যেসব উপায়ে ভালোবেসে আপনার জীবন সঙ্গীনীর মন জয় করবেন ।স্ত্রীর প্রতি ভালোবাসা।

ভূমিকাঃ- স্ত্রীকে কীভাবে ভালোবাসতে পারি , কীভাবে স্ত্রীকে ভালোবাসলে স্ত্রী আমার প্রতি খুশি থাকবে। সংসার জীবনে একমাত্র স্ত্রীই আপনার একান্ত আপন মানুষ , তাকে কখনো পর ভাবা মোটেও সম্ভব না । এক কথায় সে আপনার শরীরের অংশ। তাই আজকে স্ত্রীকে যেভাবে ভালোবাসবেন  এইসব বিষয়ে নিয়ে আজকের কন্টেন্টটি ।   তাহলে বিস্তারিত পড়ুনঃ-   ভালোবাসুন, এমনভাবে ভালবাসুন যাতে ছেড়ে যাবার কথা ভাবলেই যেন অন্তর কেপে উঠে, যে ভালবাসার কমতি হলে নি:শ্বাস এ ঘাটতি হয়,অচল হয় সবকিছু।  এমনভাবে ভালবাসুন যাতে প্রতিটি মোনাজাতে থাকে বুক ভরা কৃতজ্ঞতা, চোখের জল আর সাথে থাকুক আপনার সাথে বেচে থাকার তীব্র আকাংখা।  আগলে রাখুন পরম মমতাভরে, হৃদয়ের অন্দরমহলে আগলে রাখুন খুব যত্নে।  স্বামী-স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ কুরআনে কারিমে আল্লাহ তাআলা তা ঘোষণা করেন- ‘তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ।’ (সূরা বাকারা : আয়াত ১৮৭)  আগলে রাখুন তার প্রতিটা কথা, তার প্রতিটা চোখের জল, আগলে রাখুন তার চঞ্চলতায় ভরা অন্তর,যা শুধুমাত্র আপনি দেখতে পান।  অভিমান বুঝুন,অভিমান ভাংগান,মেয়েরা বেশি অভিমানি,তাদের অন্তর যে কোমল, কোমল অন্তর কে কোমল ভাবেই গুছিয়ে নিন। দেখবেন জীবন সুন্দর, সত্যি সুন্দর!  হ্যা,আপনার জীবন সঙ্গীনীর কথাই বলছি।  “যতটা ভালবাসলে আর সম্মান করলে আল্লাহর কাছে দূ’আর প্রতিটি অংশে আপনার সাথে শুধু দুনিয়াতেই নয় জান্নাতে,অনন্তকালের জান্নাতে থাকার তীব্র ইচ্ছা থাকে ততটা ভালবাসুন।  রবের নিকট যেন অভিযোগ নয় বরং অনুনয় থাকে আপনাকে নিয়ে,ততটাই ভালবাসুন।”  “প্রতি নিস্তব্ধ রাতে নামাজে আপনার স্ত্রী যেন কেদে উঠে আপনাকে পাওয়ার সৌভাগ্য, রবের নিকট কৃতজ্ঞ হয়ে কেদে উঠে আর বলে হে আল্লাহ,,,,আমার স্বামী তো উত্তম মুমিন””  ”স্ত্রীকে ভালোবাসুন…যখন সে কাঁদে!  তার কাছে কারণটা শুনুন, তাকে জড়িয়ে ধরে বলুন “সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লহ্। স্ত্রীকে ভালোবাসুন, যখন তার রান্না খারাপ হয়! কারণ, সে কিন্তু ঠিকই আপনার জন্য ভাল রান্নার চেষ্টা করেছে…  স্ত্রীকে ভালবাসুন যখন সে আপনার কাছে কথার ঝুড়ি নিয়ে বসে আপনাকে বিরক্ত করে, কারন আপনি ই একমাত্র তার আনন্দের উৎস।  “রাসুল(ﷺ) বলেছেনঃ ‘আমার কাছ থেকে মেয়েদের প্রতি সদাচারণ করার শিক্ষা গ্রহণ করো। কেননা, নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড়টাই সবচেয়ে বাঁকা। অতএব, তুমি যদি তা সোজা করতে চাও, তবে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। আর যদি ফেলে রাখো, তবে বাঁকা হতেই থাকবে। কাজেই মেয়েদের সাথে সদ্ব্যবহার করো।( বুখারী, মুসলিম,রিয়াদুস সলিহীন :: হাদিস ২৭৩)  তোমাদের মধ্য সেই ব্যাক্তি ই উত্তম যে তার স্ত্রী ও পরিবারের নিকট উত্তম।  স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব্ব::তার আর্থিক ও মানসিক চাহিদা পূরন করুন।  আপনার কাছে যেন হাত পেতে কিছু চাইতে না হয়। আপনি তার চাহিদা টা বুঝুন।অধিকাংশ মেয়েরা লাজুক প্রকৃতির হওয়ায় তারা তাদের চাহিদার কথা প্রকাশ করতে পারে না।না চাইতে তার প্রয়োজন টা বুঝে দেখুন সে কতটা খুশি হয়।  কাজ থেকে আসার সময় মাঝে মধ্যে তার জন্য ছোট -খাট উপহার নিয়ে আসুন।সে সারাদিন আপনার সংসার ও সন্তানদের পিছনে যত পরিশ্রম করেছে।সব কষ্ট এক নিমিষেই আপনার ছোট্ট উপহারটি ভুলিয়ে দেবে।  কী হল বুঝাতে পারলাম তো?  আপনার জীবন সঙ্গীকে ভালোবাসুন তার মন জয় করুন, দেখবেন সে আপনার সংসার টা কে একটা জান্নাত বানিয়ে রাখবে।  আপনার স্ত্রীকে আপনার জন্য চক্ষু শীতলকারী বানান, আর আপনি ও স্ত্রীর নিকট ওইরুপ হন। স্ত্রী আপনার নিকট আল্লাহর নেয়ামত ।।।  Tag-  স্ত্রীর মন জয় করবো কীভাবে ! স্ত্রীর রাগ ভাঙ্গাবো কেমন করে। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো।

ভূমিকাঃ- স্ত্রীকে কীভাবে ভালোবাসতে পারি , কীভাবে স্ত্রীকে ভালোবাসলে স্ত্রী আমার প্রতি খুশি থাকবে। সংসার জীবনে একমাত্র স্ত্রীই আপনার একান্ত আপন মানুষ , তাকে কখনো পর ভাবা মোটেও সম্ভব না । এক কথায় সে আপনার শরীরের অংশ। তাই আজকে স্ত্রীকে যেভাবে ভালোবাসবেন  এইসব বিষয়ে নিয়ে আজকের কন্টেন্টটি । 

তাহলে বিস্তারিত পড়ুনঃ- স্ত্রীর প্রতি ভালোবাসা

ভালোবাসুন, এমনভাবে ভালবাসুন যাতে ছেড়ে যাবার কথা ভাবলেই যেন অন্তর কেপে উঠে, যে ভালবাসার কমতি হলে নি:শ্বাস এ ঘাটতি হয়,অচল হয় সবকিছু।

এমনভাবে ভালবাসুন যাতে প্রতিটি মোনাজাতে থাকে বুক ভরা কৃতজ্ঞতা, চোখের জল আর সাথে থাকুক আপনার সাথে বেচে থাকার তীব্র আকাংখা।

আগলে রাখুন পরম মমতাভরে, হৃদয়ের অন্দরমহলে আগলে রাখুন খুব যত্নে।

স্বামী-স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ কুরআনে কারিমে আল্লাহ তাআলা তা ঘোষণা করেন- ‘তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ।’ (সূরা বাকারা : আয়াত ১৮৭)

আগলে রাখুন তার প্রতিটা কথা, তার প্রতিটা চোখের জল, আগলে রাখুন তার চঞ্চলতায় ভরা অন্তর,যা শুধুমাত্র আপনি দেখতে পান।

অভিমান বুঝুন,অভিমান ভাংগান,মেয়েরা বেশি অভিমানি,তাদের অন্তর যে কোমল, কোমল অন্তর কে কোমল ভাবেই গুছিয়ে নিন। দেখবেন জীবন সুন্দর, সত্যি সুন্দর!

হ্যা,আপনার জীবন সঙ্গীনীর কথাই বলছি।

“যতটা ভালবাসলে আর সম্মান করলে আল্লাহর কাছে দূ’আর প্রতিটি অংশে আপনার সাথে শুধু দুনিয়াতেই নয় জান্নাতে,অনন্তকালের জান্নাতে থাকার তীব্র ইচ্ছা থাকে ততটা ভালবাসুন।

রবের নিকট যেন অভিযোগ নয় বরং অনুনয় থাকে আপনাকে নিয়ে,ততটাই ভালবাসুন।”

“প্রতি নিস্তব্ধ রাতে নামাজে আপনার স্ত্রী যেন কেদে উঠে আপনাকে পাওয়ার সৌভাগ্য, রবের নিকট কৃতজ্ঞ হয়ে কেদে উঠে আর বলে হে আল্লাহ,,,,আমার স্বামী তো উত্তম মুমিন””

”স্ত্রীকে ভালোবাসুন…যখন সে কাঁদে!

তার কাছে কারণটা শুনুন, তাকে জড়িয়ে ধরে বলুন “সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লহ্। স্ত্রীকে ভালোবাসুন, যখন তার রান্না খারাপ হয়! কারণ, সে কিন্তু ঠিকই আপনার জন্য ভাল রান্নার চেষ্টা করেছে…

স্ত্রীকে ভালবাসুন যখন সে আপনার কাছে কথার ঝুড়ি নিয়ে বসে আপনাকে বিরক্ত করে, কারন আপনি ই একমাত্র তার আনন্দের উৎস।

“রাসুল(ﷺ) বলেছেনঃ ‘আমার কাছ থেকে মেয়েদের প্রতি সদাচারণ করার শিক্ষা গ্রহণ করো। কেননা, নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড়টাই সবচেয়ে বাঁকা। অতএব, তুমি যদি তা সোজা করতে চাও, তবে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। আর যদি ফেলে রাখো, তবে বাঁকা হতেই থাকবে। কাজেই মেয়েদের সাথে সদ্ব্যবহার করো।( বুখারী, মুসলিম,রিয়াদুস সলিহীন :: হাদিস ২৭৩)

তোমাদের মধ্য সেই ব্যাক্তি ই উত্তম যে তার স্ত্রী ও পরিবারের নিকট উত্তম।

স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব্ব::তার আর্থিক ও মানসিক চাহিদা পূরন করুন।

আপনার কাছে যেন হাত পেতে কিছু চাইতে না হয়। আপনি তার চাহিদা টা বুঝুন।অধিকাংশ মেয়েরা লাজুক প্রকৃতির হওয়ায় তারা তাদের চাহিদার কথা প্রকাশ করতে পারে না।না চাইতে তার প্রয়োজন টা বুঝে দেখুন সে কতটা খুশি হয়।

কাজ থেকে আসার সময় মাঝে মধ্যে তার জন্য ছোট -খাট উপহার নিয়ে আসুন।সে সারাদিন আপনার সংসার ও সন্তানদের পিছনে যত পরিশ্রম করেছে।সব কষ্ট এক নিমিষেই আপনার ছোট্ট উপহারটি ভুলিয়ে দেবে।

কী হল বুঝাতে পারলাম তো?

আপনার জীবন সঙ্গীকে ভালোবাসুন তার মন জয় করুন, দেখবেন সে আপনার সংসার টা কে একটা জান্নাত বানিয়ে রাখবে।

আপনার স্ত্রীকে আপনার জন্য চক্ষু শীতলকারী বানান, আর আপনি ও স্ত্রীর নিকট ওইরুপ হন। স্ত্রী আপনার নিকট আল্লাহর নেয়ামত ।।।

Tag-

স্ত্রীর মন জয় করবো কীভাবে ! স্ত্রীর রাগ ভাঙ্গাবো কেমন করে। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো।স্ত্রীর প্রতি ভালোবাসা।

Post a Comment

0 Comments