কারো প্রয়োজনে ব্যবহৃত হয়েছি আবার কারো কারো কষ্টের সময় নিজেকে ঢাল হিসেবে সপে দিয়েছি | কষ্টের কথা|

কারো প্রয়োজনে ব্যবহৃত হয়েছি আবার কারো কারো কষ্টের সময় নিজেকে ঢাল হিসেবে সপে দিয়েছি | কষ্টের কথা|
কষ্টের অনুভুতি

কষ্টের অনুভুতি | কষ্টের কথা | কষ্টের স্ট্যাটাস | কষ্টের সময় ধৈর্য্য ধরার গল্প |

বালিশে মাথা রাখছি আর ভাবছি !

 আহা জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো ইনবক্স ঘাটাঘাটি নিয়ে ব্যস্ত ছিলাম! আশে পাশে বন্ধুদের সঙ্গে সময় না কাটিয়ে অনলাইনের বন্ধুদের কে প্রাধান্য দিয়েছি, কতো হাজারো কথা বলেছি, কারো প্রয়োজনে ব্যবহৃত হয়েছি আবার কারো কারো কষ্টের সময় নিজেকে ঢাল হিসেবে সপে দিয়েছি। নিজের জন্য এতোটা চিন্তা করিনি যতটা চিন্তা করেছি অন্যকে নিয়ে। অন্যকে সুখে দেখবো বলে নিজের সুখের কথাই ভুলে গিয়েছিলাম। 

কেউ হারিয়ে যাচ্ছে আবারো কেউ আসছে, দুঃখের কথা বলছে, আমিও দুঃখী মানুষের সাথী হয়েছি, দুঃখ গুলো ভাগ করে নিয়েছি: আমার দুঃখ গুলো শুনার পূর্বেই আমাকে একাকি গহীন বনে ফেলে রেখে চলে গেছে, প্রতিবারই নিজেকে কোনোভাবে দ্বার করিয়ে নিয়েছি, দুঃখ গুলো ভুলে গিয়ে হাসি মুখে দৈনন্দিন জীবন পার করেছি। আর এভাবেই কেউ না কেউ আসে কিছুদিন কথা বলেছি তারপর সেও নিরবে নিভৃতে হারিয়ে যায় অজানা পথে। 

মাঝে মাঝে হার্টবিট প্রচন্ড গতিতে ছোটাছুটি করতো, বুকের বা পাশে নিবিড়ভাবে ব্যাথা অনুভুত হতো। রাতের বেলা মশ্চক্ষে ফুটে উটতো কত হাজারো কথা আর কিছু নিবিড় স্মৃতি, আজ থেকে তিন বছর পূর্বে কতো আবেগ অনুভূতি নিয়ে প্রিয়জন হয়ে মেসেঞ্জারের chat করেছি , কতো হাসিয়েছি কাদিয়েছি কতো কথা ,কবিতা লিখেছি আজ মেসেঞ্জারে লেখা পড়ে আছে কিন্তু অন্য পাশের মানুষ গুলো আর নেই ! গ্রীণ বাতি আর তো জ্বলে না ( হয়তো বিয়ে)

 রাতদিন এক করে এতো অপেক্ষার প্রহর গুনেছি, মোবাইলের ডিসপ্লের দিকে সারাক্ষণই মন থাকতো, এক মুহুর্তের জন্য মনটা ক্লান্ত হতো না। কী পেলাম জীবনে, সত্যিই আমি কিছুই পাইনি। এ ছোট্ট জীবনে অনেক প্রিয়জনকে হারিয়েছি, আরো হারিয়েছি জীবনের শ্রেষ্ট সম্পদ "সময়" যা আর কখনো ফিরে পাবো না। কিন্তু কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়ে অমানুষ গুলোর কার্যকলাপ বুঝতে পেরেছি, সময়ের ব্যাবধানে পরিবর্তনশীল মনের সঙ্গে পরিচিত হয়েছি । 

 অন্ধকার গভীর রজনীতে ডুবে ছিলাম বলে আলোর সন্ধান খুজে পায় নি। মায়ার মোহে অন্ধ ছিলাম বলে বিবেকহীন হয়ে পড়েছিলাম। বুঝতে পেরেছি জীবনে কেউ থাকুক বা না থাকুক কষ্টের স্মৃতি গুলো থাকবে আর সারাজীবন তাড়া করে বেড়াবে, এক নিমিষের জন্য আর ভালো থাকা হবে না।

 বি দ্রঃ মিছে মায়া থেকে যতটা দুরে নিজেকে রাখবেন ততটা নিজের জন্য পারফেক্ট! হয়তো পারবেন না ! চেষ্টা করতে হবে ! জীবন আপনার। আপনাকেই গড়ে তুলতে হবে উত্তম রুপে।

লেখাঃ- মোঃ হামিদুল ইসলাম রাজু 

কষ্টের স্ট্যাটাস | কষ্টের সময় ধৈর্য্য ধরার গল্প | কষ্টের কথা বলবো সবাইকে | কষ্টকে থেকে কীভাবে বাঁচবেন।

উপসংহারঃ- কষ্ট মানুষের চিরস্থায়ী থাকে না, ক্ষণিক সময়ের কষ্টে যে ঠিকে থাকতেই পারে , সেই জীবনে সফল হবে, কষ্টের সময় ধৈর্য্য ধরতে হবে , কষ্টের সম্ই আল্লাহকে ডাকতে হবে ,কষ্ট নিয়ে আরো কিছু আর্টিকেল আছে পড়তে পারেন

আমার পেইজটি ফলো করে সঙ্গে থাকুুন ।

Post a Comment

0 Comments