কবিতাঃ প্রেমের ফুল । কবি মোঃ হামিদুল  ইসলাম রাজু।

কবিতাঃ প্রেমের ফুল 

কবি মোঃ হামিদুল ইসলাম রাজু

বন্ধু আমার মনের অগোচরে

 ফুটিল একটি প্রেমের ফুল,

সেই সুবাস ছড়ানো ফুলের সুঘ্রাণে

অবুঝ মনটা হইলো যে ব্যাকুল। 


মুগ্ধ হইয়া স্বযত্নে তারে  রোপণ

করিলাম যেদিন মোর বুকে, 

সেদিন হইতে কষ্টের মেঘ

উকি দিলো মোর চোখে। 


নির্জনে বসিয়া ক্রন্দনরত চাহনিতে

 তাকাইলাম তাহার মুখ পানে, 

ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলিয়া বারংবার 

ছুটিয়া গেলাম তাহার টানে।


আমারি পরানে ফুলের সুঘ্রাণে

 সুবাসিত হইলো মোর হৃদয়, 

 দুঃখ,ক্লেশ  যতই হোক না কেনো

মেনে নিবো না কখনো পরাজয় ।


একাকিত্ব মহুর্তে যখন থাকি,

তখন ভেসে উঠে  তাহার মায়াভরা মুখ, 

 উদাসীন হইয়া তাকাইয়া থাকি

বুকের গহীনে  জমে থাকে  মোর দুখ।



প্রকাশকালঃ 7 august 2019 

!!!!!!!!সংক্ষেপিত !!!!!!!

Post a Comment

0 Comments