , আমরা ইতিহাসবিদ নই তুর্কির মুসলিম ইতিহাস সম্পর্কে তুর্কিরাই ভালো জানবে। তাই এই বিষয় নিয়ে কেউ কথা না বাড়িয়ে উক্ত ইপিসোড গুলো ধারাবাহিক ভাবে দেখে যান। জানেন তো, ইতিহাসে একই নামের মানুষ গুলোর  বিরত্বের কথা উল্লেখ রয়েছে, নাম একই থাকলে ব্যক্তি ভিন্ন হতে পারে যা বাঙ্গালীদের জানা না থাকলে তুর্কিদের আলবাত জানার কথা, সেই হিসেবে যুবক তুরগুত আল্পের চরিত্রটি কুরুলুস উসমান সিরিজের পরিচালক মেহমেদ বোজদাগ বিশেষ ভাবে বর্ণনা করেছেন।  এছাড়া অধিকাংশ কুরুলুস প্রেমি দর্শকদের মতামত ছিলো যে, আর্তুগ্রুল গাজীর সহযোদ্ধা ও বন্ধু হিসেবে তুরগুত আল্পের অবদান ছিলো , পরবর্তীতে উসমানের বন্ধু ছিলেন এবং ওরহান গাজীর পরামর্শকের দায়িত্ব পালন করেন তাহলে   তুরগুত আল্পের এতো বড়ো চরিত্র কুরুলুস উসমান থেকে হারিয়ে গেলো কেনো?  এই প্রশ্নের উত্তর কেবল পরিচালকই ভালো জানে, কেনো তিনি তুরগুত আল্পকে সিরিজ থেকে আড়াল করতে চাইলেন, এটা তিনিই ভালো জানেন। নিকোলাকে পরাস্ত এবং সেনাবাহিনীর বিশাল অংশ নিয়ে যুদ্ধ করে ইনেগুল দূর্গ জয় করার পিছনে তুরগুত আল্পের ভূমিকা অপরিসীম তাহলে এই চরিত্র কেনো বাদ পড়ে যাবে ? মনের ধারণা থেকে বলতে পারি, "এতো বড়ো চরিত্রকে আড়াল করবেন না... এটা কুরুলুস উসমানে যুবক তুরগুত বে'র মধ্যে প্রতিফলন ঘটতে পারে। আয়া নিকোলা যখন তার বসতিতে হামলা করে বহু সৈন্য, শিশু ও ঘর বাড়ী পুড়িয়ে তাকে বন্দি করে  মিহাইল কোসেসের কাছে  প্রেরণ করলেন। পাদ্রীর উসমানের দখলদারীত্ব থেকে স্বীয় হস্তে আনার জন্য রোগাটোস লাশকারিস একটা কৌশল অবলম্বন করে যুবক তুরগুত আল্পের মাধ্যমেই পাদ্রীকে মুক্ত করলেন। উসমান গাজী রোগাটোস এর কাছ থেকে যুবক তুরগুত বে কে মুক্ত করলেন কিন্তু যুবক তুরগুত আল্পের চোখে যেনো প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, যেভাবেই হোক, সে নিজের বসতির শহীদদের জন্য ও তার জন্য হলেও আয়া নিকোলার সঙ্গে লড়াই করবে, প্রয়োজনে উসমানের কথার অবমূল্যায়ন স্বীকার করতে বাধ্য হয়েছিলো।  কুরুলুস উসমান যুবক তুরগুত বে'র চরিত্রটি বারবার দৃশ্যমান হয়েছে, ধারণা করা হচ্ছে, এই চরিত্রটির মাধ্যমে প্রকৃত তুরগুত বে'র চরিত্রটি ফুটিয়ে তোলা হবে , কেননা , যুবক তুরগুত বে উসমানের সঙ্গে বিদ্রোহ করলেও  শত্রু কিন্তু একই , নিকোলাকে পরাস্ত করা তারও একমাত্র লক্ষ।  তাই সে নিকোলাকে একাই দমন করতে চাইবে, কিন্তু যখন সব হারিয়ে নিজের ভুলটুকু বুঝতে পারবে তখন উসমানের সঙ্গ গ্রহণ করবে, এবং উসমানের অনুগত হয়ে এক সঙ্গে লড়াই করে ইনেগুল জয় করবে, যদিও এটা কাল্পনিক ধারণা ও কিছু সুত্র পড়ে লেখা গুলো টানতেছি। কিন্তু  চলচ্চিত্রের  সঙ্গে ইতিহাসের মিল খোজা বোকামী ব্যতীত কিছুই নয়।   পূর্বেই বলেছি, দিরিলিস আরতুগ্রুলের  তুরগুত চরিত্রের সঙ্গে কুরুলুস উসমানের তুরগুত বে'র কোনো মিল খুঁজে পাওয়া যাবে না, এটা অন্য একটি চরিত্র হতে পারে, কিন্তু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না,"কুরুলুস উসমান সিরিজের তুরগুত বে'র মাধ্যমেই কী ইনেগুল জয় করে তাকে গভর্নরশিপ করা হবে নাকী প্রকৃত তুরগুতের চরিত্র ফুটিয়ে তোলা হবে , সেই ব্যাপারে এখনও সঠিক কোনো সুত্র খুঁজে পাওয়া যায় নি । তবে যতটুকু বুঝতে পারছি , মেহমেদ বোজদাগ প্রকৃত তুরগুতের চরিত্রটি অপ্রকাশিত রেখেই কুরুলুস উসমান সিরিজটি বহাল রেখে যাবেন, এতে করে আপনারা/দর্শকরা এই ব্যাপারে ঘাটাঘাটি না করে সিরিজটি নিরব দর্শকের মতো দর্শন করুন, ইন শা আল্লাহ, ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।   বিঃ দ্রঃ- লেখা গুলো যদি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যান তাহলে অন্যদের সঙ্গে এই লিঙ্কটি শেয়ার করবেন, বিনা অনুমতিতে লেখা গুলো কপি করবেন না। আমার পেইজের লেখা গুলো  নিয়মিত পড়ুন ।  লেখাঃ-  মোঃ হামিদুল ইসলাম রাজু   Page:- Hamidul Islam Raju  আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন।   বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী ওরহান গাজীর জীবনীঃ-আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য দোগান আল্পের ইতিহাসঃ-আয়া নিকোলার সঠিকমালহুন হাতুনের প্রকৃত ইতিহাস তুরগুত আল্পের ইতিহাসঃ-বামসী বেইরেক খান ইতিহাসঃ  Tag OF Search:- নতুন তুরগুত আল্প সম্পর্কে জানতে চাই | যুবক তুরগুত আল্প সম্পর্কে | new turgut alp of Kurulus Osman | নতুন তুরগুত আল্প ও প্রকৃত তুরগুত আল্পের পার্থক্য | নতুন তুরগুত আল্প কী প্রকৃত তুরগুত আল্প নাকি অতিরিক্ত চরিত্র?
নতুন তুরগুত আল্প সম্পর্কে পড়ুন

ভূমিকাঃ- আমার পেইজ সহ বিভিন্ন পেইজ/গ্রুপের দর্শকদের মনের ভেতর যে কৌতুহল ছিলো, সিজন‐৩ তে আগত কুরুলুস উসমানে যুবক তুরগুত বে'র চরিত্রে থাকা লোকটা কে? তিনি কি প্রকৃত তুরগুত আল্প? কুরুলুস উসমানের ইতিহাস বিকৃত হয়ে যাবে যদি যুবক তুরগুত বে উসমানের সহযোগী হিসেবে থাকে।  এছাড়া অধিকাংশ কুরুলুস প্রেমি দর্শকদের মতামত ছিলো যে, আর্তুগ্রুল গাজীর সহযোদ্ধা ও বন্ধু হিসেবে তুরগুত আল্পের অবদান ছিলো , পরবর্তীতে উসমানের বন্ধু ছিলেন এবং ওরহান গাজীর পরামর্শকের দায়িত্ব পালন করেন তাহলে তুরগুত আল্পের এতো বড়ো চরিত্র কুরুলুস উসমান থেকে হারিয়ে গেলো কেনো? নতুুন তুরগুত আল্প কী প্রকৃত তুরগুত আল্প নাকি অতিরিক্ত চরিত্র? যদি প্রকৃত তুরগুত আল্পের ভূমিকায় থাকেন তাহলে ইতিহাস বিকৃত হয়ে গেছে । প্রতিনিয়তই কুরুলুস প্রেমিদের মনে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকেই ইনবক্স/কমেন্টে বলেছেন, এই যুবক তুরগুত আল্প সম্পর্কে একটা কন্টেন্ট লিখে দিলে ভালো হতো। তাদের জন্য আজকের ব্লগটি, সম্পূর্ন পড়ুন, এবং যাদের মনে  এরকম প্রশ্ন আসবে তাদের কাছে উক্ত লিঙ্কটি শেয়ার করুন। এটাই অনুরোধ রইলো। তাহলে নতুন তুরগুত বে সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করা হলো।

তুরগুত আল্পের সংক্ষিপ্ত বীরত্ব 

দিরিলিস তুরগুত আল্পঃ- তুরগুত আল্প চার পুরুষের রাজত্ব দেখেছিলেন, তিনি সুলাইমান শাহ ও তার পুত্র আর্তুগ্রুল গাজী ও তার ছেলে উসমান গাজী ও তার ছেলে উরহান গাজীর আমলে সুদক্ষ সেনাপ্রধান ছিলেন। ১৩২৫ খ্রিষ্টাব্দে অর্থাৎ ১২৫ বছর বয়সে আতরানোস ক্যাসল বিজয়ের সময় শহীদ হয়েছিলেন। 

দীর্ঘজীবন পেয়েও এই সেনা  কখনো নিজের দায়িত্ব থেকে এক চুল পরিমান সড়ে আসেন নি, বরং নিজেকে আল্লাহর রাস্তায় সপে দিয়েছিলেন এবং কাফেরদের (নাইট/মোঙ্গল/পোপ/)  সঙ্গে অবিরাম যুদ্ধ করেছিলেন। আর্তুগ্রুল গাজীর মৃত্যুর পর উসমানের সঙ্গেও কাধে কাধ রেখে লড়াই অব্যাহত ছিলো, ক্লান্তিহীন ভাবে তিনি  যুদ্ধের ময়দানে দক্ষ যুদ্ধা হিসেবে কুড়াল চালিয়ে কাফেরদের খেল খতম করতেন। তিনি একজন বলিষ্ঠ ও আত্মত্যাগী যুদ্ধা ছিলেন। আমরা জানি যে, ইনেগুলের টেকফুর আয়া নিকোলাকে পরাস্ত করার জন্য উসমান গাজী তারগুত আল্পের নেতৃত্বে একটি বৃহৎ সেনাবাহিনী দিয়ে দুর্গ আক্রমণ করলেন এবং তিনি ইনেগুল শহরটি কৃতিত্বের সঙ্গে জয় করলেন।

তখন নিকোলা কাপুরুষের মতো দুর্গ থেকে পালিয়ে গেলেন এবং ইনেগুল শহরটিতে তুরগুত আল্প কে গর্ভনর হিসেবে প্রেরণ করলেন সেখানে তিনি ৩৬ বছর শাসন করেছিলেন। বুরসা অবরোধের সময় মিহাল গাজীর সঙ্গে ১৩২৫ সালে আট্রানোস ক্যাসেল (ওরহানেলি) বিজয়ে অংশ নিয়েছিলেন এবং বীরত্ব ও সাহসীকতার সঙ্গে তিনি সেখানে শহীদ হয়েছিলেন।

 তুরগুত আল্প সম্পর্কে আরো জানতে হলে, ক্লিক করুনঃ-  সম্পূর্ন পড়ার পর নিম্নের লেখা পড়ুুুন।

এই দুই তুরগুত আল্পের পার্থক্য 

নতুন তুরগুত আল্প কী প্রকৃত তুরগুত আল্প নাকি অতিরিক্ত চরিত্র? 

দিরিলিসের তুরগুত আল্পের সঙ্গে এই তুরগুত বে'র মিল আছে কিনা? 

উপরে উল্লেখিত কথা গুলো পড়লে পার্থক্যটা বুঝতে পারবেন,  প্রকৃত তুরগুত আল্প কুড়াল চালনায় পারদর্শী ছিলেন, কিন্তু যুবক তুরগুত আল্প কুড়াল চালনায় অভ্যস্ত নয়, প্রকৃত তুরগুত আল্পকে উসমান চিনতে পারতেন যেহেতু ছোট্টবেলায় বাবার বন্ধু হিসেবে বসতিতে ছিলেন কিন্তু নতুন তুরগুত আল্পকে চিনতে পারেন নি, উসমান গাজীর সঙ্গে একে অপরের সর্বপ্রথম সাক্ষাত হয়েছিল। প্রকৃত তুরগুত আল্পের বয়স বেশি হওয়ার কথা ছিলো কিন্তু এই ক্ষেত্রে যুবক তুরগুত আল্পের বয়স  প্রায় ৪০ এর কাছাকাছি । প্রকৃত তুরগুত দুইটি বিয়ে করেছিলেন আর কুরুলুস উসমানের তুরগুত বে অবিবাহিত ( ধারণা করা হচ্ছে, হারমানকায়ার টেকফুর মিকাইল কোসেস এর বোন মারিকে বিয়ে করে পরবর্তীতে বোন মারি সহ মিহাইল কোসেস ইসলাম ধর্ম গ্রহন করেন)

প্রকৃত তুরগুত আল্প তিনার বেইমদের অনুগত ছিলেন, আর্তুগ্রুল গাজীকে যেভাবে মান্য করতেন উসমানকেও একইভাবে মানতেন। কিন্তু কুরুলুস উসমানে তুরগুত বে একাই আধিপত্য বিস্তার করতে চাইলেন এবং উসমানের বিরুদ্বে বিদ্রোহ করতে লাগলেন। এসব কিছু থেকে প্রতিয়মান করা হয় যে , দিরিলিস আরতুগ্রুল সিরিজের তুরগুত আল্পের সঙ্গে কোনোভাবেই সাদৃশ্য হচ্ছে না তাহলে উক্ত চরিত্রটি অতিরিক্ত চরিত্র হিসেবে ধারণা করতেছি। এটাকে কাকতালীয় চরিত্র হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ , আমরা ইতিহাসবিদ নই তুর্কির মুসলিম ইতিহাস সম্পর্কে তুর্কিরাই ভালো জানবে। তাই এই বিষয় নিয়ে কেউ কথা না বাড়িয়ে উক্ত ইপিসোড গুলো ধারাবাহিক ভাবে দেখে যান। জানেন তো, ইতিহাসে একই নামের মানুষ গুলোর  বিরত্বের কথা উল্লেখ রয়েছে, নাম একই থাকলে ব্যক্তি ভিন্ন হতে পারে যা বাঙ্গালীদের জানা না থাকলে তুর্কিদের আলবাত জানার কথা, সেই হিসেবে যুবক তুরগুত আল্পের চরিত্রটি কুরুলুস উসমান সিরিজের পরিচালক মেহমেদ বোজদাগ বিশেষ ভাবে বর্ণনা করেছেন।

এছাড়া অধিকাংশ কুরুলুস প্রেমি দর্শকদের মতামত ছিলো যে, আর্তুগ্রুল গাজীর সহযোদ্ধা ও বন্ধু হিসেবে তুরগুত আল্পের অবদান ছিলো , পরবর্তীতে উসমানের বন্ধু ছিলেন এবং ওরহান গাজীর পরামর্শকের দায়িত্ব পালন করেন তাহলে 

তুরগুত আল্পের এতো বড়ো চরিত্র কুরুলুস উসমান থেকে হারিয়ে গেলো কেনো?

এই প্রশ্নের উত্তর কেবল পরিচালকই ভালো জানে, কেনো তিনি তুরগুত আল্পকে সিরিজ থেকে আড়াল করতে চাইলেন, এটা তিনিই ভালো জানেন। নিকোলাকে পরাস্ত এবং সেনাবাহিনীর বিশাল অংশ নিয়ে যুদ্ধ করে ইনেগুল দূর্গ জয় করার পিছনে তুরগুত আল্পের ভূমিকা অপরিসীম তাহলে এই চরিত্র কেনো বাদ পড়ে যাবে ? মনের ধারণা থেকে বলতে পারি, "এতো বড়ো চরিত্রকে আড়াল করবেন না... এটা কুরুলুস উসমানে যুবক তুরগুত বে'র মধ্যে প্রতিফলন ঘটতে পারে। আয়া নিকোলা যখন তার বসতিতে হামলা করে বহু সৈন্য, শিশু ও ঘর বাড়ী পুড়িয়ে তাকে বন্দি করে  মিহাইল কোসেসের কাছে  প্রেরণ করলেন। পাদ্রীর উসমানের দখলদারীত্ব থেকে স্বীয় হস্তে আনার জন্য রোগাটোস লাশকারিস একটা কৌশল অবলম্বন করে যুবক তুরগুত আল্পের মাধ্যমেই পাদ্রীকে মুক্ত করলেন। উসমান গাজী রোগাটোস এর কাছ থেকে যুবক তুরগুত বে কে মুক্ত করলেন কিন্তু যুবক তুরগুত আল্পের চোখে যেনো প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, যেভাবেই হোক, সে নিজের বসতির শহীদদের জন্য ও তার জন্য হলেও আয়া নিকোলার সঙ্গে লড়াই করবে, প্রয়োজনে উসমানের কথার অবমূল্যায়ন স্বীকার করতে বাধ্য হয়েছিলো।  কুরুলুস উসমান যুবক তুরগুত বে'র চরিত্রটি বারবার দৃশ্যমান হয়েছে, ধারণা করা হচ্ছে, এই চরিত্রটির মাধ্যমে প্রকৃত তুরগুত বে'র চরিত্রটি ফুটিয়ে তোলা হবে , কেননা , যুবক তুরগুত বে উসমানের সঙ্গে বিদ্রোহ করলেও  শত্রু কিন্তু একই , নিকোলাকে পরাস্ত করা তারও একমাত্র লক্ষ।  তাই সে নিকোলাকে একাই দমন করতে চাইবে, কিন্তু যখন সব হারিয়ে নিজের ভুলটুকু বুঝতে পারবে তখন উসমানের সঙ্গ গ্রহণ করবে, এবং উসমানের অনুগত হয়ে এক সঙ্গে লড়াই করে ইনেগুল জয় করবে, যদিও এটা কাল্পনিক ধারণা ও কিছু সুত্র পড়ে লেখা গুলো টানতেছি। কিন্তু  চলচ্চিত্রের  সঙ্গে ইতিহাসের মিল খোজা বোকামী ব্যতীত কিছুই নয়। 

পূর্বেই বলেছি, দিরিলিস আরতুগ্রুলের  তুরগুত চরিত্রের সঙ্গে কুরুলুস উসমানের তুরগুত বে'র কোনো মিল খুঁজে পাওয়া যাবে না, এটা অন্য একটি চরিত্র হতে পারে, কিন্তু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না,"কুরুলুস উসমান সিরিজের তুরগুত বে'র মাধ্যমেই কী ইনেগুল জয় করে তাকে গভর্নরশিপ করা হবে নাকী প্রকৃত তুরগুতের চরিত্র ফুটিয়ে তোলা হবে , সেই ব্যাপারে এখনও সঠিক কোনো সুত্র খুঁজে পাওয়া যায় নি । তবে যতটুকু বুঝতে পারছি , মেহমেদ বোজদাগ প্রকৃত তুরগুতের চরিত্রটি অপ্রকাশিত রেখেই কুরুলুস উসমান সিরিজটি বহাল রেখে যাবেন, এতে করে আপনারা/দর্শকরা এই ব্যাপারে ঘাটাঘাটি না করে সিরিজটি নিরব দর্শকের মতো দর্শন করুন, ইন শা আল্লাহ, ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 

বিঃ দ্রঃ- লেখা গুলো যদি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যান তাহলে অন্যদের সঙ্গে এই লিঙ্কটি শেয়ার করবেন, বিনা অনুমতিতে লেখা গুলো কপি করবেন না। আমার পেইজের লেখা গুলো  নিয়মিত পড়ুন ।

লেখাঃ-  মোঃ হামিদুল ইসলাম রাজু 

Page:- Hamidul Islam Raju

আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন। 

  1. বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী 
  2. ওরহান গাজীর জীবনীঃ-
  3. আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  
  4. উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- 
  5. সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-
  6. তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-
  7. শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-
  8. আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-
  9. সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-
  10. সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-
  11. আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য 
  12. দোগান আল্পের ইতিহাসঃ-
  13. আয়া নিকোলার সঠিক
  14. মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস 
  15. তুরগুত আল্পের ইতিহাসঃ-
  16. বামসী বেইরেক খান ইতিহাসঃ
Tag OF Search:- নতুন তুরগুত আল্প সম্পর্কে জানতে চাই | যুবক তুরগুত আল্প সম্পর্কে | new turgut alp of Kurulus Osman | নতুন তুরগুত আল্প ও প্রকৃত তুরগুত আল্পের পার্থক্য | নতুন তুরগুত আল্প কী প্রকৃত তুরগুত আল্প নাকি অতিরিক্ত চরিত্র? নতুন তুুরগুত বে সম্পর্কে |

Post a Comment

0 Comments