অনুপ্রেরণা - কবি মোঃ হামিদুল ইসলাম।


অনুপ্রেরণা 

কবি মোঃ হামিদুল ইসলাম রাজু

বিপদে তোরা করিসনে ভয়, 
 হৃদয়ের গহীনে রাখিসনে সংশয়। 
স্বীয় বুদ্ধিমত্তার জোরে করিস সবকিছু জয়,
 মেনে নিছ না কখনো পরাজয়। 
বক্ষপিঞ্জর থেকে ভয় কে করিস সঞ্চয়, 
একদিন উড়বেই বিজয়ের নিশান নিশ্চয়।

 সুখের খুজেঁ দুঃখ পাবে বিবর্ণ হবে মুখ
 মানবের উপকারেই তো প্রকৃত সুখ। 
এতিম বিকলাঙ্গদের কষ্টে কাদে যার চোখ, 
স্বার্থক মানুষ তিনি, ভুলে না লোকে তার মুখ।

ক্ষণস্থায়ী পৃথিবীতে এমন কিছু করো আবিস্কার,
আনন্দচিত্তে উৎফুল্ল মনে লোকে দিবে তোমায় পুরস্কার।
অনুপস্থিততে বাহ বা দিবে করবে না তোমায় তিরস্কার,
আবিস্কারকদের প্রেরণা দেওয়াইতো লোকের অধিকার। 

বিপুলা পৃথিবীতে বেচে থাকে মানুষ ক্ষণকাল,
 মনের মধ্যে আশা থাকে বেচে থাকবো বহুকাল।
 অবশেষে নিঃশ্বাসবিহীন নিথর দেহটা হয়ে যায় কঙ্কাল,
 দুনিয়ার চাকচিক্য আরাম আয়েশ হয়ে যায় সমাপ্তকাল।
 কারো কারো মৃত্যু হয় অকাল, 
এমন কিছু করো মৃত্যুর পরও মানবের মাঝে বেচে থাকো চিরকাল।
-------
----
---
অনুপ্রেরণা কবিতাটি শুনতে ভিডিও দেখুন।




Post a Comment

0 Comments