কবিতা: ইতিহাস ঐতিহ্যে সিলেট । কবি মোঃ বশির মিয়া। ওসমানীনগর।

কবিতা: ইতিহাস ঐতিহ্যে সিলেট

কবি মোঃ বশির মিয়া।


বাংলাদেশের উত্তর পূর্বে

সিলেট জেলার অবস্হান,

এক পাশে ভারত সীমা

ত্রীপুরা মেঘালয় আসাম।


বয়ে চলে সুরমা নদী

পাতর ওঠে অবিরত,

মাজার পুকুর গজারে ঘেরা

পায়রা উড়ে শত শত।


প্রবাসীরা প্রেরন করেন

লক্ষ কোটি টাকা,

তাদের টাকায় ঘুরে দেশের

অর্থনীতির চাকা।


পাহাড় ঘেরা চা বাগান

অর্থনীতির বুনিয়াদ,

কমলা লেবু স্বাদে গুনে

খেতে ভারী মিষ্টি স্বাদ।


বৃটেনেতে এমপি মেয়র

সিলেটিরাও নেতৃত্বে,

শিক্ষাদীক্ষায় দেশের সুনাম

বাড়ছে তাদের দায়িত্বে।


পাহাড় ঘেড়া চা বাগান

অর্থনীতির বুনিয়াদ,

কমলা লেবু স্বাদে গুনে

খেতে ভারী মিষ্টি স্বাদ।


আলী আমজদের প্রাচীন ঘড়ি

সুরমার তীরে ভাঁসে,

নাসিরুদ্দিনের আযান ধ্বনিতে

গৌড় গোবিন্দের বাড়ি ধ্বসে।


মাদব কুন্ডের অপরুপ ঝর্না

পাহাড়ী বারি ধারা,

জাপলং,বিচনাকান্দির সৌন্দর্য

হৃদয় উজার করা।


হাওর বাওর পাহাড় নদী

সিলেট প্রকৃতির বৈশিষ্ট,

ধর্মপ্রান সিলেট বাসী

মানব সেবায় বলিষ্ট।


কি অপরুপ শীতল পাটি

বিশ্ব ঐতিহ্যে পেল ঠাঁই,

স্বাদেগুনে সাতকরা পল

সিলেট ছাড়া কদর নাই।


ফুলতলী গহর পুরী

সিলেটের ধর্মীয় নেতা,

ধর্মপ্রান সিলেট বাসী

ভুলবেনা তাদের কথা।


মহা কবি শরচ্চন্দ চৌধুরী

একুশে পদকে দেলোয়ার,

সাহিত্য জগতে তারা

সিলেটিদের দিকপাল।


হাসনরাজা বাউল করিম

তাদের গানে দেশের টান,

ভক্তকন্ঠে অবিরত বাজে

এসব গানের শিরোনাম।


সিলেটের নাগরি ভাষা

বিশ্বে ৯৭ তম ভাষায় পেল ঠাই,

সিলেটিদের মাঝে এত কদর

অন্য ভাষায় যেন নাি।


বঙ্গবীর ওসমানী হলেন

মুক্তিযুদ্ধের অমর নাম,

আজ আমরা স্বাধীন চেতা

আপন গুনে বলিয়ান।


শাহজালালের পূন্যভূমি

সিলেটবাসী ধন্য,

তাইতো সারা বিশ্বজুড়ে

সিলেটিরা গন্য।


পোস্টকারীমোঃ হামিদুল ইসলাম রাজু 


Post a Comment

0 Comments