![]() |
| বামে আর্তুগ্রুল গাজী এবং ডানে ক্যাটরিনা কাইফ |
ভারতের মুম্বাইভিত্তিক চলচ্চিত্র শিল্প বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, তুরস্কের টিভি সিরিয়াল দিরিলিশ আরতুগ্রুল তার প্রিয় টিভি অনুষ্ঠান।
গত সপ্তাহে সহশিল্পী সালমান খানসহ তুরস্কের ইস্তাম্বুলে দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ নুরি এরসয়ের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
বলিউডের জনপ্রিয় অনস্ক্রিন জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ বর্তমানে নিজেদের আসন্ন 'টাইগার থ্রি' চলচ্চিত্রের শুটিংয়ের জন্য তুরস্কে অবস্থান করছেন।
সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করেছিলেন, তুরস্কের কোনো সিনেমা বা টিভি সিরিয়াল তারা দেখেছিলেন কি না।
জবাবে ক্যাটরিনা কাইফ বলেন, 'আর্তুগ্রুল আমার প্রিয় সিরিজ। আমি এর ৮৯টি পর্ব এখন পর্যন্ত দেখেছি। আমি এই শো প্রচণ্ড পছন্দ করি।'
এর জের ধরে সালমান খান বলেন, তার মাও দিরিলিশ এরতুগরুল পছন্দ করেন। তিনি প্রায় সময়ই তা দেখেন।
সূত্র : ট্রিবিউন পাকিস্তান
মোঃ হামিদুল ইসলামের কিছু কথাাঃ-
দিরিলিস আরতুগ্রুল গাজীর সিরিজ আজ সারা বিশ্বের মুসলিম, হিন্দু খৃষ্টান সহ প্রায় অধিকাংশ কোটি কোটি দর্শকরা দেখে আসছে । যারা এক পর্ব দেখেছে তারা তো এই সিরিজের প্রেমে পড়েছে । যেটা কে বলা হয় , ভালো লাগা। আর ভালো লাগা থেকেই তো প্রেমের উৎপত্তি হয় । প্রথম পর্ব যাদের ভালো লেগেছে তারা একের পর এক পর্ব দেখা শুরু করবে। এবং শেষ না করা অবধি দিরিলিস আরতুগ্রুল সিরিজের শেষে কী হচ্ছে একটা চিন্তা থেকেই যাবে।
এমনি করে মানুষ ধীরে ধীরে আর্তুগ্রুল সিরিজের প্রেমের পড়েছে , এবং নিয়মিত দেখে আসছে , একে অন্যের সাথে শেয়ার করছে , প্রমোট করছে।
আপনাদের প্রমোটের কারণেই অনেক দর্শকরা আজ আর্তুগ্রুল সিরিজ দেখছে।
আমার পেইজে আর্তুগ্রুল সিরিজ সহ কয়েকটি ইসলামীক সিরিজের সাবটাইটেল আছে দেখে আসবেন
Page:- Hamidul Islam Raju
আর্তুগ্রুল গাজীর জীবনী পড়তে নিচে ক্লিক করুন।
আর্তুগ্রুলের ছেলে উসমানের জীবনী



0 Comments