১০টি বিষয়ে আমাদের চরম অবহেলা .. !! মাত্র ৩টি শব্দ পাল্টে দিতে পারে আমাদের জীবন ধারা ... !! Md. Hamidul Islam

মাত্র ৩টি শব্দ পাল্টে দিতে পারে আমাদের জীবন ধারা ... !!   🔹 'আলহামদুলিল্লাহ' আসুন সকল ক্ষেত্রে বিশেষত কেমন আছি, কাজ হয়েছে কিনা, খেয়েছি, করেছি, বলেছি ইত্যাদি সকল ক্ষেত্রে বলি, আলহামদুলিল্লাহ। এতে আল্লাহর রাজি খুশি প্রাপ্তির পাশাপাশি কাজে বরকত পাওয়া যাবে।   🔹 'ইনশাআল্লাহ'  ভবিষ্যতে করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি ভবিষ্যতগত ক্ষেত্রে সবসময় আসুন আমরা বলি ইনশাআল্লাহ। এতে ঐ কাজে আল্লাহর বরকত থাকে।   🔹 'আল্লাহুম্মাগফিরলি' অথবা 'আস্তাগফিরুলাহ' যে কোনো ছোট খাট বা বড় ভুল হয়ে গেলে সাথে সাথে বলি, আল্লাহুম্মাগফিরলি অথবা আস্তাগফিরুলাহ। অর্থাৎ ভুল করে ফেলেছি তাই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি।  আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এবং আল্লাহুম্মাগফিরলি অথবা আস্তাগফিরুলাহ এই ৩টি শব্দই পাল্টে দিতে পারে আমাদের জীবনের গতি ধারা। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা এবং আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তায়ালা আমাদের উপর রাজী খুশি থাকবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যদি কোন বান্দার উপর রাজী খুশি থাকেন তাহলে তার দুনিয়া ও আখিরাতের সফলতা ঠেকায় কে !?   ইসলাম আসলে অনেক সহজ। আমরা পালন করিনা তাই কঠিন লাগে।  আল্লাহ রাব্বুল আমিন আমাদের সহায় হোন। আমিন।  Masood Sayedee১০টি বিষয়ে আমাদের চরম অবহেলা ..  !!   ০১. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি,        কিন্তু তার আদেশ পালন করি না।  ০২. মুখে বলি মুহাম্মদ (সাঃ) কে ভালোবাসি,        কিন্তু তাঁর সুন্নাতের অনুসরণ করি না।  ০৩. কুরআন পড়ি কিন্তু কুরআন বুঝি না,        তাই নিজের জীবনে তা বাস্তবায়নের চেষ্টাও করি না।  ০৪. আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করি,        কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না।  ০৫. জান্নাত পেতে চাই,        কিন্তু জান্নাত পাওয়ার আমল করি না।  ০৬. জাহান্নাম থেকে বাঁচতে চাই,        কিন্তু নেক আমল করি না।  ০৭. বিশ্বাস করি প্রতিটি জীবনকে মৃত্যুবরন করতে হবে,        কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হই না।  ০৮. পরনিন্দা ও গীবত করি,        কিন্তু নিজের দোষত্রুটি ভুলে যাই।  ০৯. স্বীকার করি শয়তান আমাদের শত্রু,        কিন্তু তার বিরুদ্ধাচারণ করি না।  ১০. মৃত ব্যক্তিকে দাফন করে আসি,        কিন্তু তা থেকে কোনো শিক্ষা গ্রহন করি না।  Masood Sayedee - মাসুদ সাঈদী

১০টি বিষয়ে আমাদের চরম অবহেলা .. !! 

 ০১. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, কিন্তু তার আদেশ পালন করি না।

 ০২. মুখে বলি মুহাম্মদ (সাঃ) কে ভালোবাসি, কিন্তু তাঁর সুন্নাতের অনুসরণ করি না। 

 ০৩. কুরআন পড়ি কিন্তু কুরআন বুঝি না, তাই নিজের জীবনে তা বাস্তবায়নের চেষ্টাও করি না। 

 ০৪. আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। 

 ০৫. জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাত পাওয়ার আমল করি না। 

 ০৬. জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু নেক আমল করি না। 

 ০৭. বিশ্বাস করি প্রতিটি জীবনকে মৃত্যুবরন করতে হবে, কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হই না।

 ০৮. পরনিন্দা ও গীবত করি, কিন্তু নিজের দোষত্রুটি ভুলে যাই।  

০৯. স্বীকার করি শয়তান আমাদের শত্রু, কিন্তু তার বিরুদ্ধাচারণ করি না।

 ১০. মৃত ব্যক্তিকে দাফন করে আসি, কিন্তু তা থেকে কোনো শিক্ষা গ্রহন করি না।

সংগ্রহঃ 


মাত্র ৩টি শব্দ পাল্টে দিতে পারে আমাদের জীবন ধারা ... !!

 🔹 'আলহামদুলিল্লাহ' আসুন সকল ক্ষেত্রে বিশেষত কেমন আছি, কাজ হয়েছে কিনা, খেয়েছি, করেছি, বলেছি ইত্যাদি সকল ক্ষেত্রে বলি, আলহামদুলিল্লাহ। এতে আল্লাহর রাজি খুশি প্রাপ্তির পাশাপাশি কাজে বরকত পাওয়া যাবে। 

 🔹 'ইনশাআল্লাহ' ভবিষ্যতে করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি ভবিষ্যতগত ক্ষেত্রে সবসময় আসুন আমরা বলি ইনশাআল্লাহ। এতে ঐ কাজে আল্লাহর বরকত থাকে।

 🔹 'আল্লাহুম্মাগফিরলি' অথবা 'আস্তাগফিরুলাহ' যে কোনো ছোট খাট বা বড় ভুল হয়ে গেলে সাথে সাথে বলি, আল্লাহুম্মাগফিরলি অথবা আস্তাগফিরুলাহ। অর্থাৎ ভুল করে ফেলেছি তাই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এবং আল্লাহুম্মাগফিরলি অথবা আস্তাগফিরুলাহ এই ৩টি শব্দই পাল্টে দিতে পারে আমাদের জীবনের গতি ধারা। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা এবং আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তায়ালা আমাদের উপর রাজী খুশি থাকবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যদি কোন বান্দার উপর রাজী খুশি থাকেন তাহলে তার দুনিয়া ও আখিরাতের সফলতা ঠেকায় কে !? ইসলাম আসলে অনেক সহজ। আমরা পালন করিনা তাই কঠিন লাগে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সহায় হোন। আমিন। 

Page:- Md. Hamidul Islam

Post a Comment

0 Comments