জীবনে সবকিছু সেক্রিফাইছ করা যায়, কিন্তু ভালোবাসা সেক্রিফাইছ করা যায় না।


 ক্যাপশন দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। 😔 জীবনে সবকিছু সেক্রিফাইছ করা যায়, কিন্তু ভালোবাসা সেক্রিফাইছ করা যায় না। বালা হাতুনের জন্য সবচাইতে কষ্টের মুহুর্ত ছিলো এই সিরিজের অংশটুকু, যা তাকে সারাজীবন একবুক কষ্ট নিয়ে বেচে থাকতে হবে। আমি বাকরুদ্ধ হয়ে উক্ত সিরিজের এই অংশটুকু দেখেছিলাম, মনের অজান্তে চোখের কোণে জল গড়িয়ে আসলো। হয়তো ভালোবাসার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু বালা হাতুনের ভালোবাসা ছিলো আকাশ ছোঁয়া ভালোবাসা, যা উক্ত কঠিন মুহূর্তেও নিজেকে ভালোবাসার মানুষের সামনে মুখে হাসি রেখে কথা গুলো বলেছে, বুঝতে দেয়নি তাকে যে তার জন্য কতোটা হৃদয়ের ভেতর কষ্টের ঝড় বইছে। উসমান বাবার কথা রক্ষার্থে মালহুন হাতুনকে বিয়ে করবে, তখন বালা হাতুন হয়তো আড়ালে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে। আর অবলীলায় চোখের জল পড়তে থাকবে একটি কথা কী জানেন, ভালবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে ফেলে না। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য। আবার এই ভালবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায়, যার জন্য বিন্দুমাত্র আফসোসও কখনো হয় না। আবার কখনো কখনো ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ভালোবাসাকেও সেক্রিফাইছ করে দিতে হয় যা হয়তো আমরা উক্ত সিরিজে বালা হাতুনের মাঝে খুঁজে পেয়েছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আইভাল্লাহ গারদাশেরা,, 

Post a Comment

0 Comments