গাড়ি চলে না চলে না লিরিক্স | Gari chole na Lyrics in Bangla 

ভূমিকাঃ- আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

গাড়ী চলে না লিরিক্স 


গাড়ি চলে না চলে না লিরিক্স 


গাড়ি চলে না চলে না,

চলে না রে, গাড়ি চলে না।

চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

মধ্য পথে ঠেকলো গাড়ি

উপায়-বুদ্ধি মেলে না।।

মহাজনে যতন করে

তেল দিয়াছে টাংকি ভরে

গাড়ি চালায় মন ড্রাইভারে

ভালো-মন্দ বোঝে না।।


ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টসগুলো ক্ষয় হয়েছে

ডাইনামো বিকল হয়েছে

হেডলাইট দুইটা জ্বলে না।।


ইঞ্জিনে ব্যতিক্রম করে

কন্ডিশন ভালো নয় রে

কখন জানি ব্রেক ফেল করে

ঘটায় কোন্ দুর্ঘটনা।।


আবুল করিম ভাবছে এইবার

কোন্ দিন গাড়ি কি করবে আর

সামনে বিষম অন্ধকার

করতেছে তাই ভাবনা।।


বাউল আব্দুল করিমের গান 

Gari chole na Lyrics in Bangla 

Gari chole na chole na 

chole na re , gari chole na .

choriya mnaob gari 

jaite chilam bondhur bari

moddo pothe teklo gari 

upay-buddi mile na.




moha jone joton kore 

tel diyache tangki bhore

gari chalay mon driver e 

valo mondo buje na.




engine moyla jomeche

parts gulu khoy hoyese 

daynamo bikol hoyese 

hedlight duita jole na




engine betikrom kore 

condition valo noy re

kokhon jeno break fail kore 

gotay kunu dorgotona. 



abdul karim vabse eibar 

kundin gari ki korbe r 

samne binsom ondhokar

kortese ei vabna.

Post a Comment

0 Comments