নিজের লাইফের ভুল গুলোর মাশুল পেতে চাই,
জীবনে কারো কাছ থেকে যেমন কষ্ট পেয়েছি ঠিক কাউকে না কাউকে মনের অজান্তেই কষ্ট দিয়েছি,
মানুষের অসহায়ত্ব আর কষ্টের কথা শুনে একটু মায়া হতো বলে খুব সহজেই বিশ্বাস করে ফেলতাম ।
আর সেইসব মানুষ গুলো বিশ্বাসের বরখেলাপ করে চলে যায়।
আমি যেমন চঞ্চল তেমনি আবেগপ্রবণ ছেলে, আবেগ গুলো যতটা মনের ভেতরে কবর দিতে পেরেছি , ততটা পারিনি নিজের চাঞ্চল্যটাকে গোপন রাখতে , কিছু মানুষের কাছে নিজের চঞ্চল হৃদয়ের দিকটাই রিপ্রেজেন্ট করে যাই প্রতিনিয়তই তাই বলে মনহীন মানুষ হিসেবে উপাধি পেয়েছি ।
আমার দুঃখ নেই জীবনে,,, যারা আমাকে বুঝতে পেরেছে, আমার সাথে আমার ছোটো খাটো ভুল গুলোকেও আপন করে নিয়েছে সেই সব মানুষ গুলো হৃদয়ের মধ্যে থাকবে সারাজীবন ।
ভালোবাসা কী সেটা আমি কখনোই জানি না,,,, বা বুঝতেও চাই নি,, আমি ভালোবাসা বলতে একটা বিষয় বুঝি,, আর সেটা হলো "স্বর্গীয় রুপের প্রতিচ্ছবি", যার চোখের দিকে তাকাইলেই শান্ত শিষ্ট পৃথিবী দেখতে পারবো, আর আমৃত্যু সেই পৃথিবীর দিকে তাকিয়ে থাকবো। 😋😋😋
শুভকামনা রইল
কিছু স্বপ্ন মানুষের অপুরণীয় থেকে যায়।
চাইলেই সেই স্বপ্ন পুরণ হয় না।
রাতের গভীরতা সারাদিনের ক্লান্তি বুকের ভেতর দীর্ঘ ব্যাথা নিয়ে কিছু মানুষের হাসি মুখে পথ চলতে হয় ।
তবুও স্বপ্ন পুরনের লড়াইটা আমৃত্যু থেকে যায় হৃদয়ে গহীনে, পুরন হবার আশায় বেচে থাকে দিনের পর দিন। সবার স্বপ্ন হোক পুরণ ।
সুন্দর হোক জীবন ।
অপেক্ষার প্রহর
অক্লান্ত ভাবনার সঙ্গ দিয়া হৃদয়-পরশ স্পর্শ করিয়া,
ক্রন্দন স্বরে গুঞ্জন ধ্বনি বাজ্বিল ।
কতখানি ভেবেচিনু কহিয়া তাহারে!
আপন আলয়ে ফিরিয়া গেলাম প্রতিবারে।
ক্রোধান্বিত মনে ফুটিল মায়ার ফুল !
দীর্ঘ রজনী প্রহর গুনিয়া করিনি তো কোনো ভুল।
লেখাঃ মোঃ হামিদুল ইসলাম রাজু




0 Comments