" আদর্শ শিক্ষার্থীকে বিদ্যা শিক্ষা প্রদান করতে হলে আগে নিজেকে আদর্শবান মানুষ করতে হবে। 


কলেজ ভার্সিটিতে শিক্ষিত শিক্ষকদের অভাব নেই কিন্তু বিবেকবান শিক্ষকদের অভাব।

বিবেকহীন দুর্জন শিক্ষকদের সংস্পর্শে বিদ্যা শিক্ষা না করে এড়িয়ে চলুন। 

এরকম শিক্ষকদের ঘৃনা না করে তাদের কৃতকর্মকে ঘৃনা করুন।

বিবেকবান আদর্শ শিক্ষকদের সব শিক্ষার্থীরাই যথেষ্ট সম্মান,গভীর শ্রদ্ধা ও সহানুভূতিশীল দৃষ্টিতে দেখে।

তাদের কথা গুলো যথাযথ ভাবে হজম করে, সবসময়ই তাদের প্রতি নম্র ভদ্র অনুগত থাকে।

কিছু কিছু শিক্ষকরা শিক্ষার্থীদের আচরণে মনে করেন। ছাত্রটা একটা জগন্নতম বেয়াদব প্রকৃতির। কার সাথে কীরকম ব্যবহার করে সে নিজেও বুঝে না।

কিন্তু সেই শিক্ষার্থীতো আগে কখনো এরকম আচরণ করে নাই । 

তার সাথে বিভ্রান্তিকর কথা ও কুরুচিপূর্ণ ব্যবহার না করে এর কারণ খুঁজে দেখুন। 

হতেই পারে অতিরিক্ত জবাবদিহিতা , কথার অমূল্যায়ন ও কড়াশাসনের কারণে সে এরকম পরিস্থিতির শিকার হয়েছে। এর জন্য বিবেকহীন শিক্ষকরাই দায়ী।

মনে রাখুন " আদর্শ শিক্ষার্থীকে বিদ্যা শিক্ষা প্রদান করতে হলে আগে নিজেকে আদর্শবান মানুষ করতে হবে। 

নিজেকে শিক্ষিত করে তুললে হবে না, সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

চারিত্রিক বৈশিষ্ট্য ,উত্তম গুণাবলী, শিক্ষার্থীদেরকে মায়া ও সহানুভূতিশীল দৃষ্টিতে দেখতে হবে। এতে করে ভালো না হলেও মন্দ হবে না. ..

লেখা- মোঃ হামিদুল ইসলাম রাজু 

Post a Comment

0 Comments