আমি কে ! কষ্টের সময় ধৈর্য্য ধরার জন্য কিছু কথা একান্ত প্রিয়জনদের উদ্দেশ্যে।

জীবন আমাকে অনেক কিছু দিয়েছে, 

কখনো কেঊ ভালোবেসে আগলে রেখেছে, 

কখনো সেই ভালোবাসা আমাকে নিঃশেষ করেছে,

 কেওবা তার প্রয়োজনে ব্যবহার করেছে। 

কখনো বন্ধুরা অনেক সুখ দিয়েছে,

 কখনো ভালবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি।

 কখনো কারো অসীম ভালোবাসায় নতুন জীবন পেয়েছি।

 জীবনে অনেক কিছু দেখেছি, 

খুব প্রিয় মানুষের  স্বার্থপরতা দেখেছি। 

কারো মুখে হাসি ফুটিয়েছি।

তো কাওকে অনেক কষ্ট দিয়েছি। 

দেনা পাওনার হিসেব এখন আর মিলাই না।

 চাওয়া পাওয়ার হিসেব কসতে সাহস হয়না। 

সব কিছুই হয়ত পেয়েছি জীবন থেকে, 

শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা আমি কে?


আমি কে 

- লেখাঃ মোঃ হামিদুল ইসলাম রাজু

Post a Comment

0 Comments