কবিতাঃ সম্মুখে অগ্রসর | কবি মোঃ হামিদুল ইসলাম রাজু । Md. Hamidul islam।


কবিতাঃ সম্মুখে অগ্রসর

 লেখা- মোঃ হামিদুল ইসলাম রাজু 


দীর্ঘ রজনী অপেক্ষা করিয়া ছেড়ে দিও না হাল,

ধৈর্য্য ধরিয়া লাগিয়া থাইকো হইয়ো না কভু বেহাল।

সফলতার হাসি হাসিবে তুমি, থাকিবে না কষ্ট ক্ষণকাল,

প্রহর কাটিয়ে যা পাইবে তা নিয়ে সুখী থাকিও চিরকাল।


বৃষ্টির গুঞ্জন ধ্বনিতে বাজাইয়ো ওরে বাসি, 

কষ্টকে পরাভুত করিয়া মুখে রাখিও হাসি।

 হাসি ভরা মুখের চাইনি যেনো স্বর্গাদপি গরিয়সী,

 সূর্যের ন্যায় আলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক রাশি রাশি। 


হৃদয়ের ক্ষত আর ব্যাথার পাহাড় করিও না উন্মোচন।

তোমার ব্যাথা তোমাকেই করিতে হইবে নিবারণ।

জ্বলিয়া পুড়িয়া অঙ্গার হইয়া বাঁচিয়া থাকো যদি আমরণ, 

মুখের মাঝে হাসি রাখিয়া কষ্টকে করিও আলিঙ্গন।


 সাহস, মনোবল আর বিশ্বাস নিয়ে সম্মুখে হও অগ্রসর, 

দেখিবে তুমি আপন আলয়ে ছুটিয়া বেড়াচ্ছো থামো নি কভু আর। 

স্বীয় লক্ষে যখন পৌছিবে বুকে রাখিও মনের জোর, 

শান্ত হৃদয়ে তখন বেজে উঠবে আনন্দের সুর।


 পিপিলিকা দলবল নিয়ে আহার করে সঞ্চয়,

 দিনের পর দিন পরিশ্রম করিয়া যা করে উপার্জন,

 তা হইতে স্বল্প কিছু ব্যায় করিয়া অবশিষ্ট থাকে সঞ্চয়।

তুমিও মিতব্যায়িতা কমিয়ে আনলে সফল হবে নিশ্চয়।


ঝাকবেঁধে পাখিরা মনের সুখে উড়ে বেড়ায় আকাশে,

 গানের সুরে দলবদ্ধভাবে মিশে যায় যায় বাতাসে।

সবার সঙ্গে নিজেকে খুঁজে নিও মুছে ফেলিও হতাশার চিহ্ন,

হিংসা বিদ্বেষ কভু নাহি করো হইয়ো না পরস্পর বিচ্ছিন্ন। 


 দীর্ঘ রজনী অপেক্ষা করিয়া ছেড়ে দিও না হাল, 

ধৈর্য্য ধরিয়া লাগিয়া থাইকো হইয়ো না কভু বেহাল। 

সফলতার হাসি হাসিবে তুমি, থাকিবে না কষ্ট ক্ষণকাল, 

প্রহর কাটিয়ে যা পাইবে তা নিয়ে সুখী থাকিও চিরকাল।


 - প্রকাশকালঃ ২৮- মে - ২০২১ ইংরেজি।

Page:- Md. Hamidul Islam




Post a Comment

0 Comments