কষ্টহীন এক মানুষ
লেখা মোঃ হামিদুল ইসলাম রাজুআমি মাঝে মাঝে নিজেকে কষ্টহীন এক মানুষ বলি।আসলে আমি কিন্তু really কষ্টহীন।
কারণ আমায় কেউ আঘাত করলেও সেটার কোনো কষ্ট আমার মাঝে থাকে না।
আমি হয়তোবা তখন কিছুটা মন খারাপ করি...
যদিও অধিকাংশ ক্ষেত্রে তাও করতে পারিনা,
বরং অন্যদের কাছে ‘আমার মেজাজ খারাপ’ বলে মনে হয়। আমি আসলে বোধ হয় পাথরের মতো,
তাই এক ক্ষেত্রে সবার জন্য বেশ সুবিধা-ই আছে, ইচ্ছেমতো আঘাত করা যায়....no problem,
আমি এক সময় তা ভুলেই যাবো।
কিন্তু সমস্যা হলো, অনেক সময় আমার মনে হয়,
সেই পাথরের আঘাত না বোঝা গেলেও, কোথায় যেনো খুব সুক্ষ এক দাগ থেকে যায়...যেটা খুব অস্পষ্ট....
বোঝা যায় না...কিন্তু আবছা এক অনিশ্চিত প্রতিবিম্ব দেখা যায়...নিজের কাছে। আমার কষ্টহীনতা-টা কেমন?
যেমন, কেউ আমায় একটু কষ্ট দিলো; আমার হয়তো-বা সেটার জন্য প্রথম প্রথম একটু মন খারাপ থাকে,
কিন্তু ওই অবস্তায় যখন আমি আকাশের দিকে তাকাই, একটু জোরে দীর্ঘশ্বাস ফেলি, কিংবা দুরন্ত গতিতে চলতে থাকা গতিময় জীবনের চিত্র দেখি, তখন সব ভুলে যাই; হয়তো-বা কিছু একটা মনে করে নিজে নিজেই হেসে উঠি। সবাই দেখে আমি....
সেই হাস্সোজ্জ্বল এক আমার আমি....
কোথায় যেনো চাপা পড়ে যায় সব।
হয়তোবা মহাকালের অতল গ্রাসে...যেভাবে সব হারিয়ে যায়...যেভাবে একদিন হয়তো-বা আমিও হারিয়ে যাবো....
উপসংহারঃ- কষ্ট মানুষের চিরস্থায়ী থাকে না, ক্ষণিক সময়ের কষ্টে যে ঠিকে থাকতেই পারে , সেই জীবনে সফল হবে, কষ্টের সময় ধৈর্য্য ধরতে হবে , কষ্টের সম্ই আল্লাহকে ডাকতে হবে ,কষ্ট নিয়ে আরো কিছু আর্টিকেল আছে পড়তে পারেন




0 Comments