গল্পঃ কোনো এক অবহেলা । লেখক মোঃ হামিদুল ইসলাম রাজু।


কোনো এক অবহেলার গল্প

প্রতিনিয়তই নিশি রাতে  অপেক্ষায় প্রহর গুনতাম একটা নাম্বারের ফোনে

 কথা বলার জন্য। ফোন লিস্টের সব নাম্বার থেকে একটা নাম্বারকে এতটাই গুরুত্ব দিতাম যা অন্য নাম্বারের ক্ষেত্রে ব্যাতিক্রম।

 ঐ নাম্বারে মিনিট কয়েক আলাপ না করলে যে ভোর হতো না, 

রাতের ঘুমটাই হারিয়ে যেতো।

 খাওয়াটাই হতো না।  বিমর্ষ হয়ে  একাকী অন্যমনস্ক হয়ে  বিছানায় শুয়ে শুয়ে অপেক্ষায় থাকতাম ঐ প্রিয় মানুষের ফোনের । 

এমন একটা সময় ছিল যে কল লিস্টের প্রথমেই ঐ নাম্বার থাকতো।

এই নাম্বারটাই fnf করা ছিল।এই নাম্বারটাই সব সময় কল লিস্টের প্রথমে থাকতো।এই নাম্বার খুজতে কন্টাক্ট লিস্টে বা ফোন বুকে যাওয়ার প্রয়োজন ছিলো না।

নাম্বার টা মুখস্তই ছিল।তখন ফোনএ টাকা থাকতো শুধু মাত্র ওই নাম্বারটার সাথে কথা বলার জন্য।

আর তখন সব কিছু এ ভাল লাগতো তাকে ঘিরে।আসলে তখন সব কিছু বলতে এই তাকে বুঝানো হত।

-

 ধীরে ধীরে কথা বলা কমে যায় তখন দিনে এক বার কথা হত।  ওই নাম্বারটাও চলে যায় পরের দিন এ তে।তখন নাম্বার টা কল লিস্টের খুজতে হত।

-

আর ও ধীরে ধীরে  কথা বলা কমে যায় তখন ২দিন এ এক বার কথা হত।তখন নাম্বার টা কল লিস্টের খুজতে হত এবং কষ্ট করে বের করতে হত।

-

আরও আস্তে আস্তে কথা বলা কমে যায় তখন ৩দিন বা ৪দিন বা সাত দিনে এক বার করে কথা হত।তখন নাম্বার টা কল লিস্টের খুজতে হত এবং কষ্ট করে বের করতে হত নাম্বার টা।

-

আর ও আস্তে আস্তে কথা বলা কমে যায় তখন  ২৫দিন বা ত্রিশ দিনে নতুবা দু’মাসে একবার করে কথা হত।তখন নাম্বার টা কন্টাক্ট লিস্টে বা ফোন বুকে গিয়ে বের করতে হত।


-

একসময় কথা বলা একেবারেই কমে যায় মাঝে মাঝে অল্পক্ষণ কথা হত। পরবর্তীতে নাম্বার টা কন্টাক্ট লিস্টে বা ফোন বুকে গিয়ে ও খুজে পেতাম না।

 মাঝে মাঝে চিন্তা হত কল দিলে আবার কি না কি মনে করে তা ভেবে আর কল দেওয়াটাই হত না।

 এখন আর  মানুষ টার কথাও মনে পড়ে না।তখন ওই ফোন নাম্বার টাও কন্টাক্ট লিস্টে বা ফোন বুকে গিয়ে খুজে পাওয়া যেত না।

-

কিন্তু হঠাৎ কোন এক নির্জন রাতে মন খারাপের সময় কথা গুলো মনে পড়লে  শরিল কেপে উঠে।কেমন যেন এক অজানা অনুভূতি হয়।এটাই বাস্তবতা মানতে হবে।বাস্তবতা যখন সামনে আসে তখন ভালবাসা জানালা দিয়ে পালায়।বাস্তবতা অনেক কঠিন….

জীবনের কষ্টের--প্রতিঘাতে বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারিনা। তবুও শত কষ্ট,অভিমান বুকে চেপে আমরা বেঁচে থাকি।এভাবেই কোন একদিন সব লেনদেন শেষ না করে হারিয়ে যাই বিষন্ন মেঘমালার ভীড়ে.হারিয়ে যায় না ফিরার দেশে।হয় তো আর কথা হবে না কোন দিন যখন না ফিরার দেশে চলে যাব।

মানুষ যখন অবহেলিত হয় তখন পদে পদে কষ্ট পায় , অবহেলার স্বীকার হয়।

-

➤তাদের জন্য শুধু একটা চাওয়া ভাল থাকুক এই ভালবাসার মানুষ গুলো। 

----

গল্পঃ কোনো এক  অবহেলা।

লেখা: মোঃ হামিদুল ইসলাম রাজু

প্রকাশকালঃ 2016

আমার পেইজটি ফলো করে সঙ্গে থাকুুন ।

Post a Comment

0 Comments