কবিতা: বিচিত্র সমতা। ✍কবি মোঃ হামিদুল ইসলাম রাজু । বাস্তবিক নির্লজ্জকর চিত্র।


কবিতা: বিচিত্র সমতা।
✍কবি মোঃ হামিদুল ইসলাম রাজু 


সাম্যের কথা বলি...... ....!! 

নারী তুমি মহান! 
মানো না কোনো পিছুটান।
নারী তুমি আপন ত্যাজে দীপ্তমান।
নিন্দুকের কথায় দাও না কোনো কান।

নারী! হে নারী পথ চলতে গিয়ে, 
ভুলে যাও নিজের আত্মসম্মান।
নারী তুমি মহান। 
নর-নারীর অধিকার সমান। 
কেনো এড়িয়ে চলো নর-নারীর ভেদাভেদ?
ভুলে যাও সব বর্ণ-বিভেদ। 

আপন গতিতে এগিয়ে চলো, 
বাধা নেই মোর দেশে। 
বেছে নিলে অপসংস্কৃতি আর স্বাধীনতা।
নারী! এটাই বুঝি তোমাদের উদারতা। 


নারী তুমি মহান! 
মানো না কোনো পিছুটান।
বিয়ের সাজে মেনে চলো ব্রিটিশ কুসংস্কার।
 তাইতো সমাজের মানুষ তোমাদের দেয় ধিক্কার। 
পেন্ট শার্ট আর জিন্স পড়ে গান গাও সমতার।
এটাই বুঝি নারী পুরুষ সমান অধিকার ।

প্রকাশকালঃ ২৫/০৮/২০ সাল।





 গোয়ালাবাজারের মাহবুব রাহমানের ফেসবুক পেইজ থেকে নেওয়া

লেডি বাইকার ও তার সমর্থকদের জন্য

দু:খ হয় এসব লেডিদের জন্য,তারা সব পারলেও শুধু  শান্তিতে সংসারটা করতে পারেনা,কারণ- এদের উশৃংখলতায় সংসারে আগুন লেগে যায়।

লেডি বাইকারের পক্ষে যারা লিখছেন-বলছেন  তাদের জন্য মোটেও আফসোস হয়না।পশুর কাছে অন্য পশুকে উলঙ্গ মনে হওয়ার কিছু নেই,কারণ- পশু নিজেও উলঙ্গ থাকে।

এসব লেডিদের পেট থেকে শাহেদ,সাব্রিনা,পাপিয়াদের জন্ম হয়, তাই এদের নিয়ন্ত্রণে আনা সমাজ-রাষ্ট্রের দায়িত্ব।
ঘটনা: খুলনা।



Post a Comment

0 Comments