ত্বোলিবুল ইলম | ইসলামিক কবিতা | কবিঃ মোঃ হামিদুল ইসলাম রাজু | Talibul Ilm

ভূমিকাঃ- ত্বোলিবুল ইলম এটা একটা ইসলামিক কবিতা। শিক্ষণীয় কবিতা, যে কবিতা পড়লে আমাদের বিবেক নাড়া দেয়, সেইসব ইসলামিক কবিতা সবার পড়া উচিত, এক নজরে হলেও ত্বোলিবুল ইলম কবিতা টি পড়া উচিত, ত্বোলিবুল ইলম শব্দের আভিধানিক অর্থ হলো নর-নারীর শিক্ষা, অর্থাৎ এখানে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের বুঝানো হয়েছে  ।

ভূমিকাঃ- ত্বোলিবুল ইলম এটা একটা ইসলামিক কবিতা। শিক্ষণীয় কবিতা, যে কবিতা পড়লে আমাদের বিবেক নাড়া দেয়, সেইসব ইসলামিক কবিতা সবার পড়া উচিত, এক নজরে হলেও ত্বোলিবুল ইলম কবিতা টি পড়া উচিত, ত্বোলিবুল ইলম শব্দের আভিধানিক অর্থ হলো নর-নারীর শিক্ষা, অর্থাৎ এখানে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের বুঝানো হয়েছে  ।  কবিতাঃ ত্বো'লিবুল ইলম  কবিঃ- মোঃ হামিদুল ইসলাম রাজু   একটা সময় দেখেছি আমি জ্ঞান পিপাসু ঐ শত শত শিশুকে,  রাত বিরাতে জায়নামাজের উপর বসিয়া কুরান পড়ে ঝুঁকে ঝুঁকে।  মধুর কন্ঠে তাহার পাঠ শুনিয়া নাচিয়া উঠিল  মনটা,  মুগ্ধ হইয়া শুনিতে শুনিতে অবশেষে শেষ হইয়া গেলো দিনটা।  একটা সময় দেখেছি আমি জ্ঞান পিপাসু ঐ শত শত শিশুকে,  খোদার রাস্তায় সপে দিয়েছে তাদের সোনালী দিনগুলোকে।  কাছে আসিয়া প্রণাম করিয়া একটা ত্বলবকে কহিলাম আমি,  ""বড় হইয়া কী হইতে চাও নিষ্ঠুর এই ভূলোকে"?  কহিলো মোরে " বাচিয়া থাকিতে চাই লক্ষ মাইনষের বুকে"।  অবাক চোখে চাহিয়া রহিলাম তাহার নুরানী মুখের দিকে,  ভাবিলাম আমি  এত্তো ছোট্ট শিশু  এসব কথা পাইল কোথা থেকে?  চতুর্দিক থাইকা আসিতে লাগিল সুগন্ধি আম্বরের ঘ্রাণ,  হঠাৎ করিয়া উঠিয়া কহিল, "খোদার রাস্তায় দিয়া দিবো মোর প্রাণ"  মাথায় হাত বুলাইয়া দিয়া কহিলাম, আল্লায় পুরণ করুক তোমার আশা।  সৎভাবে তাহার কাছে  চাইলে কাহাকেও করেন না নিরাশা।  বিমর্ষ হইয়া কহিলো মোরে, ""দোয়া করেন ভাইয়া, আমি যে রাতকানা""  বিধাতার কাছে এই মিনতি, "বেহেস্ত হোক তোমার আসল ঠিকানা"।  একটা সময় দেখেছি আমি জ্ঞান পিপাসু ঐ শত শত শিশুকে,  দুনিয়ার সবকিছু ভুলে শুধু ভালোবেসেছে  কুরআন হাদিসকে।  সবসময়ই দেহে থাকে পাঞ্জাবী মাথায় থাকে টুপি,   নবীর সুন্নত আল্লাহর হুকুম পালন করে দিন ব্যাপী।  এরাইতো দেশের গর্ব, এরাই তো প্রকৃত মুসলমান,  শত কষ্টের পরেও কাহাকে করেনা অপমান।  প্রকাশকালঃ 24-02-17 ইং  আমার পেইজে ফলো করে সঙ্গে থাকুন।  Page:- Hamidul Islam Raju। মাদ্রাসার ছাত্র।
ত্বোলিবুল ইলম


ত্বো'লিবুল ইলম

কবিঃ- মোঃ হামিদুল ইসলাম রাজু 

একটা সময় দেখেছি আমি জ্ঞান পিপাসু ঐ শত শত শিশুকে,

রাত বিরাতে জায়নামাজের উপর বসিয়া কুরান পড়ে ঝুঁকে ঝুঁকে।

মধুর কন্ঠে তাহার পাঠ শুনিয়া নাচিয়া উঠিল  মনটা,

মুগ্ধ হইয়া শুনিতে শুনিতে অবশেষে শেষ হইয়া গেলো দিনটা।

একটা সময় দেখেছি আমি জ্ঞান পিপাসু ঐ শত শত শিশুকে,

খোদার রাস্তায় সপে দিয়েছে তাদের সোনালী দিনগুলোকে।

কাছে আসিয়া প্রণাম করিয়া একটা ত্বলবকে কহিলাম আমি,

""বড় হইয়া কী হইতে চাও নিষ্ঠুর এই ভূলোকে"?

কহিলো মোরে " বাচিয়া থাকিতে চাই লক্ষ মাইনষের বুকে"।

অবাক চোখে চাহিয়া রহিলাম তাহার নুরানী মুখের দিকে,

ভাবিলাম আমি  এত্তো ছোট্ট শিশু  এসব কথা পাইল কোথা থেকে?

চতুর্দিক থাইকা আসিতে লাগিল সুগন্ধি আম্বরের ঘ্রাণ,

হঠাৎ করিয়া উঠিয়া কহিল, "খোদার রাস্তায় দিয়া দিবো মোর প্রাণ"

মাথায় হাত বুলাইয়া দিয়া কহিলাম, আল্লায় পুরণ করুক তোমার আশা।

সৎভাবে তাহার কাছে  চাইলে কাহাকেও করেন না নিরাশা।

বিমর্ষ হইয়া কহিলো মোরে, ""দোয়া করেন ভাইয়া, আমি যে রাতকানা""

বিধাতার কাছে এই মিনতি, "বেহেস্ত হোক তোমার আসল ঠিকানা"।

একটা সময় দেখেছি আমি জ্ঞান পিপাসু ঐ শত শত শিশুকে,

দুনিয়ার সবকিছু ভুলে শুধু ভালোবেসেছে  কুরআন হাদিসকে।

সবসময়ই দেহে থাকে পাঞ্জাবী মাথায় থাকে টুপি, 

নবীর সুন্নত আল্লাহর হুকুম পালন করে দিন ব্যাপী।

এরাইতো দেশের গর্ব, এরাই তো প্রকৃত মুসলমান,

শত কষ্টের পরেও কাহাকে করেনা অপমান।

প্রকাশকালঃ 24-02-17 ইং

আমার পেইজে ফলো করে সঙ্গে থাকুন।

Page:- Hamidul Islam Raju

Post a Comment

1 Comments

  1. Casino - Best Online Casino for Real Money | SGHC Casino
    SGHC Casino is one of the best online casinos septcasino accepting players from the USA. If you jancasino are looking for 출장안마 an 출장안마 alternative choegocasino.com사이트 to the rest of the world

    ReplyDelete