কবি সাজ্জাদ হোসেন ইমনের চমৎকার কিছু কবিতা ! Sazzad Hosen emon some poem

ভূমিকাঃ কবি সাজ্জাদ হোসেন ইমন জন্মগ্রহণ করেন সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি গোয়ালাবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও শাহজালাল সিটি কলেজ থেকে এইচ এস সি এবং সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স মাস্টার্স শেষ করেছেন। সাজ্জাদ হোসেন ইমন পড়াশোনার পাশাপাশি গল্প , কবিতা ও নৈতিকতা সম্পর্কে বিভিন্ন ব্লগসহ কবিদের নতুন ভূবন নামের ব্লগ সাইটে লেখালেখি করে গেছেন। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে অন্তর্ভুক্ত ছিলেন। তার কবিতা বলির মধ্যে রয়েছে, জীবন মানে,নারী বিপ্লব, একটি পুঁজিবাদী সমাজের গল্প, লেনাদেনা, বন্ধু, বৃষ্টি এলে অতীত আসে , অভিশপ্ত, ভালোবাসা ( কাল্পনিক), অপ্রিয় সত্য, আগে কাজ পরে কথা, লোভী, ঈদ, অসুস্থ ভালোবাসা। এখানে কবি সাজ্জাদ হোসেন ইমনের কবিতা গুলো সুন্দর করে আলোকপাত করা হলো।   কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "জীবন মানে" নিয়ে একটি কবিতা  জীবন মানে  কবি সাজ্জাদ হোসেন ইমন  জীবন মানে বুঝা অসম্ভব, এইত রোদ-বৃষ্টি।   কখনো হাসি- কান্না,অদ্ভুত রহস্যের সৃষ্টি।    জীবন মানে একটি অনিশ্চিত খেলার নাম।  জয়-পরাজয় থাকলেও এটি চিরন্তন বেদনার গান।   জীবন মানে এইত প্রেম-ভালোবাসা,সবকিছু বিসর্জন।   বেদনার অশ্রু নিয়ে, শেষ ঠিকানা কোনো এক নির্জন।    জীবন মানে স্বপ্নের সাম্রাজ্য, অসংখ্য চাহিদার বসবাস।   মৃত্যুর পরে ঐ রাজারও নাম হয়ে যায় লাশ।   সত্যিই জীবন মানে... আসলে জীবন মানে কী?  প্রথম থেকে শেষ পুরুষ, উত্তর মিলেনি!  আরো পড়ুনঃ- কবিতা রিক্তশূন্য মন   কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের " নারী বিপ্লব" নিয়ে একটি কবিতা  নারী বিপ্লব   লেখকঃ- সাজ্জাদ হোসেন ইমন   নারী তুমি জেগে উঠো,এখনো ঘুমিয়ে কেন?  তুমি কী কান্নার আওয়াজ শুনতে পাওনা?  অসংখ্য নারী শিশু ভূমিষ্ট হওয়ার আগেই কাঁদছে।   এখনো ঘুমিয়ে কেন? নারী তুমি জেগে উঠো,জেগে উঠো কালবৈশাখী ঝড়ের মত,সাইক্লোন হয়ে যাও,ভূমিকম্পের মত কাপিয়ে দাও নরপশুদের।    নারী তুমি নিরব কেন? ভাইয়ের না বলা চিৎকার তুমি শুনতে পারোনা?স্বামীর অসহায়ত্ব তুমি দেখোনা? নারী তুমি সহযোগী হও,ঝাপিয়ে পর আন্দোলনে।    বিশ্বাস করো তুমাদের একটি বিপ্লব পশুদের স্তব্ধ করে দিবে,সাহস করে বেরিয়ে যাও রাস্তায়,হাতে-হাত রেখে নেমে পর।   নারী তুমি কী জানো না? অধিকার আদায় করে নিতে হয়।   কী আশ্চর্য! এই বিপ্লবের যুগে এখনো তুমি নিরব!  হয়ত মরে যাও,না হয় মেরে ফেলো।হিংস্র হয়ে যাও এদের বিরুদ্ধে। গড়ে তুলো নতুন সংগ্রাম। নাম দাও নারী বিপ্লব......   আরো পড়ুনঃ- অবহেলিত কবিতা  কবিতাঃ- কবি সাজ্জাদ হোসেন ইমনের "একটি পুঁজিবাদী সমাজের গল্প" নিয়ে একটি কবিতা  একটি পুঁজিবাদী সমাজের গল্প   কবি সাজ্জাদ হোসেন ইমন  কৃষক সারাদিন ধান কাটে,ঘাম ঝরা পরিশ্রম করে।  একবেলা খায় অন্যবেলা মরে।   এদিকে কর্তা রহিম উল্লাহ,তিনবেলার হিসেব করে।এক বেলা মাংস দিয়ে,অন্যবেলা ইলিশ।  মুরগি-পুলাও রাতে খাবে,পাশে রাজকীয় বালিশ।   বেচারা শ্রমিক নুন আন্তে পান্তা ফুরায়।  ইয়া বড় পরিশ্রমের চিত্র আঁকে।    অন্যদিকে মালিক যিনি কথায় কথায় টাকা ছুড়ে,লাল-নীল স্বপ্ন দেখে।   যাদের জন্য ফসল ফলে,গড়ে উঠে অট্টালিকা।   তারা আজ অবহেলিত,খাবার নেই একবেলা।    অদ্ভুত এক সমাজ এটি,যাকে বলি পুঁজিবাদী।  কৃষক-শ্রমিকের ঘামের টাকায়,হয়ে যায় কোটিপতি!  আরো পড়ুনঃ- ভবিষ্যত প্রজন্ম   কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "জীবন মানে" নিয়ে একটি কবিতা  লেনাদেনা  কবি সাজ্জাদ হোসেন ইমন  জগৎটা বুঝা মুশকিল, চলে লেনাদেনা দিয়ে।  কনে আর বর এই নিয়মেই বিয়ে।   প্রতিবেশী বাসে ভালো,ভালোবাসে আপনজন  লেনাদেনা না থাকিলে, পর হয়ে যায় কতজন।   লোন আনতে লেনাদেনা, বিদেশ যেতেও প্রয়োজন   লেনাদেনা না থাকিলে খোঁজ রাখেনা প্রিয়জন।   ভালোবাসায়ও লেনাদেনা, প্রেমের বদলা প্রেম  একজাতের ভালোবাসা কঠিন একটা গেম   শুধু নেওয়া কিংবা দেওয়া এমন যদি হয়।  লেনাদেনা না থাকিলে নিশ্চিত পরাজয়।     জন্ম থেকে মৃত্যু, প্রথম থেকে শেষ।   লেনাদেনার জন্যই সকল পরিবেশ।   আরো পড়ুনঃ- কবিতা দুঃসময়ে ভালোবাসা   কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের " বন্ধু" নিয়ে একটি কবিতা  বন্ধু  লেখকঃ-সাজ্জাদ হোসেন ইমন  বন্ধু মানে হাসিখুশি, অনেক অভিমান।   বন্ধু মানে দেহের ভিতর আছে একটা জান।   বন্ধু মানে আড্ডা অনেক, চায়ে চুমুক দেওয়া।  বন্ধু মানে কষ্টের দিনে আশার আলো পাওয়া।   বন্ধু মানে এমন একজন,সবার চেয়ে আলাদা।  সবাইকে যা বলা যায়না,বন্ধুকে যায় বলা।   বন্ধু মানে বিপদের মুখে বড় এক আশা।  বন্ধু মানে ভিন্ন কিছু,ভিন্ন ভালোবাসা।    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "বৃষ্টি এলে অতীত আসে" নিয়ে একটি কবিতা   বৃষ্টি এলে অতীত আসে  কবি সাজ্জাদ হোসেন ইমন    বৃষ্টি হলে মনে পরে লুকোচুরির কথা।  হারিয়ে গেল সকল স্মৃতি মনে লাগে ব্যাথা।   ফুটবল খেলার মাঝে যখন পরে যেতাম আমি।  আঘাত দেখার সময় নাই খেলাই ছিল দামী।   বৃষ্টির দিনে ক্যারাম ছিল খুব ভালো সঙ্গী  বৃষ্টি হলে স্কুল পালানোর ধরতাম কত ভঙ্গী।   রূপকথার গল্প তখন শুনতে লাগত ভালো।  ভয়ের গল্প আসত যখন মুখ হয়ে যেত কালো।   গল্পের মাঝে মটরভাজা দারুণ লাগত খেতে।  বৃষ্টির দিনে সবাই মিলে আনন্দে উঠতাম মেতে।  আরো পড়ুনঃ- নিষ্ঠুর হৃদয় নিয়ে কবিতা   কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "অভিশপ্ত ভালোবাসা" নিয়ে একটি কবিতা   অভিশপ্ত ভালোবাসা (কাল্পনিক)   কবি সাজ্জাদ হোসেন ইমন  ভেবেছিলাম ভালোবাসায় শান্তি আছে,  খুব ভালোবেসেছিলাম তুমায়।  জ্বলেপুড়ে ছাড়খার হয়ে যাচ্ছি সেই ভালোবাসায়।   একদিন স্নিগ্ধ বিকালবেলা তুমি আমার কাধে মাথা রেখে,শক্ত করে হাত ধরে কি বলেছিলে মনে আছে?  এখনো মনে পরে সেই ভয়ংকর রাতের কথা, বলেছিলে মানুষ ভালোবাসায় বাঁচে ।   এইত বেশিদিন নয়,যেদিন তুমার জীবন-মরণ শুধু আমি ছিলাম।   জীবনের সব মূল্যবান সময় তুমায় দিয়েছি,বিনিময়ে চোখের অশ্রু আর অভিশপ্ত জীবন উপহার পেলাম।   তুমার কি মনে পরে শান্তপাড়ার সেই স্বপ্না ভাবি আমাদের দেখে বলতো,তোদের দারুণ মানাবে।  আজ আমি জ্বলন্ত আগ্নেয়গিরির মাঝখানে ছটফট করছি,তাকে গিয়ে এ কথা কে জানাবে?   সত্যিই ভালোবাসা বলতে এই মারণাস্ত্রের যুগে কিছুই নেই।এখানে আছে শুধু ভালোবাসার নামে মৃত্যুযন্ত্রণা, চোখেরজল আর অভিশপ্ত জীবন। ছিঃ ভালোবাসা ছিঃ  আরো পড়ুনঃ- একাকিত্ব জীবন নিয়ে কিছু কথা  কবিতাঃ- কবি সাজ্জাদ হোসেন ইমনের "অপ্রিয় সত্য" নিয়ে একটি কবিতা  অপ্রিয় সত্য  কবি সাজ্জাদ হোসেন ইমন  পড়তে বস, পড়তে বস বলে যেজন ভাই।  তাহার ঘরে গিয়ে দেখো পড়ার খবর নাই।   যেজন বলে মিথ্যা ছেড়ে, সত্যের পথ ধরো।  তাহার মুখে মিথ্যা কথা, থাকে বড় বড়।   শান্তির বাণী যেজন শোনায়, শান্তি   আনবে বলে।  অশান্তির নরক জ্বালায়,সে মোদের শান্ত করে ফেলে।   যেজন বলে ভুলিনাই,ভুলবনা কোনদিন।  ভুলের মাঝে অগ্রভাগে, সে থাকে চিরদিন।   যেজন বলে এগিয়ে যাও,পাশে আছি ভাই।  কাজের বেলায় তাকে আমরা, খুঁজিয়া নাহি পাই।   যেজন বলে ভালোবাসি, জীবনের চেয়েও বেশি।  নিজের হাতে বাজায় সে, মরণ বিষের বাশি।   কবিতাঃ- কবি সাজ্জাদ হোসেন ইমনের "আগে কাজ,পরে কথা" নিয়ে একটি কবিতা  আগে কাজ,পরে কথা  কবি সাজ্জাদ হোসেন ইমন   গনতন্ত্র আজ পণ্য বলে গণ্য করে যারা,  মানুষ সেটা বুঝতে পারেনা নিয়ন্ত্রণে আমলারা।    অধিকার আদায়ে বাহির থেকে হুংকার তুলে যারা,  ভিতরে তারা দুর্নীতিতে সবসময় সেরা।   সমাজ গঠন,দেশ সেবায় কথায় যাদের তীব্র গতি,  তাদের জন্যই গড়ে উঠে সমাজের সব অসঙ্গতি।    যারা বলে ঘুষ ভালো নয়, দেশের উন্নতি চাই,  তাদের কাছে গিয়ে দেখি ঘুষের পাহাড় ভাই।   যারা বলে অন্নহীনকে অন্ন দাও,পিপাসুদের পানি,  অন্নহীন আর পিপাসুরা তাদের কাছে গালি।   কাজ করে দেখাতে হবে,কথায় পরে আসবো,  কথার মাঝে আমরা নেই,কাজকে ভালোবাসবো।  কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "লোভী" নিয়ে একটি কবিতা  লোভী   কবি সাজ্জাদ হোসেন ইমন  আমি,তুমি, সবাই লোভী, এটা লোভের দুনিয়া,  লোভের জন্য আপনপর আমরা যাই ভুলিয়া   লোভের জন্য মিথ্যা কথা সত্যের মত লাগে,  ন্যায়-অন্যায় বাদ দিয়ে ভাবি লাভের কথা আগে।   অল্পকিছু লাভের জন্য পরের করি অনিষ্ট,   লোভের পিছে পরে আমরা হলাম আজ পথভ্রষ্ট।    লাভের পিছে শান্তি খুঁজি,শান্তি খুঁজি টাকায়,  আসল শান্তি টাকায় নয় ভাই,আছে ভালোবাসায়।   লোভের জন্য হত্যা করি,লাভের জন্য মরি,  শান্তির জন্য এ জগতে কিছু আমরা করি?   ধ্বংস হয়ে গেছে যারা,সবাই ছিল লোভি,  লোভের পথ বাদ দিয়ে হও মানবতার কবি।   কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "ঈদ" নিয়ে একটি কবিতা  ঈদকবি সাজ্জাদ হোসেন ইমন  ঈদ মানে হাসিখুশি,ঈদ মানে  ভালোবাসা।  দুঃখ-কষ্ট সব ভুলে, ধনী -গরীব কাছে আসা।   ঈদ মানে সবাই সমান,কোনো ভেদাভেদ নাই।  ডাক্তার-মাস্টার, কৃষক-জেলে সবাই আমরা ভাই।   ঈদ মানে সম্প্রীতি, সুন্দর একটি বন্ধন।  সবদিকে উৎসব চলে,প্রাণে লাগে স্পন্দন।    ঈদ মানে এতিম শিশুর সেরা একটি দিন।  সর্বহারা এতিমখানায় উৎসবে রঙিন।    ঈদ মানে ঘুরতে যাওয়া,যত ইচ্ছা ঘুরাফেরা।  বড়দের সালাম করে,কৌশলে সালামী নেওয়া।   ঈদ মানে রঙিন পোষাক,রঙিন সাজে সাজা।  খাওয়াদাওয়া ইচ্ছেমত, নেই যে কোনো বাধা।   ঈদ মানে ঈদগায়ে যাওয়া, একসাথে নামাজ পড়া।  আল্লাহর কাছে সবাই মিলে,গুনাহ মাফ চাওয়া   কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "অসুস্থ ভালোবাসা" নিয়ে একটি কবিতা  অসুস্থ ভালোবাসা   কবি সাজ্জাদ হোসেন ইমন  ভালোবাসা বন্দী আজ দৃষ্টিভঙ্গির কাছে  লাইলী-মজনু মানেই আজ ভালোবাসা বুঝে   পিতার প্রতি ভালোবাসা বুঝতে নাহি চায়  ভালোবাসার সুভাস নিতে নারীর কাছে যায়   মাতার প্রতি ভালোবাসা মহামূল্যবান   এই কথাটি বুঝতে চায়না অবাধ্য সন্তান    ভাইয়ের প্রতি ভালোবাসা অন্যরকম হয়  নারীর সঙ্গ পেয়ে সেজন ভুলের মাঝেই রয়   বোনের প্রতি ভালোবাসা পবিত্র বন্ধন   এসবকিছু বাদ দিয়ে চায় নারীর আলিঙ্গন    ভালোবাসা এখন শুধু জৈবিক চাহিদা  ভালোবাসার অর্থ আজ পাইনা খুঁজিয়া!
সাজ্জাদ হোসেন ইমনের কিছু কবিতা

ভূমিকাঃ কবি সাজ্জাদ হোসেন ইমন জন্মগ্রহণ করেন সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও সিলেট শাহজালাল সিটি কলেজ থেকে এইচ এস সি এবং সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স মাস্টার্স শেষ করেছেন। সাজ্জাদ হোসেন ইমন পড়াশোনার পাশাপাশি গল্প , কবিতা ও নৈতিকতা সম্পর্কে বিভিন্ন ব্লগসহ কবিদের নতুন ভূবন নামের ব্লগ সাইটে লেখালেখি করে গেছেন। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে অন্তর্ভুক্ত ছিলেন। তার কবিতা বলির মধ্যে রয়েছে, জীবন মানে,নারী বিপ্লব, একটি পুঁজিবাদী সমাজের গল্প, লেনাদেনা, বন্ধু, বৃষ্টি এলে অতীত আসে , অভিশপ্ত, ভালোবাসা ( কাল্পনিক), অপ্রিয় সত্য, আগে কাজ পরে কথা, লোভী, ঈদ, অসুস্থ ভালোবাসা। এখানে কবি সাজ্জাদ হোসেন ইমনের কবিতা গুলো সুন্দর করে আলোকপাত করা হলো। 

    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "জীবন মানে" নিয়ে একটি কবিতা

    জীবন মানে

    কবি সাজ্জাদ হোসেন ইমন

    জীবন মানে বুঝা অসম্ভব, এইত রোদ-বৃষ্টি। 

    কখনো হাসি- কান্না,অদ্ভুত রহস্যের সৃষ্টি। 


    জীবন মানে একটি অনিশ্চিত খেলার নাম।

    জয়-পরাজয় থাকলেও এটি চিরন্তন বেদনার গান।


    জীবন মানে এইত প্রেম-ভালোবাসা,সবকিছু বিসর্জন। 

    বেদনার অশ্রু নিয়ে, শেষ ঠিকানা কোনো এক নির্জন। 


    জীবন মানে স্বপ্নের সাম্রাজ্য, অসংখ্য চাহিদার বসবাস। 

    মৃত্যুর পরে ঐ রাজারও নাম হয়ে যায় লাশ।


    সত্যিই জীবন মানে... আসলে জীবন মানে কী?

    প্রথম থেকে শেষ পুরুষ, উত্তর মিলেনি!

    আরো পড়ুনঃ- কবিতা রিক্তশূন্য মন 

    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের " নারী বিপ্লব" নিয়ে একটি কবিতা

    নারী বিপ্লব 

    লেখকঃ- সাজ্জাদ হোসেন ইমন


    নারী তুমি জেগে উঠো,এখনো ঘুমিয়ে কেন?

    তুমি কী কান্নার আওয়াজ শুনতে পাওনা?

    অসংখ্য নারী শিশু ভূমিষ্ট হওয়ার আগেই কাঁদছে।

    এখনো ঘুমিয়ে কেন? নারী তুমি জেগে উঠো,জেগে উঠো কালবৈশাখী ঝড়ের মত,সাইক্লোন হয়ে যাও,ভূমিকম্পের মত কাপিয়ে দাও নরপশুদের। 


    নারী তুমি নিরব কেন? ভাইয়ের না বলা চিৎকার তুমি শুনতে পারোনা?স্বামীর অসহায়ত্ব তুমি দেখোনা? নারী তুমি সহযোগী হও,ঝাপিয়ে পর আন্দোলনে। 


    বিশ্বাস করো তুমাদের একটি বিপ্লব পশুদের স্তব্ধ করে দিবে,সাহস করে বেরিয়ে যাও রাস্তায়,হাতে-হাত রেখে নেমে পর।


    নারী তুমি কী জানো না? অধিকার আদায় করে নিতে হয়।


    কী আশ্চর্য! এই বিপ্লবের যুগে এখনো তুমি নিরব!

    হয়ত মরে যাও,না হয় মেরে ফেলো।হিংস্র হয়ে যাও এদের বিরুদ্ধে। গড়ে তুলো নতুন সংগ্রাম। নাম দাও নারী বিপ্লব...... 

    আরো পড়ুনঃ- অবহেলিত কবিতা

    কবিতাঃ- কবি সাজ্জাদ হোসেন ইমনের "একটি পুঁজিবাদী সমাজের গল্প" নিয়ে একটি কবিতা

    একটি পুঁজিবাদী সমাজের গল্প

     কবি সাজ্জাদ হোসেন ইমন

    কৃষক সারাদিন ধান কাটে,ঘাম ঝরা পরিশ্রম করে।

    একবেলা খায় অন্যবেলা মরে।


    এদিকে কর্তা রহিম উল্লাহ,তিনবেলার হিসেব করে।এক বেলা মাংস দিয়ে,অন্যবেলা ইলিশ।

    মুরগি-পুলাও রাতে খাবে,পাশে রাজকীয় বালিশ।

    বেচারা শ্রমিক নুন আন্তে পান্তা ফুরায়।

    ইয়া বড় পরিশ্রমের চিত্র আঁকে। 


    অন্যদিকে মালিক যিনি কথায় কথায় টাকা ছুড়ে,লাল-নীল স্বপ্ন দেখে।


    যাদের জন্য ফসল ফলে,গড়ে উঠে অট্টালিকা। 

    তারা আজ অবহেলিত,খাবার নেই একবেলা। 


    অদ্ভুত এক সমাজ এটি,যাকে বলি পুঁজিবাদী।

    কৃষক-শ্রমিকের ঘামের টাকায়,হয়ে যায় কোটিপতি!

    আরো পড়ুনঃ- ভবিষ্যত প্রজন্ম 

    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "জীবন মানে" নিয়ে একটি কবিতা

    লেনাদেনা

    কবি সাজ্জাদ হোসেন ইমন

    জগৎটা বুঝা মুশকিল, চলে লেনাদেনা দিয়ে।

    কনে আর বর এই নিয়মেই বিয়ে।


    প্রতিবেশী বাসে ভালো,ভালোবাসে আপনজন

    লেনাদেনা না থাকিলে, পর হয়ে যায় কতজন।


    লোন আনতে লেনাদেনা, বিদেশ যেতেও প্রয়োজন 

    লেনাদেনা না থাকিলে খোঁজ রাখেনা প্রিয়জন।


    ভালোবাসায়ও লেনাদেনা, প্রেমের বদলা প্রেম

    একজাতের ভালোবাসা কঠিন একটা গেম

    শুধু নেওয়া কিংবা দেওয়া এমন যদি হয়।

    লেনাদেনা না থাকিলে নিশ্চিত পরাজয়। 


     জন্ম থেকে মৃত্যু, প্রথম থেকে শেষ। 

    লেনাদেনার জন্যই সকল পরিবেশ। 

    আরো পড়ুনঃ- কবিতা দুঃসময়ে ভালোবাসা 

    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের " বন্ধু" নিয়ে একটি কবিতা

    বন্ধু

    লেখকঃ-সাজ্জাদ হোসেন ইমন

    বন্ধু মানে হাসিখুশি, অনেক অভিমান। 

    বন্ধু মানে দেহের ভিতর আছে একটা জান।


    বন্ধু মানে আড্ডা অনেক, চায়ে চুমুক দেওয়া।

    বন্ধু মানে কষ্টের দিনে আশার আলো পাওয়া।


    বন্ধু মানে এমন একজন,সবার চেয়ে আলাদা।

    সবাইকে যা বলা যায়না,বন্ধুকে যায় বলা।

    বন্ধু মানে বিপদের মুখে বড় এক আশা।

    বন্ধু মানে ভিন্ন কিছু,ভিন্ন ভালোবাসা। 

    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "বৃষ্টি এলে অতীত আসে" নিয়ে একটি কবিতা

    বৃষ্টি এলে অতীত আসে

    কবি সাজ্জাদ হোসেন ইমন 


    বৃষ্টি হলে মনে পরে লুকোচুরির কথা।

    হারিয়ে গেল সকল স্মৃতি মনে লাগে ব্যাথা।


    ফুটবল খেলার মাঝে যখন পরে যেতাম আমি।

    আঘাত দেখার সময় নাই খেলাই ছিল দামী।


    বৃষ্টির দিনে ক্যারাম ছিল খুব ভালো সঙ্গী

    বৃষ্টি হলে স্কুল পালানোর ধরতাম কত ভঙ্গী।


    রূপকথার গল্প তখন শুনতে লাগত ভালো।

    ভয়ের গল্প আসত যখন মুখ হয়ে যেত কালো।


    গল্পের মাঝে মটরভাজা দারুণ লাগত খেতে।

    বৃষ্টির দিনে সবাই মিলে আনন্দে উঠতাম মেতে।

    আরো পড়ুনঃ- নিষ্ঠুর হৃদয় নিয়ে কবিতা 

    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "অভিশপ্ত ভালোবাসা" নিয়ে একটি কবিতা 

    অভিশপ্ত ভালোবাসা (কাল্পনিক) 

    কবি সাজ্জাদ হোসেন ইমন

    ভেবেছিলাম ভালোবাসায় শান্তি আছে,

    খুব ভালোবেসেছিলাম তুমায়।

    জ্বলেপুড়ে ছাড়খার হয়ে যাচ্ছি সেই ভালোবাসায়।


    একদিন স্নিগ্ধ বিকালবেলা তুমি আমার কাধে মাথা রেখে,শক্ত করে হাত ধরে কি বলেছিলে মনে আছে?

    এখনো মনে পরে সেই ভয়ংকর রাতের কথা, বলেছিলে মানুষ ভালোবাসায় বাঁচে ।


    এইত বেশিদিন নয়,যেদিন তুমার জীবন-মরণ শুধু আমি ছিলাম।


    জীবনের সব মূল্যবান সময় তুমায় দিয়েছি,বিনিময়ে চোখের অশ্রু আর অভিশপ্ত জীবন উপহার পেলাম।


    তুমার কি মনে পরে শান্তপাড়ার সেই স্বপ্না ভাবি আমাদের দেখে বলতো,তোদের দারুণ মানাবে।

    আজ আমি জ্বলন্ত আগ্নেয়গিরির মাঝখানে ছটফট করছি,তাকে গিয়ে এ কথা কে জানাবে?

    সত্যিই ভালোবাসা বলতে এই মারণাস্ত্রের যুগে কিছুই নেই।এখানে আছে শুধু ভালোবাসার নামে মৃত্যুযন্ত্রণা, চোখেরজল আর অভিশপ্ত জীবন। ছিঃ ভালোবাসা ছিঃ

    আরো পড়ুনঃ- একাকিত্ব জীবন নিয়ে কিছু কথা

    কবিতাঃ- কবি সাজ্জাদ হোসেন ইমনের "অপ্রিয় সত্য" নিয়ে একটি কবিতা

    অপ্রিয় সত্য

    কবি সাজ্জাদ হোসেন ইমন

    পড়তে বস, পড়তে বস বলে যেজন ভাই।

    তাহার ঘরে গিয়ে দেখো পড়ার খবর নাই।


    যেজন বলে মিথ্যা ছেড়ে, সত্যের পথ ধরো।

    তাহার মুখে মিথ্যা কথা, থাকে বড় বড়।


    শান্তির বাণী যেজন শোনায়, শান্তি

     আনবে বলে।

    অশান্তির নরক জ্বালায়,সে মোদের শান্ত করে ফেলে।


    যেজন বলে ভুলিনাই,ভুলবনা কোনদিন।

    ভুলের মাঝে অগ্রভাগে, সে থাকে চিরদিন।


    যেজন বলে এগিয়ে যাও,পাশে আছি ভাই।

    কাজের বেলায় তাকে আমরা, খুঁজিয়া নাহি পাই।


    যেজন বলে ভালোবাসি, জীবনের চেয়েও বেশি।

    নিজের হাতে বাজায় সে, মরণ বিষের বাশি।

    কবিতাঃ- কবি সাজ্জাদ হোসেন ইমনের "আগে কাজ,পরে কথা" নিয়ে একটি কবিতা

    আগে কাজ,পরে কথা

    কবি সাজ্জাদ হোসেন ইমন 

    গনতন্ত্র আজ পণ্য বলে গণ্য করে যারা,

    মানুষ সেটা বুঝতে পারেনা নিয়ন্ত্রণে আমলারা। 


    অধিকার আদায়ে বাহির থেকে হুংকার তুলে যারা,

    ভিতরে তারা দুর্নীতিতে সবসময় সেরা।


    সমাজ গঠন,দেশ সেবায় কথায় যাদের তীব্র গতি,

    তাদের জন্যই গড়ে উঠে সমাজের সব অসঙ্গতি। 


    যারা বলে ঘুষ ভালো নয়, দেশের উন্নতি চাই,

    তাদের কাছে গিয়ে দেখি ঘুষের পাহাড় ভাই।


    যারা বলে অন্নহীনকে অন্ন দাও,পিপাসুদের পানি,

    অন্নহীন আর পিপাসুরা তাদের কাছে গালি।


    কাজ করে দেখাতে হবে,কথায় পরে আসবো,

    কথার মাঝে আমরা নেই,কাজকে ভালোবাসবো।

    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "লোভী" নিয়ে একটি কবিতা

    লোভী 

    কবি সাজ্জাদ হোসেন ইমন

    আমি,তুমি, সবাই লোভী, এটা লোভের দুনিয়া,

    লোভের জন্য আপনপর আমরা যাই ভুলিয়া


    লোভের জন্য মিথ্যা কথা সত্যের মত লাগে,

    ন্যায়-অন্যায় বাদ দিয়ে ভাবি লাভের কথা আগে।


    অল্পকিছু লাভের জন্য পরের করি অনিষ্ট, 

    লোভের পিছে পরে আমরা হলাম আজ পথভ্রষ্ট। 


    লাভের পিছে শান্তি খুঁজি,শান্তি খুঁজি টাকায়,

    আসল শান্তি টাকায় নয় ভাই,আছে ভালোবাসায়।


    লোভের জন্য হত্যা করি,লাভের জন্য মরি,

    শান্তির জন্য এ জগতে কিছু আমরা করি?


    ধ্বংস হয়ে গেছে যারা,সবাই ছিল লোভি,

    লোভের পথ বাদ দিয়ে হও মানবতার কবি।


    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "ঈদ" নিয়ে একটি কবিতা

    ঈদ

    কবি সাজ্জাদ হোসেন ইমন

    ঈদ মানে হাসিখুশি,ঈদ মানে

    ভালোবাসা।

    দুঃখ-কষ্ট সব ভুলে, ধনী -গরীব কাছে আসা।


    ঈদ মানে সবাই সমান,কোনো ভেদাভেদ নাই।

    ডাক্তার-মাস্টার, কৃষক-জেলে সবাই আমরা ভাই।


    ঈদ মানে সম্প্রীতি, সুন্দর একটি বন্ধন।

    সবদিকে উৎসব চলে,প্রাণে লাগে স্পন্দন। 


    ঈদ মানে এতিম শিশুর সেরা একটি দিন।

    সর্বহারা এতিমখানায় উৎসবে রঙিন। 


    ঈদ মানে ঘুরতে যাওয়া,যত ইচ্ছা ঘুরাফেরা।

    বড়দের সালাম করে,কৌশলে সালামী নেওয়া।

    ঈদ মানে রঙিন পোষাক,রঙিন সাজে সাজা।

    খাওয়াদাওয়া ইচ্ছেমত, নেই যে কোনো বাধা।


    ঈদ মানে ঈদগায়ে যাওয়া, একসাথে নামাজ পড়া।

    আল্লাহর কাছে সবাই মিলে,গুনাহ মাফ চাওয়া


    কবিতাঃ কবি সাজ্জাদ হোসেন ইমনের "অসুস্থ ভালোবাসা" নিয়ে একটি কবিতা

    অসুস্থ ভালোবাসা 

    কবি সাজ্জাদ হোসেন ইমন

    ভালোবাসা বন্দী আজ দৃষ্টিভঙ্গির কাছে

    লাইলী-মজনু মানেই আজ ভালোবাসা বুঝে


    পিতার প্রতি ভালোবাসা বুঝতে নাহি চায়

    ভালোবাসার সুভাস নিতে নারীর কাছে যায়


    মাতার প্রতি ভালোবাসা মহামূল্যবান 

    এই কথাটি বুঝতে চায়না অবাধ্য সন্তান 


    ভাইয়ের প্রতি ভালোবাসা অন্যরকম হয়

    নারীর সঙ্গ পেয়ে সেজন ভুলের মাঝেই রয়


    বোনের প্রতি ভালোবাসা পবিত্র বন্ধন 

    এসবকিছু বাদ দিয়ে চায় নারীর আলিঙ্গন 


    ভালোবাসা এখন শুধু জৈবিক চাহিদা

    ভালোবাসার অর্থ আজ পাইনা খুঁজিয়া!

    উপসংহারঃ- কবি সাজ্জাদ হোসেন ইমনের অসাধারণ কবিতা গুলো এতক্ষণ পাঠ করলাম আরো পড়তে হলে নিচের লিঙ্কে কিছু নতুন কবিতা গুলো পড়ুন।  

    আমার পেইজটি ফলো করে সঙ্গে থাকুুন ।

    Post a Comment

    0 Comments