কবিতা অসমাপ্ত প্রতিক্ষা । কবি মোঃ হামিদুল ইসলাম রাজু।

কবিতা অসমাপ্ত প্রতিক্ষা
কবি  মোঃ হামিদুল ইসলাম রাজু

জনশূন্য চৌরাস্তার মোড়ে শান্ত নিবিড় দিবসে
  ঘন সূর্যের তীব্র আলোর সঙ্গে যুদ্ধ করে
 পড়ন্ত বিকেলে নিশ্চিন্তে বসে
 অব্যক্ত মনে প্রতিক্ষার প্রহর গোনছি
কখন যে পাবো তোমার এক পলকের দর্শন।

তোমার দর্শন পাবো বলে মেঘাচ্ছন্ন আকাশে
 বৃষ্টির টপ টপ সুরে পাখির কোলাহলে 
গাড়ির বিষাক্ত চিৎকারে
 হাজারো ব্যাস্ততার মধ্য দিয়ে
সেই চিরচেনা পার্কে এসে ভীড় জমাই।

তোমার দর্শন পাবো বলে হারিয়ে যায় রাতের ঘুম,
 বাস করে মনের মধ্যে তোমায় নিয়ে হাজারো চিন্তা, 
অনিয়মিত থাকি পড়ার টেবিলে, 
একাকী নির্ঘুম রাতে চোখের কোণে জল গড়িয়ে
 হৃৎস্পন্দন কেপে মনের মধ্যে জমে থাকা 
কষ্ট গুলোকে সঙ্গে নিয়েই ঘুমুতে যাই।

তোমার এক পলকের দর্শন পাবো বলে 
একাকী নির্জন পার্কে 
শাহেনশাহের মতো সেজেগুজে বুকের ভেতর বিশ্বাস রেখে 
উষ্ণ রৌদ্রের প্রহরে সমুদয় দিন অতিক্রম করি
তোমার নিষ্পাপ দেহের ছোঁয়া পাবো বলে।

তোমার সুদর্শন চেহারার মায়াবী হাসি দেখবো বলে
 পরাজিত প্রেমিক হয়ে হাত খানা দু-গালে 
যত্ন করে রেখে সবুজ ঘাসের উপর রেখে শুয়ে থাকি বহুক্ষণ,
  বিমর্ষ মুখমণ্ডল, অক্ষিতে টলটল জল দেখে চতুর্দিকের চলন্ত চতুষ্পদী প্রাণী , 
নীল আকাশের উড়ন্ত পক্ষীকুল , 
ঝাকবেধে মশকীর দল বেদনাদায়ক গান নিয়ে ছুটে আসে। 

 অবশেষে, 
পায়নি তোমায় এক পলকের দেখা।
এখনো বসে আছি একা, 
তুমি বিহীন সবকিছু লাগছে ফাকা,
কেননা আমার কাছে তোমার ভালোবাসা রাখা।

প্রকাশকাল 18/02/2017

Post a Comment

0 Comments