কবিতাঃ দুঃসময়ে ভালোবাসা । কবি মোঃ হামিদুল ইসলাম রাজু।


 কবিতাঃ দুঃসময়ে ভালোবাসা

কবি মোঃ হামিদুল ইসলাম রাজু।


একটা কাঙ্খিত স্বপ্ন নিয়ে বেচে আছি

রঙ্গিন পৃথিবী স্বযত্নে সাজাবো বলে। 

কষ্ট বিবর্ণ মন নিয়ে পথ চেয়ে আছি

তোমাকে সারাজীবন আপন করে পাবো বলে।


মুক্ত আকাশে পাখি হয়ে ছুটে  বেড়িয়েছি

তোমার  এক পলকের  দর্শন পাবো বলে।

ফুলের সুঘ্রাণে অশান্ত মন নিয়ে প্রহর গুনেছি

তোমার উন্মুক্ত হাতের সুঘ্রাণ পাবো বলে।


 চাঁদের দিকে  তাকিয়ে  সারারাত কাটিয়েছি।

তোমার মুখের স্বর্গীয় হাসি দেখবো বলে ।

সূর্যের  তীব্র আলোয়  নিজেকে  কষ্ট দিয়েছি।

তোমাকে  কষ্ট যন্ত্রণা দিয়েছি বলে।


ফুলের সুঘ্রাণে সুবাসিত হয়ে যায় নিষ্টুর নির্দয় মন,

অক্লান্ত হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে  প্রতিক্ষণ।

তুমি এক মুহুর্তের জন্য  ভাবোনি ক্ষণিক্ষণ।

তারপরও  আমার ভাবনায় তুমি মিশে আছো সারাক্ষণ।


প্রতিবারই  ফিরেছি আমি তোমারই  জীবনে,

রীতিমত অবহেলা করেছো ফিরোনি তুমি  আমার সনে।

সইতে হয়েছে  দুঃখ কষ্ট আর লাঞ্চণা, 

জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি  মেনে নিয়েছি তোমার সব যন্ত্রণা।


প্রকাশকালঃ ২৪/০৮/২০২০ ইংরেজী। 



Post a Comment

0 Comments