কুরুলুস উসমান ৬৮ ইপিসোডে যা ঘটতে যাচ্ছে ! Kurulus osman Bangla

কুরুলুস উসমান ৬৮ ইপিসোড বাংলা প্রেক্ষাপট কুরুলুস উসমান ৬৭ এর প্রেক্ষাপট  বর্ণনাঃ-  আমরা গত পর্বে ( কুরুলুস উসমান ৬৭) দেখেছি, তরুণ তুরগুত বে কে আয়া নিকোলা বন্দি করে স্বীয় দূর্গে নিয়ে যায়, কুরুলুস উসমানের তুরগুত বে'র বসতি আক্রমণ করে অসংখ্য সৈন্য, নারী শিশু সহ ঘর বাড়ী আগুনে পুড়িয়ে তাকে বন্দি করা নিয়ে যাওয়া হয়,  নিকোলা মিহাইল কোসেসের বোন মারি'কে ভালোবাসে , তাই মারির কথা রক্ষার্থে আর অপমানের বদলা নেওয়ার জন্য তুরগুত বে কে মারির ভাই হারমানকায়ার টেকফুর মিকাইল কোসেসের কাছে হস্তান্তরিত করেন, মিকাইলের উদ্দেশ্য ছিলো পাদ্রীকে উসমানের কাছ থেকে নেওয়া, আর এদিকে রোগাটোস এর লক্ষ্য ছিলো একই,, সে যেভাবেই হোক মিকাইল কোসেস এর কাছ থেকে তুরগুত বে রক্ষা করে বন্দি করবে , সেজন্য তিনি স্বর্ণ মুদ্রার বিনিময়ে কিছু দস্যুদের সঙ্গে হাত মিলিয়ে নিলেন, পথিমধ্যে দস্যুরা কোসেস কে আক্রমণ করে তুরগুত বে কে বন্দি করে রোগাটোস এর কাছে নির্দিষ্ট মুদ্রায় বিক্রি করে দেন, রোগাটোস তাকে দস্যুদের কাছ থেকে বিপুল অর্থ দিয়ে ক্রয় করলেন, এই দিকে উসমান গাজী ও তার সৈন্যরা যুবক তুরগুতের পিছু নিলেন, এবং তাকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান। অবশেষে, তুরগুত বে কে না পেয়ে উসমানের সৈন্যরা নিজেদের বসতিতে গেলেন। রোগাটোসের কাছ থেকে একটা চিঠি আসলে উসমান পড়লেন, পাদ্রীকে রোগাটোস এর কাছে দেওয়া হলে যুবক তুরগুত কে উসমানের কাছে প্রেরণ করা হবে ।  কথা মতো উসমান গাজী সেই কাজ করতে গেলেন একদম কৌশলে, তিনি রোগাটোসের কথা রাখলেন, কিন্তু কৌশল অবলম্বন করে পাদ্রীর মূলবান জিনিস তার কাছ থেকে আড়াল করলেন, মূলবান জিনিস না পেয়ে পাদ্রী আবারও উসমানের কাছে স্ব-ইচ্ছায় বন্দী হলেন, কুরুলুস উসমান 68 পর্বে জানবো, পাদ্রীর হাতের ভেতর থাকা সেই মূলবান জিনিসটি কী ছিলো?  যার জন্য তিনি তার বন্ধু রোগাটোসের কাছ থেকে পালিয়ে উসমানের কাছে ধরা দিলেন।   কুরুলুস উসমান ৬৮ ইপিসোডে যা ঘটতে যাচ্ছে !  আর এইদিকে , যুবক তুরগুত আল্প উসমানকে নিষেধ দিলেন , নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে নাক না গলাতে, তরুণ তুরগুত বে'র চোখে প্রতিশোধের আগুন ক্রমাগত বেড়েই চলছে, নিজের বসতির শহীদদের জন্য তাকে কী করতে হবে সেটাও সে নিজেই জানে না, প্রতিশোধের আগুন তাকে অন্ধ করে দিয়েছে, তাই সে আয়া নিকোলা , মিহাইল কোসেস ও রোগাটোসের বিরুদ্ধে একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা কুরুলুস উসমান ৬৮ পর্বের প্রথম ট্রেইলর - দেখেছি, " কুরুলুস উসমানে তুরগুত আল্পের সংলাপ" এ থেকে বুঝা যাচ্ছে , সে উসমানের সঙ্গে বিদ্রোহ করবে, এবং উসমানের বিরুদ্বাচরণ করে বসবে, নিজের সিদ্ধান্তই প্রধান সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে।    কুরুলুস উসমান ইপিসোড ৬৮ পর্বের বাংলা প্রেক্ষাপট নিয়ে কথা গুলো অসম্পূর্ণ রেখে দিলাম, তথ্য গুলু পূণরায় এড করবো, ইন শা আল্লাহ,,!  Tag:- কুরুলুস উসমান ৬৮ বাংলা প্রেক্ষাপট | কুরুলুস উসমান ৬৮ বাংলা ডাবিং | Kurulus Osman 68 episodes Bangla dubbed | Kurulus osman episode 68 Bangla |  কুরুলুস উসমান সিরিজের প্রেক্ষাপট | কুরুলুস উসমানের তুরগুত আল্প কে |   লেখাঃ-  মোঃ হামিদুল ইসলাম রাজু   Page:- Hamidul Islam Raju  আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন।   বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী   ওরহান গাজীর জীবনীঃ-  আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-    উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ-   সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-  তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-  "> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ">  শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-  আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-  সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-  সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-  আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য   দোগান আল্পের ইতিহাসঃ-  আয়া নিকোলার সঠিক  মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস   তুরগুত আল্পের ইতিহাসঃ-  বামসী বেইরেক খান ইতিহাসঃ
কুরুলুস উসমান ৬৮ ইপিসোড বাংলা প্রেক্ষাপট 

কুরুলুস উসমান ৬৭ এর প্রেক্ষাপট  বর্ণনাঃ-

আমরা গত পর্বে ( কুরুলুস উসমান ৬৭) দেখেছি, তরুণ তুরগুত বে কে আয়া নিকোলা বন্দি করে স্বীয় দূর্গে নিয়ে যায়, কুরুলুস উসমানের তুরগুত বে'র বসতি আক্রমণ করে অসংখ্য সৈন্য, নারী শিশু সহ ঘর বাড়ী আগুনে পুড়িয়ে তাকে বন্দি করা নিয়ে যাওয়া হয়,
নিকোলা মিহাইল কোসেসের বোন মারি'কে ভালোবাসে , তাই মারির কথা রক্ষার্থে আর অপমানের বদলা নেওয়ার জন্য তুরগুত বে কে মারির ভাই হারমানকায়ার টেকফুর মিকাইল কোসেসের কাছে হস্তান্তরিত করেন, মিকাইলের উদ্দেশ্য ছিলো পাদ্রীকে উসমানের কাছ থেকে নেওয়া, আর এদিকে রোগাটোস এর লক্ষ্য ছিলো একই,, সে যেভাবেই হোক মিকাইল কোসেস এর কাছ থেকে তুরগুত বে রক্ষা করে বন্দি করবে , 
সেজন্য তিনি স্বর্ণ মুদ্রার বিনিময়ে কিছু দস্যুদের সঙ্গে হাত মিলিয়ে নিলেন, পথিমধ্যে দস্যুরা কোসেস কে আক্রমণ করে তুরগুত বে কে বন্দি করে রোগাটোস এর কাছে নির্দিষ্ট মুদ্রায় বিক্রি করে দেন, রোগাটোস তাকে দস্যুদের কাছ থেকে বিপুল অর্থ দিয়ে ক্রয় করলেন, এই দিকে উসমান গাজী ও তার সৈন্যরা যুবক তুরগুতের পিছু নিলেন, এবং তাকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান। অবশেষে, তুরগুত বে কে না পেয়ে উসমানের সৈন্যরা নিজেদের বসতিতে গেলেন। রোগাটোসের কাছ থেকে একটা চিঠি আসলে উসমান পড়লেন, পাদ্রীকে রোগাটোস এর কাছে দেওয়া হলে যুবক তুরগুত কে উসমানের কাছে প্রেরণ করা হবে ।
কথা মতো উসমান গাজী সেই কাজ করতে গেলেন একদম কৌশলে, তিনি রোগাটোসের কথা রাখলেন, কিন্তু কৌশল অবলম্বন করে পাদ্রীর মূলবান জিনিস তার কাছ থেকে আড়াল করলেন, মূলবান জিনিস না পেয়ে পাদ্রী আবারও উসমানের কাছে স্ব-ইচ্ছায় বন্দী হলেন, কুরুলুস উসমান 68 পর্বে জানবো, পাদ্রীর হাতের ভেতর থাকা সেই মূলবান জিনিসটি কী ছিলো?
যার জন্য তিনি তার বন্ধু রোগাটোসের কাছ থেকে পালিয়ে উসমানের কাছে ধরা দিলেন। 

কুরুলুস উসমান ৬৮ ইপিসোডে যা ঘটতে যাচ্ছে !

আর এইদিকে , যুবক তুরগুত আল্প উসমানকে নিষেধ দিলেন , নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে নাক না গলাতে, তরুণ তুরগুত বে'র চোখে প্রতিশোধের আগুন ক্রমাগত বেড়েই চলছে, নিজের বসতির শহীদদের জন্য তাকে কী করতে হবে সেটাও সে নিজেই জানে না, প্রতিশোধের আগুন তাকে অন্ধ করে দিয়েছে, তাই সে আয়া নিকোলা , মিহাইল কোসেস ও রোগাটোসের বিরুদ্ধে একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা কুরুলুস উসমান ৬৮ পর্বের প্রথম ট্রেইলর - দেখেছি, " কুরুলুস উসমানে তুরগুত আল্পের সংলাপ" এ থেকে বুঝা যাচ্ছে , সে উসমানের সঙ্গে বিদ্রোহ করবে, এবং উসমানের বিরুদ্বাচরণ করে বসবে, নিজের সিদ্ধান্তই প্রধান সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে। 

কুরুলুস উসমান ইপিসোড ৬৮ পর্বের বাংলা প্রেক্ষাপট নিয়ে কথা গুলো অসম্পূর্ণ রেখে দিলাম, তথ্য গুলু পূণরায় এড করবো, ইন শা আল্লাহ,,!

 

Tag:- কুরুলুস উসমান ৬৮ বাংলা প্রেক্ষাপট | কুরুলুস উসমান ৬৮ বাংলা ডাবিং | Kurulus Osman 68 episodes Bangla dubbed | Kurulus osman episode 68 Bangla |  কুরুলুস উসমান সিরিজের প্রেক্ষাপট | কুরুলুস উসমানের তুরগুত আল্প কে | 

লেখাঃ-  মোঃ হামিদুল ইসলাম রাজু 

Page:- Hamidul Islam Raju

আরো পড়ুন উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে বিশেষ ব্যাক্তিদের জীবনী । তাই লিঙ্কে ক্লিক করুন। 

বালা হাতুনের  স্বামী উসমানের জীবনী 

ওরহান গাজীর জীবনীঃ-

আর্তুগ্রুল গাজীর জীবনীঃ-  

উসমানের স্ত্রী বালা হাতুনের জীবনীঃ- 

সেলজুক সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকাঃ-

তুর্কির আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজ দেখার পর একজন শিক্ষার্থীরঅনুভূতিঃ-

শায়েখ ইবনুল আরাবী'র পঞ্চাশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

আর্তুগ্রুল গাজীর বাছাইকৃত চল্লিশটি বাণী ও উপদেশ ভিডিও সহঃ-

সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বাণী ও উপদেশঃ-

সুলতান গিয়াস উদ্দিন মাসুদ বিন কায়কাউস এর ইতিহাসঃ-

আইগুল হাতুনের দুঃখ দুর্দশা কেবল বাবা মা'র জন্য 

দোগান আল্পের ইতিহাসঃ-

আয়া নিকোলার সঠিক

মালহুন হাতুনের প্রকৃত ইতিহাস 

তুরগুত আল্পের ইতিহাসঃ-

বামসী বেইরেক খান ইতিহাসঃ

Post a Comment

0 Comments