কবিতা:  ভবিষ্যত প্রজন্ম  কবি মোঃ হামিদুল ইসলাম রাজু ।

কবিতা:  ভবিষ্যত প্রজন্ম 
কবি মোঃ হামিদুল ইসলাম রাজু

চব্বিশ বছর করেছে শোষণ পাকবাহিনী,
বই পুস্তকে পড়েছি যত শুনেছি তত কাহিনী।

 মোরা নির্যাতিত, মোরা নিপীড়িত হয়েছি আরো ঘৃণিত, 
 নির্লজ্জের মতো নিরুপায় মা বোনকে করেছে অপমানিত।

ছালাম রফিক ভাষার জন্য  অকাতরে বাজি রাখল প্রাণ,
তাইতো সবুজ ঘাসের উপর লেগে আছে রক্তের ঘ্রাণ।

প্রতিবাদে প্রতিরোধে গর্জে উঠল সবি,
শেষমেষ পূর্ব দিগন্তে হেসে উঠল রবি।

ভয় নেই ,নেই কোনো সংশয়,
পাকি-দের বিরুদ্ধে হয়েছি মোরা অকুতোভয়।

রক্ত দিয়েছি  জীবন দিয়েছি ,বিক্রি করিনি দেশ
তাইতো পেয়েছি রক্তকেনা স্বাধীন বাংলাদেশ। 

মোরা স্বাধীন, হবো কেনো পরাধীন?
নিঃশ্বাস চলে গেলেও হবো না কারো অধীন।

  টিকিয়ে রাখবো সংস্কৃতি, দুর করব দুর্নীতি
উড়িয়ে দিবো মোদের দেশের অন্ধ  রাজনীতি।

স্বাধীন দেশে কেমন নীতি, চলছে রোজই হানাহানি
শ্রমিক ভাইয়ের রক্ত চোষে নেতারা  করছে শয়তানি।

ডিজিটাল দেশের নতুন প্রথা , অজ্ঞ  লোকেরা  হয়েছে নেতা।
নিত্যদিনই প্রচার করছে অবিশ্বাস্য কথা।

গোটা দেশে অর্থের নেশা, ধান্ধাবাজদের চরম পেশা 
বর্তমান প্রজন্ম  দীক্ষিত হবে কেমন করবে আশা?

এতিম বিকলাঙ্গ-দের  আরাম আয়েশ, সব করলি তোরা শেষ
কৃতকর্মের বিচার হলেই হয়ে যাবে নিঃশেষ।

তোরা দারিদ্রদ্রোহি , তোরাই তো আবার দেশাদ্রোহী
তোদেরকে উৎখাত করার জন্য ভবিষ্যত প্রজন্ম হবে বিদ্রোহী

গর্জে উঠলে ছাত্র সবাই বায়ান্নোর মতো,  
অর্থের মোহে অন্ধ যারা দেশ পালাবে কতো।

হওয়া যায় না অর্থ ক্ষমতা শক্তির জোরে খ্যাত,
সাধনা করে অধ্যবসায়ী হয়ে সৎকর্মের গুণেই হবে বিখ্যাত।

আমৃত্যু পেয়েছেন  সম্মান, জাতির কাছে হয়েছেন কীর্তিমান 
 ইতিহাসে চিরস্বরণীয় বিলগেটস গান্ধী শেখ মুজিবুর রহমান।

মুখে  মুখে একই নাম, আজীবন   শোষণের বিরুদ্ধে করেছেন সংগ্রাম
মোরা ভুলবো কিরে হায় চতুর্দিকে পরিব্যাপ্ত তাদের এতো সুনাম।

মোরা হই গর্বিত,  মহাজ্ঞানীদের আদর্শ অনুসরণ করে হই উজ্জীবিত
সৎকর্মের ফলে মৃত্যুর পরও মোরা হবো গুণান্বিত।

এসো হে অঙ্গীকার করি,,,,,

বীরের মতো থাকবো,
মরতে হলে মরবো।
শত্রুকে মোরা চিনবো,
প্রাণ পনে লড়বো।
মাথা উচু করে দাড়াবো,
বিজয়ের নিশান উড়াবো।

প্রকাশকাল: 30/01/2017

Post a Comment

0 Comments